শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার

শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার
বিবরণসমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য
অবস্থানভারত
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃত১৯৭১ (১৯৭০-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০২০ (২০১৯-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতআর্টিকেল ফিফটিনসোনচিড়িয়া (২০১৯)
ওয়েবসাইটfilmfareawards.indiatimes.com

শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার হল ভারতের চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৭১ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

বিজয়ী ও মনোনীত চলচ্চিত্র

[সম্পাদনা]

১৯৭০-এর দশক

[সম্পাদনা]
বছর
(আয়োজন)
চলচ্চিত্র পরিচালক সূত্র
১৯৭০ (১৮তম) উস্‌কি রোটি মনি কৌল []
১৯৭১ (১৯তম) আষাঢ় কা এক দিন মনি কৌল
১৯৭২ (২০তম) মায়া দর্পন কুমার সাহনী
১৯৭৩ (২১তম) দুভিঢ়া মনি কৌল
১৯৭৪ (২২তম) রজনীগন্ধা বসু চট্টোপাধ্যায়
১৯৭৫ (২৩তম) আঁধি গুলজার
১৯৭৬ (২৪তম) মৃগয়া মৃণাল সেন
১৯৭৭ (২৫তম) শতরঞ্জ কি খিলাড়ি সত্যজিৎ রায়
১৯৭৮ (২৬তম) অরভিন্দ দেসাই কি অজীব দাস্তাঁ" সাঈদ আখতার মির্জা
১৯৭৯ (২৭তম) জীনা যহাঁ বসু চট্টোপাধ্যায়

১৯৮০-এর দশক

[সম্পাদনা]
বছর
(আয়োজন)
চলচ্চিত্র পরিচালক সূত্র
১৯৮০ (২৮তম) আলবার্ট পিন্টু কো গোস্‌সা কিয়ুঁ আতা হ্যায় সাঈদ আখতার মির্জা []
১৯৮১ (২৯তম) অধর্শীলা অশোক আহুজা
১৯৮২ (৩০তম) মাসুম শেখর কাপুর
১৯৮৩ (৩১তম) শুখা মহীশুর শ্রীনিবাস সাথ্যু
১৯৮৪ (৩২তম) দমুল প্রকাশ ঝা
১৯৮৫ (৩৩তম) আঘাত গোবিন্দ নিহলানী
১৯৮৬ পুরস্কার দেওয়া হয় নি
১৯৮৭ পুরস্কার দেওয়া হয় নি
১৯৮৮ (৩৪তম) ওম-দর-ব-দর কমল স্বরূপ
১৯৮৯ (৩৫তম) খেয়াল গাঁথা কুমার সাহনী

১৯৯০-এর দশক

[সম্পাদনা]
বছর
(আয়োজন)
চলচ্চিত্র পরিচালক সূত্র
১৯৯০ (৩৬তম) কসবা কুমার সাহনী []
১৯৯১ (৩৭তম) দীক্ষা অরুণ কৌল
১৯৯২ (৩৮তম) ইডিয়ট মনি কৌল
১৯৯৩ (৩৯তম) কাভি হাঁ কাভি না কুন্দন শাহ
১৯৯৪ (৪০তম) ব্যান্ডিট কুইন শেখর কাপুর
১৯৯৫ (৪১তম) বোম্বে মনি রত্নম
১৯৯৬ (৪২তম) খামোশি: দ্য মিউজিকাল সঞ্জয় লীলা বনশালি
১৯৯৭ (৪৩তম) বিরাসত প্রিয়দর্শন
১৯৯৮ (৪৪তম) সত্য রাম গোপাল বর্মা
১৯৯৯ (৪৫তম) সরফরোশ জন ম্যাথু ম্যাথান

২০০০-এর দশক

[সম্পাদনা]
বছর
(আয়োজন)
চলচ্চিত্র পরিচালক সূত্র
২০০০ (৪৬তম) হলো সন্তোষ সীবান []
২০০১ (৪৭তম) দিল চাহতা হ্যায় ফারহান আখতার []
২০০২ (৪৮তম) দ্য লিজেন্ড অফ ভগৎ সিং রাজকুমার সন্তোষী
২০০৩ (৪৯তম) মুন্না ভাই এম.বি.বি.এস. রাজকুমার হিরানী
২০০৪ (৫০তম) যুবা
দেব
মনি রত্নম
গোবিন্দ নিহলানী
২০০৫ (৫১তম) ব্ল্যাক সঞ্জয় লীলা বনশালি
২০০৬ (৫২তম) লাগে রাহো মুন্না ভাই রাজকুমার হিরানী
২০০৭ (৫৩তম) চাক দে! ইন্ডিয়া শিমিত আমিন
২০০৮ (৫৪তম) মুম্বই মেরি জান নিশিকান্ত কামত
২০০৯ (৫৫তম) ফিরাক নন্দিতা দাশ []

২০১০-এর দশক

[সম্পাদনা]
বছর
(আয়োজন)
চলচ্চিত্র পরিচালক সূত্র
২০১০ (৫৬তম) উড়ান বিক্রমাদিত্য মোতওয়ানি []
২০১১ (৫৭তম) জিন্দগি না মিলেগি দোবারা জোয়া আখতার []
২০১২ (৫৮তম) গ্যাংস অফ ওয়াসেপুর অনুরাগ কশ্যপ []
২০১৩ (৫৯তম) দ্য লাঞ্চবক্স রিতেশ বাত্রা []
২০১৪ (৬০তম) আঁখো দেখি রজত কাপুর []
২০১৫ (৬১তম) পিকু সুজিত সরকার [১০]
২০১৬ (৬২তম) নীরজা রাম মাধবানি [১১]
২০১৭ (৬৩তম) নিউটন অমিত ভি. মাসুরকর
২০১৮ (৬৪তম) আন্ধাধুন শ্রীরাম রাঘবন
২০১৯
(৬৫তম)
আর্টিকেল ফিফটিন অনুভব সিনহা [১২]
সোনচিড়িয়া অভিষেক চৌবে
ফটোগ্রাফ রিতেশ বাত্রা
মর্দ কো দর্দ নহি হোতা বসন্ত বালা
দ্য স্কাই ইজ পিংক সোনালি বোস

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Filmfare Critics Award for Best Film Awards 1970-1999"ইন্ডিয়া টাইমস। ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  2. "Filmfare Critics Awards 2000"ইন্ডিয়া টাইমস। ১৫ জানুয়ারি ২০১৭। ২১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  3. "Filmfare Critics Award for Best Movie"Awards and Shows। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  4. "Filmfare Awards 2009"Awards and Shows। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  5. "Winners of 56th Filmfare Awards 2011"বলিউড হাঙ্গামা। ২৯ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  6. "Filmfare Awards 2011 Winners"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ৩১ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  7. Bhushan, Nyay (২১ জানুয়ারি ২০১২)। "'Barfi!' Sweeps India's Filmfare Awards"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  8. "59th Idea Filmfare Awards 2013: Complete list of winners"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  9. "60th Britannia Filmfare Awards 2014: Winners"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  10. "Full list of winners of the 61st Britannia Filmfare Awards"ফিল্মফেয়ার। ১৫ জানুয়ারি ২০১৬। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  11. "62nd Filmfare Awards 2017: Complete winners' list"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  12. "Winners of 65th Amazon Filmfare Awards 2020"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]