শ্রীনগর | |
---|---|
শহর | |
ওপর থেকে, ঘড়ির কাঁটার দিকে: শ্রীনগর শহরের প্যানোরামা, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে টিউলিপস, হজরতবাল মসজিদ, ডাল হ্রদের হাউজবোট, পরী মহল এবং শঙ্করাচার্য মন্দির | |
জম্মু ও কাশ্মীর-এ অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°৫′২৪″ উত্তর ৭৪°৪৭′২৪″ পূর্ব / ৩৪.০৯০০০° উত্তর ৭৪.৭৯০০০° পূর্ব | |
দেশ | ভারত |
কেন্দ্রশাসিত অঞ্চল | জম্মু ও কাশ্মীর |
জেলা | শ্রীনগর |
সরকার | |
• মেয়র | জুনায়েদ আজিম মাত্তু[১] |
আয়তন[২][৩] | |
• শহর | ২৯৪ বর্গকিমি (১১৪ বর্গমাইল) |
• মহানগর[৪][৫] | ৭৬৬ বর্গকিমি (২৯৬ বর্গমাইল) |
উচ্চতা | ১,৫৮৫ মিটার (৫,২০০ ফুট) |
জনসংখ্যা (২০১১)[৬][৭] | |
• শহর | ১১,৮০,৫৭০ |
• ক্রম | ৩২তম |
• জনঘনত্ব | ৪,০০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল) |
• মহানগর | ১২,৭৩,৩১২ |
• মেট্রো ক্রম | ৩৮তম |
বিশেষণ | শ্রীনগরী, সিরিনগরী, সিরিনগরুক, শাহারুক |
ভাষা[৮][৯][১০] | |
• দাপ্তরিক | কাশ্মীরি, উর্দু, হিন্দি, ডোগরি, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি ইউটিসি+০৫:৩০ |
পিনকোড | ১৯০০০১ |
টেলিফোন কোড | ০১৯৪ |
যানবাহন নিবন্ধন | JK 01 |
জলবায়ু | আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু |
বৃষ্টিপাতের পরিমাণ | ৭১০ মিলিমিটার (২৮ ইঞ্চি) |
গড় গ্রীষ্মের তাপমাত্রা | ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস (৭৩.৯ ডিগ্রি ফারেনহাইট) |
গড় শীতের তাপমাত্রা | ৩.২ ডিগ্রি সেলসিয়াস (৩৭.৮ ডিগ্রি ফারেনহাইট) |
ওয়েবসাইট | www |
শ্রীনগর (উর্দু: سرینگر, /ˈsriːnəɡər/ ( ), কাশ্মীরি উচ্চারণ: [siriːnagar]) ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী। এখানে ১০ লক্ষের বেশি লোকের বাস। শহরটি ঝেলুম নদীর তীরে কাশ্মীর উপত্যকায় অবস্থিত। শীতকালে প্রবল শীতের কারণে অঙ্গরাজ্যটির রাজধানী ছয় মাসের জন্য জম্মুতে স্থানান্তরিত করা হয়। শ্রীনগর একটি পর্যটন কেন্দ্র। এখানকার হ্রদ, পাহাড়, সবুজ মাঠ, বার্চ ও উইলো গাছে পূর্ণ অরণ্য পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এখানকার বিভিন্ন কুটির শিল্পও বিখ্যাত। এদের মধ্যে কার্পেট, রেশম ও পশমের বস্ত্র, কাঠ ও চামড়ার কাজ উল্লেখযোগ্য। শহরের ভেতরে ও বাইরে বহু প্রাচীন ভবন ও ধ্বংসাবশেষ আছে। ১৯৬৯ সালে এখানে শ্রীনগ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে ৭ম শতকে নির্মিত একটি মসজিদ এবং ১৬শ শতকে নির্মিত একটি দুর্গ আছে। কাছেই অনেক বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ আছে। শহরটি খ্রিস্টীয় ৬ষ্ঠ শতকে প্রতিষ্ঠা করা হয়।
শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর