শ্রীলীলা (বিকল্প বানান শ্রী লীলা; জন্ম: ১৪ জুন ২০০১) একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী, যিনি তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ২০১৭ সালে শিশু শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন, এরপর ২০১৯ সালের কন্নড় চলচ্চিত্র কিস-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এবং তারপর তেলুগু চলচ্চিত্র পেল্লি সান্ধাডি (২০২১) ও ধামাকা (২০২২)-এ অভিনয় করেন। উক্ত চলচ্চিত্রটি তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী – তেলুগু বিভাগে সাইমা পুরস্কারে বিজয়ী করে।
শ্রীলীলা ২০০১ সালের ১৪ জুন[১] মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে একটি তেলুগু পরিবারে জন্মগ্রহণ করেন[২] এবং ভারতের বেঙ্গালুরুতে বেড়ে ওঠেন।[৩][৪] তার মা স্বর্ণলতা বেঙ্গালুরুর একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।[৫] স্বর্ণলতা শিল্পপতি সুরাপনেনি শুভকর রাওয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, এবং তাদের বিচ্ছেদের পরে লীলা জন্মগ্রহণ করেন।[৪][৬] লীলা ছোটবেলায় ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছিলেন। তিনি একজন চিকিৎসক হতে চান[১] এবং ২০২১ সাল পর্যন্ত তিনি তার এমবিবিএসের চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত ছিলেন।[৭] ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি দু’টি প্রতিবন্ধী শিশুকে দত্তক নেন।[৮]
লীলা ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত চিত্রাঙ্গদা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে তার কর্মজীবন শুরু করেন।[৯] পরিচালক এ.পি. অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রগ্রাহক ভুবন গৌড়ার তোলা লীলা’র ছবি দেখে তাকে ২০১৯ সালের চলচ্চিত্র কিস-এ অভিনয় করান।[১০]
২০১৭ সালে কিস চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয়, তখন লীলা প্রাক-বিশ্ববিদ্যালয় কোর্সের প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।[১১] চলচ্চিত্রটি ২০১৯ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে সফল হয়।[১২] এক মাস পরে শ্রীমুরালির বিপরীতে তার দ্বিতীয় চলচ্চিত্র ভারাটে মুক্তি পায়।[১৩]
২০২১ সালে লীলা প্রণয় সঙ্গীতধর্মী চলচ্চিত্র পেল্লি সান্ধাডিতে অভিনয় করার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেন।[১৪] যদিও চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফলতা পায়নি, তবুও লীলা তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন।[১৫]
২০২২ সালে তিনি কন্নড় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক বাই টু লাভ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[১৬][১৭] তিনি পরবর্তীতে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জেমস চলচ্চিত্রের "ট্রেডমার্ক" গানে বিশেষ চরিত্রে উপস্থিত হয়েছিলেন।[১৮]পেল্লি সন্ধাডির সাফল্যের পর লীলা তেলুগু চলচ্চিত্রে একাধিক প্রস্তাব পেয়েছিলেন।[১৫][১৯] তিনি পরবর্তীতে রবি তেজার বিপরীতে ধামাকা চলচ্চিত্রে অভিনয় করেন, যা বক্স অফিসে সফল হয়েছিল।[২০]
এরপর তিনি রাম পথিনেনির সাথে স্কান্দা চলচ্চিত্রে অভিনয় করেন।[২১] চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে নেতিবাচক পর্যালোচনা পায় এবং বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়।[২২] লীলা এরপর অনিল রবিপুরি পরিচালিত ভগবন্ত কেশরী চলচ্চিত্রে নন্দমুরি বলকৃষ্ণ ও কাজল আগরওয়ালের সাথে অভিনয় করেন। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র-থেকে-ইতিবাচক পর্যালোচনা পায়,[২৩] এবং এটি বক্স অফিসে সফল হয় এবং ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্রগুলির অন্যতম হয়ে উঠেছিল।[২৪] শ্রীলীলা তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু’র জন্য মনোনীত হন।[২৫] এরপর তিনি পাঞ্জা বৈষ্ণব তেজের বিপরীতে শ্রীকান্ত এন. রেড্ডি পরিচালিত আদিকেশবা চলচ্চিত্রে অভিনয় করেন, যা সমালোচনামূলক ও বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল।[২৬] তিনি নিতিনের বিপরীতে এক্সট্রা অর্ডিনারি ম্যান-এ অভিনয় করেন, এটি ২০২৩ সালের ৮ ডিসেম্বর মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র-থেকে-নেতিবাচক পর্যালোচনা পায় এবং বক্স-অফিসে ব্যপকভাবে ব্যর্থ হয়।[২৭]
২০২৪ সালে শ্রীলীলা গুণ্টুর কারমেমহেশ বাবুর বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন।[২৮] এই চলচ্চিত্রটিও বক্স-অফিসে ব্যর্থ হয়েছিল।[২৯]
↑"Sreeleela"। manoramaonline.com। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০২৩।
↑Adivi, Sashidhar (ফেব্রুয়ারি ১৪, ২০২২)। "Ravi Teja is full of energy: Sreeleela"। Deccan Chronicle। মার্চ ২০, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২০, ২০২২।