শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
![]() সাম্প্রতিক বিজয়ীদের একজন: হর্ষবর্ধন কুলকার্নি | |
বিবরণ | শ্রেষ্ঠ চিত্রনাট্য রচনার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৬৯ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ |
বর্তমানে আধৃত | হর্ষবর্ধন কুলকার্নি, অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারী বাধাই দো (২০২২) |
ওয়েবসাইট | filmfareawards |
শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের হিন্দি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য ফিল্মফেয়ার ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৬৮ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
এই বিভাগে সর্বাধিক তিনবার করে পুরস্কার অর্জন করেছেন সলিম-জাভেদ, বাসু চ্যাটার্জী ও রাজকুমার হিরানী। এই বিভাগে সাম্প্রতিক বিজয়ী হর্ষবর্ধন কুলকার্নি, অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারী বাধাই দো (২০২২) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য এই পুরস্কার অর্জন করেন।
বছর | চিত্রনাট্যকার | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৬৮ (১৬তম) |
নবেন্দু ঘোষ | মঝলি দিদি | [১] |
১৯৬৯ (১৭তম) |
হৃষিকেশ মুখোপাধ্যায় | অনোখি রাত | [২] |
১৯৭০ (১৮তম) |
বিজয় আনন্দ | জনি মেরা নাম | [৩] |
১৯৭১ (১৯তম) |
বাসু চ্যাটার্জী | সারা আকাশ | [৪] |
১৯৭২ (২০তম) |
অরবিন্দ মুখোপাধ্যায় | অমর প্রেম | [৫] |
১৯৭৩ (২১তম) |
সলিম-জাভেদ | জঞ্জীর | [৬] |
১৯৭৪ (২২তম) |
শামা জাইদি ও কাইফি আজমি | গর্ম হাওয়া | [৭] |
১৯৭৫ (২৩তম) |
সলিম-জাভেদ | দিওয়ার | [৮] |
১৯৭৬ (২৪তম) |
বাসু চ্যাটার্জী | ছোটি সি বাত | [৯] |
১৯৭৭ (২৫তম) |
লেখ ট্যান্ডন, ব্রজেন্দ্র কৌর, মধুসুদন কালেকর | দুলহন ওহি জো পিয়া মন ভায়ে | [১০] |
১৯৭৮ (২৬তম) |
কমলেশ্বর | পতি পত্নী অউর ওহ | [১১] |
১৯৭৯ (২৭তম) |
গিরিশ কারনাড ও বি. ভি. কারন্ত | গোধূলি | [১২] |
বছর | চিত্রনাট্যকার | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৮০ (২৮তম) |
বিজয় তেন্ডুলকর | আক্রোশ | [১৩] |
১৯৮১ (২৯তম) |
কে. বালাচন্দর | এক দুজে কে লিয়ে | [১৪] |
১৯৮২ (৩০তম) |
সলিম-জাভেদ | শক্তি | [১৫] |
১৯৮৩ (৩১তম) |
বিজয় তেন্ডুলকর | অর্ধ সত্য | [১৬] |
১৯৮৪ (৩২তম) |
মৃণাল সেন | কন্ধার | [১৭] |
১৯৮৫ (৩৩তম) |
গৌতম ঘোষ ও পার্থ ব্যানার্জী | পার | [১৮] |
১৯৮৬ | পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৭ | পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৮ (৩৪তম) |
নাসির হুসাইন | কেয়ামত সে কেয়ামত তক | [১৯] |
১৯৮৯ (৩৫তম) |
শিব কুমার সুব্রাহ্মণ্যম | পরিন্দা | [২০] |
বছর | চিত্রনাট্যকার | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
২০০০ (৪৬তম) |
হানি ইরানি ও রবি কাপুর | কাহো না... প্যায়ার হ্যায় | [৩১] |
২০০১ (৪৭তম) |
ফারহান আখতার | দিল চাহতা হ্যায় | [৩২] |
২০০২ (৪৮তম) |
মণি রত্নম | সাথিয়া | [৩৩] |
২০০৩ (৪৯তম) |
রাজকুমার হিরানী, বিধু বিনোদ চোপড়া, লাজন জোসেফ | মুন্না ভাই এম.বি.বি.এস. | [৩৪] |
২০০৪ (৫০তম) |
মণি রত্নম | যুবা | [৩৫] |
২০০৫ (৫১তম) |
নীনা অরোড়া ও মনোজ ত্যাগী | পেজ থ্রি | [৩৬] |
২০০৬ (৫২তম) |
জয়দীপ সাহনি | খোসলা কা ঘোসলা | [৩৭] |
২০০৭ (৫৩তম) |
অনুরাগ বসু | লাইফ ইন আ... মেট্রো | [৩৮] |
২০০৮ (৫৪তম) |
যোগেন্দ্র বিনায়ক জোশী ও উপেন্দ্র সিধায়ে | মুম্বই মেরি জান | [৩৯] |
২০০৯ (৫৫তম) |
রাজকুমার হিরানী, বিধু বিনোদ চোপড়া, অভিজাত জোশী | থ্রি ইডিয়টস | [৪০] |
বছর | চিত্রনাট্যকার | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
২০২০ (৬৬তম) |
রোহেনা গেরা | স্যার | [৫৪][৫৫] |
অনুভব সিনহা ও মৃন্ময়ী লাগু ওয়াইকুল | থাপ্পড় | ||
অনুরাগ বসু | লুডো | ||
কপিল সাওয়ান্ত ও রাজেশ কৃষ্ণন | লুটকেস | ||
প্রকাশ কপাড়িয়া ও ওম রাউত | তানহাজী | ||
২০২১ (৬৭তম) |
শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ | সর্দার উধম | [৫৬] |
অনিরুদ্ধ গুহ | রশমি রকেট | ||
আস্থা টিকু | শেরনী | ||
কবির খান, সঞ্জয় পূরণ সিং চৌহান ও বসন বালা | ৮৩ | ||
দীবাকর ব্যানার্জি ও বরুণ গ্রোবর | সন্দীপ অউর পিঙ্কি ফরার | ||
সন্দীপ শ্রীবাস্তব | শেরশাহ | ||
২০২২ (৬৮তম) |
হর্ষবর্ধন কুলকার্নি, অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারী | বাধাই দো | [৫৭][৫৮] |
আকাশ কৌশিক | ভুল ভুলাইয়া ২ | ||
জসপাল সিং সন্ধু ও রাজীব বার্নওয়াল | বধ | ||
নীরজ যাদব | অ্যান অ্যাকশন হিরো | ||
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী | দ্য কাশ্মীর ফাইলস | ||
সঞ্জয় লীলা ভন্সালী ও উৎকর্ষিনী বশিষ্ঠ | গঙ্গুবাই কাঠিয়াওয়াডি |