শ্রীলঙ্কায় ভ্রমণ করার উদ্দেশ্যে পর্যটকদের শ্রীলঙ্কা পৌঁছানোর আগে বা আগমনের সময় একটি ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রাপ্তি আবশ্যক। ৩টি ব্যতিক্রম দেশ পরে বাকি সকল দেশের ইটিএ ধারীদের ৩০ দিনের জন্য আগমনের উপর ভিসা বৈধতা পাবেন। ব্যবসায়িক উদ্দেশ্যে ইটিএ প্রাপ্তি, শ্রীলঙ্কার কূটনৈতিক মিশন এবং ইমিগ্রেশন ও অভিবাসন বিভাগের প্রধান কার্যালয়ের কাছ থেকে পাওয়া যাবে।[১][২] সকল পর্যটকদের পাসপোর্ট ৬ মাসের জন্য বৈধ থাকতে হবে। আফগানিস্তান, ইরান, ইরাক, নাইজেরিয়া, পাকিস্তান, সোমালিয়া এবং সিরিয়ার নাগরিকদের প্রত্যাবর্তন বা অগ্রিম টিকিট থাকা আবশ্যক।[৩] প্রবেশকৃত বন্দরে দীর্ঘক্ষণের বিলম্ব এড়াতে পর্যটকদের দৃঢ়ভাবে অনলাইন সিস্টেম ব্যবহার করার জন্য জোরালোভাবে বলা হয়ে থাকে।[৪]
পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে, নিম্নোক্ত ৩টি দেশের নাগরিকদের ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন প্রাপ্তির প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং আগমনের পর তারা বিনামূল্যে ভিসা পেতে পারে:[৫]
বেলারুশ[৬], চিলি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাজাখস্তান, নেপাল, পাকিস্তান, রাশিয়া ও ভিয়েতনামের নাগরিকদেরও কূটনৈতিক বা অফিসিয়াল (সার্ভিস) পাসপোর্ট থাকলে ভিসার প্রয়োজন হয় না।
ফিলিপাইন[৭] এবং বাংলাদেশ[৮] এর কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য এবং রোমানিয়ার[৯] কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা মৌকুফের চুক্তি আছে।
শ্রীলঙ্কান কূটনৈতিক মিশনের যেকোন একটির কাছ থেকে নিম্নোক্ত ১৯ টি দেশের নাগরিকদের আগাম ভিসা নিতে হবে:
ভ্রমণের উদ্দেশ্যে শ্রীলঙ্কায় আসা বেশিরভাগ পর্যটক নিম্নলিখিত দেশ থেকে আগত:[১৩][১৪]
দেশ | ২০১৬ | ২০১৫ |
---|---|---|
ভারত | ৩৫৬৭২৯ | ৩১৬২৪৭ |
চীন | ২৭১৫৭৭ | ২১৪৭৮৩ |
যুক্তরাজ্য | ১৮৮১৫৯ | ১৬১৮৪৫ |
জার্মানি | ১৩৩২৭৫ | ১১৫৮৬৮ |
ফ্রান্স | ৯৬৪৪০ | ৮৬১২৬ |
মালদ্বীপ | ৯৫১৬৭ | ৯০৬১৭ |
অস্ট্রেলিয়া | ৭৪৪৯৬ | ৬৩৫৫৪ |
রাশিয়া | ৫৮১৭৬ | ৬১৮৪৬ |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৪২৫৪ | ৪৭২১১ |
কানাডা | ৪৪১২২ | ৩৭৭৩২ |
মোট | ২০৫০৮৩২ | ১৭৯৮৩৮০ |