শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কার | |
---|---|
বিবরণ | সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ নবাগত অভিনেতার জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস |
প্রথম পুরস্কৃত | ১৯৯৮ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
বর্তমানে আধৃত | রাজবীর দেওল (দোনো) |
ওয়েবসাইট | zeecineawards |
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কার হল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। সমালোচকদের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়ে থাকে। ১৯৯৮ সালের আয়োজন থেকে জি সিনে পুরস্কারের অংশ হিসেবে বলিউডে আগত সেরা নবাগত অভিনেতাদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০০৯ ও ২০১০, ২০১৫ সালে এই পুরস্কার আয়োজিত হয়নি। ২০২১ ও ২০২২ সালে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে এই পুরস্কার আয়োজিত হয়নি।
এই বিভাগে প্রথম বিজয়ী অক্ষয় খান্না হিমালয় পুত্র (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী রাজবীর দেওল দোনো (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন।
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র. |
---|---|---|---|---|
১৯৯৭ (১ম) |
অক্ষয় খান্না | হিমালয় পুত্র | অভয় খান্না | [১] [২] |
অপূর্ব অগ্নিহোত্রা | পরদেস | |||
আরবাজ আলি খান | ইয়েস বস | |||
রাজীব গোস্বামী | বর্ডার | |||
স্বপ্নিল জোশী | গুলাম-ই-মুস্তফা | |||
১৯৯৮ (২য়) |
মুকেশ তিওয়ারি | চায়না গেট | জগবীর ওরফে জগিরা | [৩] |
১৯৯৯ (৩য়) |
আফতাব শিবদাসানি | মস্ত | কৃষ্ণকান্ত মথুর "কিট্টু" | [৪] |
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র. |
---|---|---|---|---|
২০০০ (৪র্থ) |
হৃতিক রোশন | কাহো না... প্যায়ার হ্যায় | রোহিত মেহরা | [৫] |
২০০১ (৫ম) |
তুষার কাপুর | মুঝে কুছ কহনা হ্যায় | করণ শর্মা | [৬] |
২০০২ (৬ষ্ঠ) |
বিবেক ওবেরয় | কোম্পানি | চন্দ্রকান্ত "চন্দু" নাগরে | [৭] |
২০০৩ (৭ম) |
শাহিদ কাপুর | ইশ্ক ভিশ্ক | রাজীব মথুর | [৮] |
২০০৪ (৮ম) |
পুরস্কার প্রদান করা হয়নি | [৯] | ||
২০০৫ (৯ম) |
শাইনি আহুজা | হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়সি | বিক্রম মলহোত্রা | [১০] |
২০০৬ (১০ম) |
উপেন পটেল | থার্টি সিক্স চায়না টাউন | রকি | [১১] |
২০০৭ (১১তম) |
রণবীর কাপুর | সাওয়ারিয়া | রণবীর রাজ মলহোত্রা | [১২] |
২০০৮ (–) |
আয়োজিত হয়নি | |||
২০০৯ (–) |
আয়োজিত হয়নি |
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র. |
---|---|---|---|---|
২০১০ (১২তম) |
রণবীর সিং | ব্যান্ড বাজা বারাত | বিট্টু শর্মা | [১৩] |
২০১১ (১৩তম) |
রানা দগ্গুবাটি | দম মারো দম | জকি ফার্নান্ডেজ | [১৪] |
২০১২ (১৪তম) |
অর্জুন কাপুর | ইশাকজাদে | [১৫] | |
আয়ুষ্মান খুরানা | ভিকি ডোনার | ভিকি অরোরা | ||
২০১৩ (১৫তম) |
ধনুষ | রাঞ্ঝনা | কুন্দন শঙ্কর | [১৬] |
২০১৪ (–) |
আয়োজিত হয়নি | |||
২০১৫ (১৬তম) |
ভিকি কৌশল | মসান | দীপক কুমার | [১৭] |
২০১৬ (১৭তম) |
জিম সর্ব | নীরজা | [১৮] | |
২০১৭ (১৮তম) |
মতিন রে তঙ্গু | টিউবলাইট | গু ওন | [১৯] |
২০১৮ (১৯তম) |
ইশান খট্টর | ধড়ক | মধুকর "মধু" ভাগলা | [২০] |
বিয়ন্ড দ্য ক্লাউডস | আমির আহমেদ | |||
২০১৯ (২০তম) |
বিশাল জেঠওয়া | মর্দানি ২ | শিব "সানি" প্রসাদ যাদব | [২১] |
সিদ্ধান্ত চতুর্বেদী | গল্লি বয় | এম সি শের |
বছর (আয়োজন) |
অভিনয়শিল্পী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র. |
---|---|---|---|---|
২০২০ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | |||
২০২১ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | |||
২০২২ (২১তম) |
বাবিল খান | কলা | জগন বটওয়াল | [২২] |
২০২৩ (২২তম) |
রাজবীর দেওল | দোনো | দেব সরফ | [২৩] |