শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্রে নারী নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | লতা মঙ্গেশকর, "আজা রে পরদেসি" মধুমতি (১৯৫৯) |
বর্তমানে আধৃত | শিল্পা রাও, "বেশরম রং" পাঠান (২০২৪) |
ওয়েবসাইট | filmfareawards |
শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে নারী নেপথ্য কণ্ঠশিল্পীর স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৯ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ১৯৬৭ সাল পর্যন্ত পুরুষ ও নারী উভয়ই একক পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতেন, পরবর্তী কালে পুরুষ ও নারীদের জন্য আলাদা দুটি বিভাগে পুরস্কার প্রদান শুরু হয়।
এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী লতা মঙ্গেশকর মধুমতি চলচ্চিত্রের "আজা রে পরদেসি" গানের জন্য এই পুরস্কার অর্জন করেন। অলকা ইয়াগনিক ও আশা ভোঁসলে যৌথভাবে সর্বাধিক সাতবার এই বিভাগে পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী শিল্পা রাও পাঠান (২০২৩) চলচ্চিত্রের "বেশরম রং" গানের জন্য এই পুরস্কার লাভ করেন।
পুরস্কার বিজয়ীকে নির্দেশ করে |
বছর | গায়িকা | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
১৯৮০ (২৭তম) |
বাণী জয়রাম | "মেরে তো গিরিধর গোপাল" | মীরা | [৪০][৪১] |
ঊষা মঙ্গেশকর | "হাম সে নজর তো মিলাও" | ইকরার | ||
ছায়া গাঙ্গুলি | "আপ কি ইয়াদ আতি হ্যায় রাত ভর" | গমন | ||
বাণী জয়রাম | "আয়রি ম্যাঁয় তো প্রেম দিওয়ানি" | মীরা | ||
হেমলতা | "মেঘা, ও রে মেঘা" | সুনয়না | ||
১৯৮১ (২৮তম) |
নাজিয়া হাসান | "আপ য্যায়সা কোই" | কুরবানি | [৪২][৪৩] |
ঊষা উথুপ | "হরি ওম হরি" | প্যায়ারা দুশমন | ||
কাঞ্চন | "লায়লা ও লায়লা" | কুরবানি | ||
চন্দ্রানী মুখার্জী | "পহচান তো থি" | গৃহ প্রবেশ | ||
হেমলতা | "তু ইস তারাহ" | আপ তো অ্যায়সে না থে | ||
১৯৮২ (২৯তম) |
পারভীন সুলতানা | "হামেঁ তুমসে প্যায়ার কিতনা" | কুদরত | [৪৪][৪৫] |
অলকা ইয়াগনিক | "মেরে অঙ্গনে মেঁ" | লাওয়ারিস | ||
ঊষা উথুপ | "রম্ভা হো-হো-হো সাম্ভা হো-হো-হো" | আরমান | ||
চন্দ্রানী মুখার্জী | "মোহাব্বত রং লায়েগি" | পুনম | ||
শ্যারন প্রভাকর | "মেরে য্যায়সি হাসিনা" | আরমান | ||
১৯৮৩ (৩০তম) |
সালমা আগা | "দিল কে আরমাঁ আঁসু মেঁ বহ গয়ে" | নিকাহ | [৪৬][৪৭] |
অনুরাধা পৌডওয়াল | "ম্যায়নে এক গীত লিখা হ্যায়" | ইয়ে নজদিকিয়াঁ | ||
নাজিয়া হাসান | "বুম বুম" | স্টার | ||
সালমা আগা | "দিল কি ইয়ে আরজু থি" | নিকাহ | ||
"ফাজা ভি হ্যায় জওয়াঁ" | ||||
১৯৮৪ (৩১তম) |
আরতি মুখার্জী | "দো নয়না অউর এক কাহানি" | মাসুম | [৪৮][৪৯] |
অনুরাধা পৌডওয়াল | "তু মেরা হিরো হ্যায়" | হিরো | ||
চন্দ্রানী মুখার্জী | "আ যা কে তেরে রাহ মেঁ পালকে বিচা" | লাল চুনারিয়া | ||
১৯৮৫ (৩২তম) |
অনুপমা দেশপাণ্ডে | "সোহনি চেনাব দে কিনারে" | সোহনি মহিওয়াল | [৫০][৫১] |
সালমা আগা | "ড্যান্স ড্যান্স" | কসম পয়দা করনে ওয়ালে কী | ||
১৯৮৬ (৩৩তম) |
অনুরাধা পৌডওয়াল | "মেরে মন বাজা মৃদঙ্গ মঞ্জিরা খানকে" | উৎসব | [৫২][৫৩] |
এস জনকী | "ইয়ার বিনা চেন কাহাঁ রে" | সাহেব | ||
কবিতা কৃষ্ণমূর্তি | "তুমসে মিলকার না জানে" | প্যায়ার ঝুকতা নহিঁ | ||
১৯৮৯ (৩৪তম) |
অলকা ইয়াগনিক | "এক দো তিন চার" | তেজাব | [৫৪][৫৫] |
অনুরাধা পৌডওয়াল | "জিনা নহিঁ" | তেজাব | ||
সাধনা সরগম | "ম্যাঁয় তেরি হুঁ জনম" | খুন ভরি মাঙ্গ |
সংখ্যা | বিজয়ী |
---|---|
৭ | অলকা ইয়াগনিক |
আশা ভোঁসলে | |
৬ | শ্রেয়া ঘোষাল |
৪ | লতা মঙ্গেশকর |
অনুরাধা পাড়োয়াল | |
কবিতা কৃষ্ণমূর্তি | |
২ | সুনিধি চৌহান |
রেখা ভারদ্বাজ |
সংখ্যা | মনোনীত |
---|---|
৩৭ | অলকা ইয়াগনিক |
২৯ | শ্রেয়া ঘোষাল |
২০ | আশা ভোঁসলে |
১৯ | লতা মঙ্গেশকর |
১৮ | কবিতা কৃষ্ণমূর্তি |
১৭ | সুনিধি চৌহান |
১১ | অনুরাধা পৌডওয়াল |
৬ | আলিশা চিনয় |
শিল্পা রাও | |
৫ | হেমলতা |
৪ | শারদা রাজন আয়ঙ্গর |
সালমা আঘা | |
ঊষা উথুপ | |
জোনিতা গান্ধী |