শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার | |
---|---|
বিবরণ | শ্রেষ্ঠ নারী অভিষেকের পুরস্কার |
দেশ | ভারত |
প্রথম পুরস্কৃত | ১৯৯৬ (১৯৯৫-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৯-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | সারা আলি খান (কেদারনাথ) |
ওয়েবসাইট | screenindia |
শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার হল ভারতীয় বলিউড চলচ্চিত্র শিল্পের শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর জন্য প্রদত্ত বার্ষিক পুরস্কার। ১৯৯৬ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রতি বছরের ডিসেম্বর মাসে উক্ত বছরের চলচ্চিত্রের জন্য বা জানুয়ারি মাসে এর পূর্ববর্তী বছরের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার ঘোষিত হয়। ১৯৯৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কারের নাম ছিল শ্রেষ্ঠ সম্ভাবনাময় নবাগত অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার। পরবর্তীতে বর্তমান নামে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। সাম্প্রতিক বিজয়ী সারা আলি খান কেদারনাথ (২০১৯) চলচ্চিত্রের অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
বছর | বিজয়ী | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|
১৯৯৪ | সোনালী বেন্দ্রে | আগ | [১] |
১৯৯৫ | পুরস্কার প্রদান করা হয়নি | [২] | |
১৯৯৬ | প্রিয়া গিল | তেরে মেরে স্বপ্নে | [৩] |
১৯৯৭ | ঐশ্বর্যা রাই | অউর প্যার হো গয়া | [৪] |
১৯৯৮ | প্রীতি জিন্টা | সোলজার | [৫] |
১৯৯৯ | নেথরা রঘুরমানন | ভোপাল এক্সপ্রেস | [৬] |