শ্রীলেখা মুখার্জি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি পরশুরামের কুঠার, শিল্পী (১৯৯৪) এবং দ্য রেড ক্যাপ (২০১৯) সিনেমার জন্য পরিচিত ।পরশুরামের কুঠার ছবিতে চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন। তিনি এতে লক্ষী চরিত্রে অভিনয় করেছিলেন। যে এক গ্রাম্য় মহিলা। যে তার স্বামীকে ছাদ থেকে পড়ে গিয়ে পঙ্গু হয়ে যেতে দেখে তার সন্তানকে হারান। তিনি "বরলার ঘর" (২০১২) তে দেবস্মিতা ব্য়ানার্জি (মুক্তা) এর মায়ের চরিত্রে অভিনয় করেন । এটি ছিল একটি দ্বিভাষিক আসামী-বাংলা রোমান্টিক কমেডি সিনেমা । এই ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন মণি সি কাপ্পান।[১]