![]() রূপবাহিনি লোগো,২০২২ | |
ধরন | রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান |
---|---|
শিল্প | সংবাদ মাধ্যম বিনোদন |
প্রতিষ্ঠাকাল | ১৪ ফেব্রুয়ারি ১৯৮২ |
সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | শ্রীলঙ্কা |
আয় | ![]() |
![]() | |
![]() | |
মোট সম্পদ | ![]() |
মোট ইকুইটি | ![]() |
কর্মীসংখ্যা | ![]() |
মাতৃ-প্রতিষ্ঠান | তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (শ্রীলঙ্কা) |
অধীনস্থ প্রতিষ্ঠান | চ্যানেল আই নেত্রা টিভি এনটিভি (শ্রীলঙ্কা) |
ওয়েবসাইট | www |
শ্রীলঙ্কা রূপবাহিনি কর্পোরেশন (সংক্ষেপে:এসএলআরসি);(সিংহলি:ශ්රී ශ්රී ලංකා සංස්ථාව);(যথিকা রূপবাহিনি লিমিটেড বা কেবল রূপবাহিনি নামেও পরিচিত) হলো শ্রীলঙ্কার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ও যা ১৯৮২ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি সিংহলি,তামিল ও ইংরেজিতে তিনটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করে। এটি শ্রীলঙ্কার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান।
১৯৮২ সালের ২৩ জানুয়ারি,শ্রীলঙ্কার একটি সরকারি আইনের অধীনে এসএলআরসি তৈরির উদ্যোগ নেওয়া হয়। এটি সে বছর ১৪ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয় এবং পরের দিন ১৫ ফেব্রুয়ারি সম্প্রচার শুরু করে।
১৯৯৯ সালের ২ এপ্রিল,শ্রীলঙ্কা রূপবাহিনির অধীনে "রূপবাহিনি ২" নামের একটি চ্যানেল চালু করে যা ২০০০ সালে "চ্যানেল আই" নামে পূণরায় নামকরণ করা হয়।[২] ২০১৮ সালে এটি "নেত্রা টিভি" নামের আরো একটি টেলিভিশন চ্যানেল চালু করে।
২০২২ সালে শ্রীলঙ্কায় তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ১৩ ই জুলাই কলোম্বোয় অবস্থিত শ্রীলঙ্কা রূপবাহিনির সদর দপ্তরে হামলা চালায়। তারা রূপবাহিনিকে সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রচারের জন্য আহ্বান জানায়। বিক্ষোভকারীরা রূপবাহিনির অফিসে প্রবেশ করে নিজেরাই সরকারবিরোধী সংবাদ পাঠ করা শুরু করে। এ ঘটনার কিছুক্ষণ পরেই রূপবাহিনির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।[৩][৪]