শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে রৌপ্য ভল্লুক | |
---|---|
![]() ২০২০-এর বিজয়ী: এলিও গেরমানো | |
বিবরণ | অভিনেতার সেরা কাজের জন্য |
দেশ | জার্মানি |
পুরস্কারদাতা | বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব |
প্রথম পুরস্কৃত | ১৯৫৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ |
বর্তমানে আধৃত | এলিও গেরমানো ভোলেভো নাস্কোন্দেরমি (২০২০) |
ওয়েবসাইট | berlinale |
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে রৌপ্য ভল্লুক হল বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেতার সেরা অভিনয়ের জন্য জন্য প্রদত্ত পুরস্কার। দাপ্তরিক প্রতিযোগিতামূলক চলচ্চিত্রের অন্তর্ভুক্তি থেকে জুরিরা এই বিভাগে বিজয়ীদের নির্বাচন করেন।
১৯৫৬ সালে প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয়। এটি প্রধান চরিত্র বা পার্শ্ব চরিত্রের জন্যও প্রদান করা হতে পারে। ১৯৬৯, ১৯৭০, ১৯৭৩ ও ১৯৭৪ সালে এই বিভাগে কোন পুরস্কার প্রদান করা হয়নি। ২০১১ সালে জুদাই-এ নাদের আজ সিমরান চলচ্চিত্রের সকল অভিনেতাদের এই পুরস্কার প্রদান করা হয়। সিডনি পোয়াটিয়ে, জঁ গাবাঁ, ফেরনান্দো ফেরনান গোমেজ ও ডেনজেল ওয়াশিংটন একের অধিকবার এই বিভাগে পুরস্কৃত হন।
† | একাডেমি পুরস্কার বিজয়ী ভূমিকা |
---|---|
‡ | একাডেমি পুরস্কার মনোনীত ভূমিকা |
বছর | অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | মূল শিরোনাম | অভিনেতার জাতীয়তা | সূত্র. |
---|---|---|---|---|---|---|
১৯৫৬ | বার্ট ল্যাঙ্কেস্টার | মাইক রিবল | ট্রাপিজি | Trapeze | ![]() |
[১] |
১৯৫৭ | পেদ্রো ইনফান্তে | তিজোক | তিজোক | Tizoc | ![]() |
[২] |
১৯৫৮ | সিডনি পোয়াটিয়ে | নোয়া কোহেন ‡ | দ্য ডিফায়ান্ট ওয়ানস্ | The Defiant Ones | ![]() টেমপ্লেট:দেশের উপাত্ত বাহামা |
[৩] |
১৯৫৯ | জঁ গাবাঁ | জোসেফ হিউজ গিয়ামুম বুতিয়ে-ব্লেনভিল/আর্কিমেদ | আর্কিমেদ ল্য ক্লোশার | Archimède le clochard | ![]() |
[৪] |
বছর | অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | মূল শিরোনাম | অভিনেতার জাতীয়তা | সূত্র. |
---|---|---|---|---|---|---|
১৯৬০ | ফ্রেড্রিক মার্চ | ম্যাথু হ্যারিসন ব্র্যাডি | ইনহেরিট দ্য উইন্ড | Inherit the Wind | ![]() |
[৫] |
১৯৬১ | পিটার ফিঞ্চ | জনি বায়ার্ন | নো লাভ ফর জনি | No Love for Johnnie | ![]() ![]() |
[৬] |
১৯৬২ | জেমস স্টুয়ার্ট | রজার হবস | মি. হবস টেকস আ ভ্যাকেশন | Mr. Hobbs Takes a Vacation | ![]() |
[৭] |
১৯৬৩ | সিডনি পোয়াটিয়ে | হোমার স্মিথ † | লিলিজ অভ দ্য ফিল্ড | Lilies of the Field | ![]() ![]() |
[৮] |
১৯৬৪ | রড স্টাইগার | সল ন্যাজারম্যান ‡ | দ্য পনব্রোকার | The Pawnbroker | ![]() |
[৯] |
১৯৬৫ | লি মারভিন | কিড শেলেন/টিম স্ট্রন † | ক্যাট বালু | Cat Ballou | ![]() |
[১০] |
১৯৬৬ | জঁ-পিয়ের লেও | পল | মাস্কুলাঁ ফেমিনাঁ | Masculin Féminin | ![]() |
[১১] |
১৯৬৭ | মিশেল সিমোঁ | পেপে | ল্য ভিয়ে অম এ লঁফঁ | Le vieil homme et l’enfant | ![]() |
[১২] |
১৯৬৮ | জঁ-লুই ত্রাঁতিইনাঁ | জঁ রবাঁ/বরিস ভারিসা | লম কে মঁ | L’Homme qui ment | ![]() |
[১৩] |
১৯৬৯ | পুরস্কার প্রদান করা হয়নি |