জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
শ্রীবিদ্যা | |
---|---|
জন্ম | ১৯৫৩ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬৬-২০০৬ |
শ্রীবিদ্যা (১৯৫৩-২০০৬) ভারতের একজন চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। পঞ্চাশের দশকে মাদ্রাজ শহরে (এখন চেন্নাই) জন্ম নেওয়া শ্রীবিদ্যা মূলত মালয়ালম এবং তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন; স্বল্পসংখ্যক তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রেও কাজ করার সুযোগ হয়েছে তার।[১] একেবারে ছোটো বয়সে শ্রীবিদ্যাকে পরিবারের জন্য আয়-রোজগারে নেমে পড়তে হয়েছিলো, তিনি প্রথমে বিভিন্ন দোকানে কর্মচারীর কাজ করতেন, এরপর কুলীর কাজ করার অভিজ্ঞতা হয়েছিলো তার। ১৯৬৬ সালে তিনি সর্বপ্রথম শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, যে চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন সেটির নাম ছিলো তিরুভারুসেলভার এবং এটিতে মহানায়ক শিবাজী গণেশন ছিলেন। এরপর শ্রীবিদ্যা বেশ কয়েকটি মালয়ালম এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্বাক্ষরিত হয়েছিলেন। কৈলাস বলচন্দ পরিচালিত নুটরুক্কু নুরু (১৯৭১) নামক তামিল চলচ্চিত্রে শ্রীবিদ্যা সর্বপ্রথম একজন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন।[২]
১৯৭৫ সালে শ্রীবিদ্যার বয়স ছিলো মাত্র ২২ বছর, এবছর তার অভিনীত তামিল চলচ্চিত্র অপূর্ব রাগাঙ্গাল মুক্তি পায়, চলচ্চিত্রটিতে তিনি এক বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেছিলেন যার একজন তরুণী কন্যা আছে; চলচ্চিত্রটি ছিলো সত্তরের দশকের অন্যতম সাড়া জাগানো তামিল চলচ্চিত্র, কৈলাস বলচন্দ পরিচালিত চলচ্চিত্রটিতে কমল হাসন শ্রীবিদ্যার অল্পবয়স্ক প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন।[৩][৪]