শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার (সমালোচক) | |
---|---|
২০১৯-এর বিজয়ী: তাপসী পান্নু ও ভূমি পেড়নেকর | |
বিবরণ | সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রীর পুরস্কার |
দেশ | ভারত |
প্রথম পুরস্কৃত | ২০০৭ (২০০৬-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৯-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | তাপসী পান্নু ও ভূমি পেড়নেকর (ষাণ্ড কি আঁখ) |
ওয়েবসাইট | screenindia |
শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার (সমালোচক) হল ভারতীয় বলিউড চলচ্চিত্র শিল্পে সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য প্রদত্ত বার্ষিক পুরস্কার। ২০০৭ সাল থেকে অনিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। সাম্প্রতিক বিজয়ী তাপসী পান্নু ও ভূমি পেড়নেকর ষাণ্ড কি আঁখ (২০১৯) চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।