শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিবরণবাংলাদেশের চলচ্চিত্রে সেরা প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য
অবস্থানঢাকা
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাবাংলাদেশের রাষ্ট্রপতি
প্রথম পুরস্কৃত১৯৭৫
সর্বশেষ পুরস্কৃত২০১৯
বর্তমানে আধৃতসুনেরাহ বিনতে কামাল (ন ডরাই-এর জন্য)
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রীদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৬ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়।[] ববিতা এই বিভাগে প্রথম পুরস্কার বিজেতা এবং হ্যাট্রিকসহ চারবার এই পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে শাবানা তার এই রেকর্ড ভাঙ্গেন এবং তিনি সর্বাধিক বারোবার এই পুরস্কার অর্জন করেন। এই পুরস্কারের ইতিহাসে চারবার যৌথভাবে দুজনকে পুরস্কার প্রদান করা হয়।

বিজয়ী অভিনেত্রী

[সম্পাদনা]
চম্পা পদ্মা নদীর মাঝি (১৯৯৩), অন্য জীবন (১৯৯৫) ও উত্তরের খেপ (২০০০) চলচ্চিত্রে অভিনয় করে তিনবার এই পুরস্কার লাভ করেন।
অপি করিম ব্যাচেলর (২০০৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
শাবনূর দুই নয়নের আলো (২০০৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
পূর্ণিমা ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
জয়া আহসান গেরিলা (২০১১), চোরাবালি (২০১২), জিরো ডিগ্রীদেবী (২০১৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার এই পুরস্কার লাভ করেন।

১৯৭০-এর দশক

[সম্পাদনা]
বছর বিজয়ী অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
১৯৭৫ ববিতা বাঁদী থেকে বেগম চাঁদনী
১৯৭৬ ববিতা নয়নমনি মনি
১৯৭৭ ববিতা বসুন্ধরা ছবি
১৯৭৮ কবরী সারোয়ার সারেং বৌ জয়তুন
১৯৭৯ ডলি আনোয়ার সূর্য দীঘল বাড়ী জয়গুন

১৯৮০-এর দশক

[সম্পাদনা]
বছর বিজয়ী অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
১৯৮০ শাবানা সখী তুমি কার
১৯৮১ কোন পুরস্কার দেওয়া হয়নি
১৯৮২ শাবানা দুই পয়সার আলতা কুসুম
১৯৮৩ শাবানা নাজমা নাজমা রহমান
১৯৮৪ শাবানা ভাত দে জরি
১৯৮৫ ববিতা রামের সুমতি নারায়ণী
১৯৮৬ অঞ্জনা রহমান
আনোয়ারা
পরিণীতা
শুভদা
-
শুভদা
১৯৮৭ শাবানা অপেক্ষা
১৯৮৮ রোজিনা জীবনধারা
১৯৮৯ শাবানা রাঙা ভাবী রোকেয়া

১৯৯০-এর দশক

[সম্পাদনা]
বছর বিজয়ী অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
১৯৯০ শাবানা মরণের পরে সাথী
১৯৯১ শাবানা অচেনা মমতা
১৯৯২ ডলি জহুর শঙ্খনীল কারাগার রাবেয়া
১৯৯৩ চম্পা পদ্মা নদীর মাঝি মালা
১৯৯৪ বিপাশা হায়াত আগুনের পরশমণি রাত্রি
১৯৯৫ চম্পা অন্য জীবন
১৯৯৬ শাবনাজ নির্মম রানী
১৯৯৭ সুচরিতা হাঙর নদী গ্রেনেড বুড়ি
১৯৯৮ শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য পুরস্কার দেওয়া হয়নি
১৯৯৯ শিমলা ম্যাডাম ফুলি ফুলি/শিমলা

২০০০-এর দশক

[সম্পাদনা]
বছর বিজয়ী অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
২০০০ চম্পা উত্তরের খেপ
২০০১ মৌসুমী মেঘলা আকাশ মেঘলা []
২০০২ শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য পুরস্কার দেওয়া হয়নি
২০০৩ পপি কারাগার পারুল
২০০৪ অপি করিম ব্যাচেলর সাথী
২০০৫ শাবনূর দুই নয়নের আলো আলো
২০০৬ নাজনীন হাসান চুমকি ঘানি ময়না
২০০৭ জাকিয়া বারী মম দারুচিনি দ্বীপ জরি []
২০০৮ পপি মেঘের কোলে রোদ রোদেলা []
২০০৯ পপি গঙ্গাযাত্রা সুধামনি

২০১০-এর দশক

[সম্পাদনা]
বছর বিজয়ী অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
২০১০ পূর্ণিমা ওরা আমাকে ভাল হতে দিল না সেতু
২০১১ জয়া আহসান গেরিলা বিলকিস বানু []
২০১২ জয়া আহসান চোরাবালি নবনী []
২০১৩ মৌসুমী দেবদাস চন্দ্রমুখী [][]
শর্মী মালা মৃত্তিকা মায়া পদ্ম
২০১৪ মৌসুমী তারকাঁটা বুবু []
বিদ্যা সিনহা সাহা মীম জোনাকির আলো কবিতা
২০১৫ জয়া আহসান জিরো ডিগ্রী সোনিয়া []
২০১৬ কুসুম শিকদার শঙ্খচিল লায়লা [১০]
নুসরাত ইমরোজ তিশা অস্তিত্ব পরী
২০১৭ নুসরাত ইমরোজ তিশা হালদা হাসু [১১]
২০১৮ জয়া আহসান দেবী রানু [১১]
২০১৯ সুনেরাহ বিনতে কামাল ন ডরাই আয়শা [১২]

পুরস্কারের পরিসংখ্যান

[সম্পাদনা]

একাধিকবার বিজয়ী

[সম্পাদনা]
সংখ্যা বিজয়ী
শাবানা
ববিতাজয়া আহসান
চম্পা
পপি
মৌসুমী

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২ 
  2. দীপক কুমার দ্বীপ। "একে একে দুই"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ অক্টোবর ১৬, ২০১৫ 
  3. নাদিয়া সারওয়াত (অক্টোবর ২৫, ২০০৮)। "National Film Awards generate enthusiasm"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫ 
  4. মেঘলা রহমান বৃষ্টি (ফেব্রুয়ারি ১৯, ২০১০)। "অভিনয়ে সেরা রিয়াজ ও পপি"দৈনিক কালের কণ্ঠ। জানুয়ারি ২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫ 
  5. "'গেরিলা' ও নিজ সাফল্যে অভিভূত জয়া আহসান"ডয়েচে ভেলে। ১৫ জানুয়ারি ২০১৩। 
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ : সেরা অভিনেতা শাকিব অভিনেত্রী জয়া"দৈনিক মানবকণ্ঠ। ২৮ সেপ্টেম্বর ২০১৩। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬ 
  7. "Mousumi, Shormi Mala, Titas best actors, 'Mrittika Maya' best movie in 2013"বিডিনিউজ। মার্চ ১০, ২০১৫। 
  8. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ : সেরা অভিনেতা ফেরদৌস অভিনেত্রী মৌসুমী ও মিম"দৈনিক আমার দেশ। ২৫ ফেব্রুয়ারি ২০১৬। ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬ 
  9. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ : শ্রেষ্ঠ অভিনেতা শাকিব–মাহফুজ অভিনেত্রী জয়া"দৈনিক প্রথম আলো। ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭ 
  10. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ সেরা অভিনেতা চঞ্চল, সেরা অভিনেত্রী তিশা এবং কুসুম শিকদার"আনন্দ আলো। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯ 
  11. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"তথ্য অধিদফতর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  12. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (পিডিএফ)তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]