শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রীদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৬ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়।[ ১] ববিতা এই বিভাগে প্রথম পুরস্কার বিজেতা এবং হ্যাট্রিকসহ চারবার এই পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে শাবানা তার এই রেকর্ড ভাঙ্গেন এবং তিনি সর্বাধিক বারোবার এই পুরস্কার অর্জন করেন। এই পুরস্কারের ইতিহাসে চারবার যৌথভাবে দুজনকে পুরস্কার প্রদান করা হয়।
চম্পা পদ্মা নদীর মাঝি (১৯৯৩), অন্য জীবন (১৯৯৫) ও উত্তরের খেপ (২০০০) চলচ্চিত্রে অভিনয় করে তিনবার এই পুরস্কার লাভ করেন।
অপি করিম ব্যাচেলর (২০০৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
শাবনূর দুই নয়নের আলো (২০০৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
পূর্ণিমা ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
জয়া আহসান গেরিলা (২০১১), চোরাবালি (২০১২), জিরো ডিগ্রী ও দেবী (২০১৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার এই পুরস্কার লাভ করেন।
↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো" । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম । ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২ ।
↑ ক খ দীপক কুমার দ্বীপ। "একে একে দুই" । দৈনিক কালের কণ্ঠ । সংগ্রহের তারিখ অক্টোবর ১৬, ২০১৫ ।
↑ নাদিয়া সারওয়াত (অক্টোবর ২৫, ২০০৮)। "National Film Awards generate enthusiasm" । দ্য ডেইলি স্টার । সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫ ।
↑ মেঘলা রহমান বৃষ্টি (ফেব্রুয়ারি ১৯, ২০১০)। "অভিনয়ে সেরা রিয়াজ ও পপি" । দৈনিক কালের কণ্ঠ । জানুয়ারি ২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫ ।
↑ "' গেরিলা' ও নিজ সাফল্যে অভিভূত জয়া আহসান" । ডয়েচে ভেলে । ১৫ জানুয়ারি ২০১৩।
↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ : সেরা অভিনেতা শাকিব অভিনেত্রী জয়া" । দৈনিক মানবকণ্ঠ । ২৮ সেপ্টেম্বর ২০১৩। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬ ।
↑ "Mousumi, Shormi Mala, Titas best actors, 'Mrittika Maya' best movie in 2013" । বিডিনিউজ । মার্চ ১০, ২০১৫।
↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ : সেরা অভিনেতা ফেরদৌস অভিনেত্রী মৌসুমী ও মিম" । দৈনিক আমার দেশ । ২৫ ফেব্রুয়ারি ২০১৬। ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬ ।
↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ : শ্রেষ্ঠ অভিনেতা শাকিব–মাহফুজ অভিনেত্রী জয়া" । দৈনিক প্রথম আলো । ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭ ।
↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ সেরা অভিনেতা চঞ্চল, সেরা অভিনেত্রী তিশা এবং কুসুম শিকদার" । আনন্দ আলো । সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯ ।
↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮" । তথ্য অধিদফতর । সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ ।
↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (পিডিএফ) । তথ্য মন্ত্রণালয় । সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ ।
১৯৭৫–১৯৮০ ১৯৮২–২০০০ ২০০১–বর্তমান
মেধা পুরস্কার কারিগরী পুরস্কার বিশেষ পুরস্কার অনুষ্ঠান