শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন

শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন
জন্ম (1945-04-21) ২১ এপ্রিল ১৯৪৫ (বয়স ৭৯)
মাদ্রাজ, ব্রিটিশ ভারত
ডাকনামভেঙ্কট
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাবোলার, আম্পায়ার, প্রশাসক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১১০)
২৭ ফেব্রুয়ারি ১৯৬৫ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২৪ সেপ্টেম্বর ১৯৮৩ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ )
১৩ জুলাই ১৯৭৪ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই৭ এপ্রিল ১৯৮৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭০ - ১৯৮৫তামিলনাড়ু
১৯৭৩ - ১৯৫৫ডার্বিশায়ার
১৯৬৩ - ১৯৭০মাদ্রাজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫৭ ১৫ ৩৪১ ৭১
রানের সংখ্যা ৭৪৮ ৫৪ ৬৬১৭ ৩৪৬
ব্যাটিং গড় ১১.৬৮ ১০.৮০ ১৭.৭৩ ১১.১৬
১০০/৫০ ০/২ –/– ১/২৪ ০/০
সর্বোচ্চ রান ৬৪ ২৬* ১৩৭ ২৬ *
বল করেছে ১৪৮৭৭ ৮৬৮ ৮৩৫৪৮ ৩৯৮৫
উইকেট ১৫৬ ১৩৯০ ৬৪
বোলিং গড় ৩৬.১১ ১০৮.৪০ ২৪.১৪ ৩৫.৩৪
ইনিংসে ৫ উইকেট ৮৫
ম্যাচে ১০ উইকেট - ২১ -
সেরা বোলিং ৮/৭২ ২/৩৪ ৯/৯৩ ৪/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৪/– ৪/– ৩১৬/– ২৯/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩১ ডিসেম্বর ২০১২

শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (তামিল: சீனிவாசராகவன் வெங்கடராகவன்; জন্ম: ২১ এপ্রিল, ১৯৪৫) চেন্নাইয়ে জন্মগ্রহণকারী ভারতের সাবেক এবং বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার, আম্পায়ার ও প্রশাসক। ১৯৭৩ থেকে ১৯৭৫ মৌসুম পর্যন্ত ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের পক্ষে খেলেছেন। ভারত ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইসিসি'র পরিচালনায় আইসিসি’র সেরা আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আম্পায়ার হিসেবে মাঠে নেমেছেন। তাকে ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী টেস্ট ক্রিকেটারদের একজন হিসেবে গণ্য করা হয়।[]

আন্না বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন ভেঙ্কটরাঘবন।[][] এছাড়াও, অলিখিতভাবে তিনি ভেঙ্কট নামেও পরিচিতি পেয়েছেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯৭০-এর দশকে ভাগবত চন্দ্রশেখর, বিষেন বেদীইরাপল্লি প্রসন্নের সাথে তিনিও ভারতের বিখ্যাত চারজন স্পিন বোলারের একজন ছিলেন।[] তারা ভারতীয় স্পিন জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তারে ব্যাপক ভূমিকা রাখেন।[] এছাড়াও ব্যাটসম্যানের কাছাকাছি জায়গায় ফিল্ডিং করাসহ নিচেরসারির কার্যকরী ব্যাটসম্যান ছিলেন।[]

২০ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন। সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। সিরিজ শেষে তিনি বিশ্বমানের উদীয়মান স্পিনার হিসেবে আবির্ভূত হন। দিল্লি টেস্টে তিনি ১২ উইকেট পান। ঐ টেস্টে ভারত দল জয়লাভ করে। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে দলের সহঃ অধিনায়ক মনোনীত হন। উভয় সিরিজেই তার দল বিজয়ী হয়। ত্রিনিদাদ টেস্টে ৫-উইকেট ও ৩-টেস্টের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৭৫১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করেন। এছাড়াও, ১৯৭৯ সালে চার-টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেন। ঘরোয়া ক্রিকেটে দক্ষিণাঞ্চল ও তামিলনাড়ু দলে এক দশককাল প্রতিনিধিত্ব করেন।[] ১৯৮৫ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন। এরপর তিনি ক্রিকেট প্রশাসক ও ভারতের টেস্ট দল পরিচালনা করেন।

অর্জনসমূহ

[সম্পাদনা]

টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ১৯৬৫ সালে প্রতিপক্ষের ১১ ব্যাটসম্যানকে আউট করার বিরল কৃতিত্ব প্রদর্শনে সক্ষমতা দেখান। তার পূর্বে ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিখ্যাত ইংরেজ অফ স্পিনার জিম লেকার ও পরবর্তীতে ১৯৭৯ সালে ভারতের বিপক্ষে অস্ট্রেলীয় বামহাতি ফাস্ট-মিডিয়াম বোলার জিওফ ডাইমক এ কৃতিত্ব অর্জন করেছিলেন।

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।

আম্পায়ারিত্ব

[সম্পাদনা]

ভেঙ্কট তার আম্পায়ারিং জীবনের অভিষেক ঘটান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে। ১৮ জানুয়ারি, ১৯৯৩ সালে জয়পুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার ওডিআইয়ে তিনি আম্পায়ার ছিলেন। একই মাসে কলকাতায় স্বাগতিক ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্ট খেলায়ও তিনি অভিষেক ঘটান নিজেকে। ১৯৯৪ সালে গঠিত আন্তর্জাতিক আম্পায়ার তালিকায়ও তিনি স্থান পান। এরপর থেকে নিয়মিতভাবে নিরপেক্ষ আম্পায়াররূপে নিজ দেশের বাইরে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেছেন। ২০০২ সালে সেরা আম্পায়ার তালিকায়ও শীর্ষ আটজন আম্পায়ারের একজন হিসেবে পূর্ণাঙ্গকালীন নিয়োগ পান ও প্রাতিষ্ঠানিকভাবে প্রায় সকল টেস্ট খেলাতেই অংশ নিয়েছিলেন। পরবর্তীতে জানুয়ারি, ২০০৪ সালে শীর্ষ আম্পায়ার হিসেবেই ক্রিকেট জগৎ থেকে অবসর নেন।

তার আম্পায়ারিং জীবনের অন্যতম ঘটনা ছিল ছয়টি অ্যাশেজ টেস্টসহ ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ - এই তিনটি বিশ্বকাপে নিয়োগ পেয়েছিলেন। তন্মধ্যে ১৯৯৬ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপ প্রতিযোগিতার সেমি-ফাইনালে মাঠে অবস্থান নেন। তৃতীয় আম্পায়ার হিসেবে ১৯৯৯ সালে লর্ডসে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যকার ফাইনাল খেলা পরিচালনা করেন। মাঠে তিনি সর্বমোট ৭৩ টেস্ট এবং ৫২টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনা করেছেন।[]

আম্পায়ার পরিসংখ্যান

[সম্পাদনা]
প্রথম সর্বশেষ সর্বমোট
টেস্ট ভারত বনাম ইংল্যান্ড, কলকাতা, জানুয়ারি, ১৯৯৩ দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, সেঞ্চুরিয়ন, জানুয়ারি, ২০০৪ ৭৩
ওডিআই ভারত বনাম ইংল্যান্ড, জয়পুর, জানুয়ারি, ১৯৯৩ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ফরিদাবাদ, অক্টোবর, ২০০৩ ৫২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ramchand, Partab। "Player Profile: Srinivasaraghavan Venkataraghavan"। CricInfo। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৪ 
  2. Chatterjee, Abhijit (২২ ফেব্রুয়ারি ২০০৪)। "Goodbye to a glorious innings"The Sunday Tribune। The Tribune Trust। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১২ 
  3. "Academic framework for an industry Integration – The Anna University Factor"About Us। SSIET। ২০০৯। ২৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১২ 
  4. S Rajesh (১২ সেপ্টেম্বর ২০১১)। "When spin was king"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
পতৌদি'র নবাব, জুনিয়র
ভারত জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক
১৯৭৪/৭৫ (একটি টেস্ট ম্যাচে)
উত্তরসূরী
পতৌদি'র নবাব, জুনিয়র
পূর্বসূরী
সুনীল গাভাস্কার
ভারত জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক
১৯৭৯
উত্তরসূরী
সুনীল গাভাস্কার