শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু বিভাগে সাইমা পুরস্কার | |
---|---|
![]() ২০২২-এর বিজয়ী: শ্রীলীলা | |
প্রদানের কারণ | তেলুগু চলচ্চিত্রে একজন অভিনেত্রীর সেরা অভিনয় পারদর্শিতার জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ভিব্রি মিডিয়া গ্রুপ |
প্রতিষ্ঠিত | ২০১২ |
প্রথম পুরস্কৃত | নয়নতারা শ্রী রাম রাজ্যম (২০১১) |
বর্তমানে আধৃত | শ্রীলীলা ধামাকা (২০২২) |
সর্বাধিক পুরস্কার | শ্রুতি হাসান (৩) |
সর্বাধিক মনোনয়ন | সামান্থা (৯) |
ওয়েবসাইট | SIIMA Telugu |
শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু বিভাগে সাইমা পুরস্কার হল তেলুগু চলচ্চিত্রে একজন অভিনেত্রীর সেরা অভিনয়ের জন্য ভিব্রি মিডিয়া গ্রুপ কর্তৃক প্রদত্ত বার্ষিক দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের একটি বিভাগ। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলির জন্য ২০১২ সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়।
প্রবর্তনের পর থেকে ২০২৩ সালের আয়োজন পর্যন্ত মোট জন অভিনেত্রী এই পুরস্কার অর্জন করেছেন। নয়নতারা এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি শ্রী রাম রাজ্যম (২০১১) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার অর্জন করেন। শ্রুতি হাসান এই বিভাগে সর্বাধিক ৩ বার পুরস্কৃত হয়েছেন এবং সামান্থা সর্বাধিক ৯টি মনোনয়ন লাভ করেছেন। এই বিভাগে সাম্প্রতিক বিজয়ী শ্রীলীলা ধামাকা (২০২২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
বিভাগ | প্রাপক | মন্তব্য |
---|---|---|
সর্বাধিক পুরস্কার | শ্রুতি হাসান | ৩টি পুরস্কার |
সবচেয়ে বেশি মনোনয়ন | সামান্থা | ৯টি মনোনয়ন |
সর্বকনিষ্ঠ বিজয়ী | শ্রীলীলা | বয়স ২২ |
প্রাচীনতম বিজয়ী | কাজল আগরওয়াল | বয়স ৩৩ |
নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কার আয়োজনের বছর নয়। পুরস্কার আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
বছর | চিত্র | অভিনেত্রী | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|---|
২০১১ (১ম) |
![]() |
নয়নতারা | শ্রী রাম রাজ্যম | [১][২] |
২০১২ (২য়) |
![]() |
শ্রুতি হাসান | গব্বর সিং | [৩][৪] |
২০১৩ (৩য়) |
![]() |
সামান্থা রুথ প্রভু | আত্তারিন্টিকি দারেদি | [৫][৬] |
২০১৪ (৪র্থ) |
![]() |
শ্রুতি হাসান | রেস গুররাম | [৭][৮] |
২০১৫ (৫ম) |
শ্রীমন্তুডু | [৯][১০] | ||
২০১৬ (৬ষ্ঠ) |
![]() |
রাকুল প্রীত সিং | নান্নাকু প্রেমাথো | [১১] |
২০১৭ (৭ম) |
![]() |
কাজল আগরওয়াল | নেনে রাজু নেনে মন্ত্রী | [১২][১৩] |
২০১৮ (৮ম) |
![]() |
কীর্তি সুরেশ | মহানটী | [১৪][১৫] |
২০১৯ (৯ম) |
![]() |
সামান্থা | ওহ! বেবি | [১৬][১৭] |
২০২০ (৯ম) |
![]() |
পূজা হেগড়ে | আলা বৈকুণ্ঠপুরমুলো | [১৮] |
২০২১ (১০ম) |
মোস্ট এলিজিবল ব্যাচেলর | [১৯] | ||
২০২২ (১১তম) |
![]() |
শ্রীলীলা | ধামাকা | [২০] |
Awards for Tamil and Malayalam films will be distributed on Sunday evening.