শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: আলিয়া ভাট | |
বিবরণ | চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে শ্রেষ্ঠ পরিবেশনকৃত অভিনেত্রীর জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | মিনা কুমারী, বাইজু বাওরা (১৯৫৪) (১৯৫২-৫৩ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | আলিয়া ভাট, গল্লি বয় (২০২০) (২০১৯ সালের চলচ্চিত্রের জন্য) |
ওয়েবসাইট | filmfare |
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রীর অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সালে প্রথম ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে ১৯৫২-৫৩ সালের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। নূতন ও কাজল দেবগন সর্বাধিক পাঁচবার এই বিভাগে পুরস্কার লাভ করেন।
প্রথমবার এই পুরস্কার অর্জন করেন মিনা কুমারী। নূতন ও তার বোনঝি কাজল সর্বাধিক পাঁচবার এই পুরস্কার অর্জন করেন। মাধুরী দীক্ষিত সর্বাধিক ১৪বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী আলিয়া ভাট গলি বয় (২০১৯) চলচ্চিত্রে অভিনয় করে টানা দ্বিতীয়বারের মত এই পুরস্কার লাভ করেন।
বৈচিত্র | অভিনেত্রী | রেকর্ড |
---|---|---|
সর্বাধিক বিজয়ী | নূতন, কাজল | ৫ |
সর্বাধিক মনোনীত | মাধুরী দীক্ষিত | ১৪ |
একক বছরে সকল মনোনীত | মিনা কুমারী (১৯৬৩) | ৩ |
একক বছরে সর্বাধিক মনোনীত | শাবানা আজমি (১৯৮৪) | ৪ |
একটানা মনোনীত | মাধুরী দীক্ষিত (১৯৮৯-১৯৯৬) | ১০ |
কোনো পুরস্কার জতো ছাড়াই সর্বাধিক মনোনীত | তাবু | ৬ |
জেষ্ঠ্য বিজয়ী | নূতন | ৪২ বছর |
জেষ্ঠ্য মনোনীত | শর্মিলা ঠাকুর | ৬১ বছর |
সর্বকনিষ্ঠ বিজয়ী | ডিম্পল কপাড়িয়া (১৯৭৩) | ১৬ |
সর্বকনিষ্ঠ মনোনীত | ডিম্পল কপাড়িয়া (১৯৭৩) | ১৬ |
বিজয় | অভিনেত্রী |
---|---|
৫ | নূতন, কাজল |
২ | মিনা কুমারী, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান |
৩ | বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন, শাবানা আজমি, আলিয়া ভাট |
২ | ওয়াহিদা রহমান, ডিম্পল কাপাডিয়া, রেখা, শ্রীদেবী, কারিশমা কাপুর, ঐশ্বর্যা রাই, রাণী মুখার্জী, দীপিকা পাড়ুকোন |
১৪ বার মনোনয়ন | মাধুরী দীক্ষিত |
১২ বার মনোনয়ন | মিনা কুমারী |
১১ বার মনোনয়ন | হেমা মালিনী, কাজল |
১০ বার মনোনয়ন | ঐশ্বর্যা রাই, শ্রীদেবী, রাণী মুখার্জী, বিদ্যা বালান |
৯ বার মনোনয়ন | শাবানা আজমি |
৮ বার মনোনয়ন | জয়া বচ্চন, রাখী, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর |
৭ বার মনোনয়ন | জুহি চাওলা, নূতন, রেখা |
৫ বার মনোনয়ন | আলিয়া ভাট, কারিশমা কাপুর, তাবু, প্রীতি জিন্টা, |
৪ বার মনোনয়ন | অনুষ্কা শর্মা, ওয়াহিদা রহমান, উর্মিলা মাতন্ডকর, ডিম্পল কাপাডিয়া, বৈজয়ন্তীমালা, মালা সিনহা, মনীষা কৈরালা, শর্মিলা ঠাকুর, সায়রা বানু, সোনম কাপুর, স্মিতা পাতিল, |
৩ বার মনোনয়ন | কঙ্গনা রানাওয়াত, জয়া প্রদা, প্রিয়াঙ্কা চোপড়া |
২ বার মনোনয়ন | অমীশা প্যাটেল, আশা পারেখ, ক্যাটরিনা কাইফ, জিনাত আমান, পরিণীতি চোপড়া, পদ্মিনী কোলাপুরি, বিপাশা বসু, মীনাক্ষী সেশাদ্রি, রতি অগ্নিহোত্রী, রীনা রায়, সাধনা শিবদাসানি, সুচিত্রা সেন |
![]() |
বিজয়ীদের নির্দেশ করে |
---|
বছর | চিত্র | অভিনেত্রী | চরিত্র | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৫৪ (১ম) |
মিনা কুমারী ![]() |
গৌরী | বাইজু বাওরা | [১] | |
একক মনোনীত | |||||
১৯৫৫ (২য়) |
মিনা কুমারী ![]() |
ললিতা | পরিণীতা | [১] | |
একক মনোনীত | |||||
১৯৫৬ (৩য়) |
কামিনী কৌশল ![]() |
বিরাজ চক্রবর্তী | বিরাজ বহু | [১] | |
গীতা বলি | কমলা | বচন | |||
মিনা কুমারী | শোভা | আজাদ | |||
১৯৫৭ (৪র্থ) |
নূতন ![]() |
গৌরী | সীমা | [১] | |
একক মনোনীত | |||||
১৯৫৮ (৫ম) |
নার্গিস ![]() |
রাধা | মাদার ইন্ডিয়া | [১] | |
একক মনোনীত | |||||
১৯৫৯ (৬ষ্ঠ) |
বৈজয়ন্তীমালা ![]() |
চম্পাবাই / রজনী | সাধনা | [১] | |
মিনা কুমারী | লীলা | সাহারা | |||
বৈজয়ন্তীমালা | মধুমতী | মধুমতী | |||
১৯৬০ (৭ম) |
নূতন ![]() |
সুজাতা | সুজাতা | [১] | |
মালা সিনহা | মীনা খোসলা | ধুল কা ফুল | |||
মিনা কুমারী | রত্না | চিরাগ কাহাঁ রোশনী কাহাঁ |
রেকর্ড | বিজয়ী | চলচ্চিত্র | বয়স (প্রদানের সাল) |
---|---|---|---|
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | নূতন | ম্যাঁয় তুলসী তেরে অঙ্গন কী | ৪২ (১৯৭৯) |
বয়োজ্যেষ্ঠ মনোনীত | শর্মিলা ঠাকুর | বিরুদ্ধ... ফ্যামিলি কামস ফার্স্ট | ৬১ (২০০৬) |
বয়োকনিষ্ঠ বিজয়ী | ডিম্পল কপাড়িয়া | ববি | ১৬ (১৯৭৪) |
বয়োকনিষ্ঠ মনোনীত | ববি | তারে জমিন পর | ১৬ (১৯৭৪) |