শ্রীলা মজুমদার | |
---|---|
মৃত্যু | ২৭ জানুয়ারি ২০২৪[১] |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | বঙ্গবাসী কলেজ |
পেশা | অভিনেত্রী |
পিতা-মাতা |
|
শ্রীলা মজুমদার (১৯৫৯-২৭ জানুয়ারি ২০২৪) ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী।[২][৩][৪] ১৯৭৯ সালে মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন।[৫][৬][৭] তিনি শ্যাম বেনেগল ও প্রকাশ ঝার মতো চলচ্চিত্র নির্মাতাদের সাথে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।[৮] ২০০৩ সালে তিনি চোখের বালি চলচ্চিত্রে ঐশ্বরিয়া রাইয়ের জন্য তার হয়ে বাংলায় কণ্ঠ দিয়েছিলেন।[৯]
১৯৫৯ সালে শ্রীলা রামচন্দ্র মজুমদার এবং নানী মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭৯ সালে, তিনি মৃণাল সেন পরিচালিত পরশুরাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তিনি বলিউড তারকা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ্, স্মিতা পাতিলসহ একাধিক স্বনামধন্য অভিনয়শিল্পীর সাথে অভিনয় করেছেন।[১০]
শ্রীলা মজুমদার ৩ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২৪ সালের ২৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন।[১১][১২]
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৭৯ | পরশুরাম | আল্লাদি | মৃণাল সেন | অভিষিক্ত চলচ্চিত্র[৫][১৩] |
এক দিন প্রতিদিন | মিনু | |||
১৯৮০ | আকালের সন্ধানে | দুর্গা | ||
১৯৮২ | খারিজ | শ্রীলা | ||
চোখ | যদুনাথের বিধবা স্ত্রী | উৎপলেন্দু চক্রবর্তী | ||
আরোহন | শ্যাম বেনেগল | [৫] | ||
১৯৮৩ | মান্দি | ফুলমণি | ||
নাগমতি | গৌতম চট্টোপাধ্যায় | |||
১৯৮৪ | খন্ডর | গৌরী | ||
১৯৮৫ | দামুল | সঞ্জীবন রামের স্ত্রী | প্রকাশ ঝা | হিন্দি চলচ্চিত্র |
১৯৮৬ | চপার | নবেন্দু চ্যাটার্জি | ||
এক পাল | কল্পনা লাজমি | হিন্দি, অসমীয়া চলচ্চিত্র | ||
১৯৮৮ | ইটওয়া | জ্যোতির্ময় রায় | ||
আক্রান্ত | বিনোদ কুমার | |||
১৯৮৯ | ছন্দনীড় | উৎপলেন্দু চক্রবর্তী | ||
১৯৯০ | মন ময়ূরী | বীরেশ চ্যাটার্জি | ||
১৯৯১ | নীলিমায় নীল | |||
এক পশলা বৃষ্টি | নীতীশ রায় | |||
১৯৯৪ | প্রসব | পৃথা | উৎপলেন্দু চক্রবর্তী | |
ফিরিয়ে দাও | চিরঞ্জিত | |||
১৯৯৬ | পূজা | ময়না | সুভাষ সেন | |
১৯৯৮ | আসল নকল | বাবলু সমাদ্দার | ||
২০০১ | প্রতিবাদ | হরনাথ চক্রবর্তী | ||
২০০৮ | রাঙ্গামাটি | কনোজ দাস | ||
২০০৯ | বেলা শেষে | কল্যাণী | সোমনাথ সেন | |
২০১১ | অভিসন্ধি | তরুণ চট্টোপাধ্যায় | ||
২০১৩ | তিন অধ্যায় | অনুশ্রী | সোমনাথ সেন | |
টার্গেট কলকাতা | কার্তিক সিং | |||
২০১৫ | আমার পৃথিবী | পার্থ সারথি জোয়ার্দার | ||
২০১৭ | বারান্দা | রেশমি মিত্র | ||
২০১৮ | চিরদিনের এক অন্য প্রেমের গল্প | রঞ্জন চৌধুরী | ||
২০১৯ | শঙ্কর মুদি | শঙ্কর মুদির পত্নী | অনিকেত চট্টোপাধ্যায় | |
সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে | অরিজিৎ বিশ্বাস | |||
২০২০ | পার্সেল | ইন্দ্রাশিস আচার্য | ||
পাড় | সুভাষের ভগ্নিপতি | রাজ ব্যানার্জি | ||
২০২১ | আমার চ্যালেঞ্জ | নেহাল দত্ত | ||
শ্লীলতাহানির পরে | মন্দিরা | রেশমি মিত্র | ||
২০২২ | ঝরা পালক | কুসুমকুমারী দাশ | সায়ন্তন মুখোপাধ্যায় | |
২০২৩ | পালান | শ্রীলা | কৌশিক গঙ্গোপাধ্যায় | [১৩] |