শ্রেষ্ঠ নবাগত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
![]() ২০২০-এর বিজয়ী: আদিত্য ধর | |
বিবরণ | নবাগত পরিচালকের শ্রেষ্ঠ পরিচালনার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ২০১০ (২০০৯ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ (২০১৯ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | আদিত্য ধর উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক (২০১৯) |
ওয়েবসাইট | filmfareawards |
শ্রেষ্ঠ নবাগত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে নবাগত পরিচালকের শ্রেষ্ঠ পরিচালনার স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ২০১০ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।