শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
২০২৪-এর বিজয়ী: শিল্পা রাও
বিবরণচলচ্চিত্রে নারী নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃতলতা মঙ্গেশকর,
"আজা রে পরদেসি"
মধুমতি (১৯৫৯)
বর্তমানে আধৃতশিল্পা রাও,
"বেশরম রং"
পাঠান (২০২৪)
ওয়েবসাইটfilmfareawards.indiatimes.com

শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে নারী নেপথ্য কণ্ঠশিল্পীর স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৯ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ১৯৬৭ সাল পর্যন্ত পুরুষ ও নারী উভয়ই একক পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতেন, পরবর্তী কালে পুরুষ ও নারীদের জন্য আলাদা দুটি বিভাগে পুরস্কার প্রদান শুরু হয়।

এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী লতা মঙ্গেশকর মধুমতি চলচ্চিত্রের "আজা রে পরদেসি" গানের জন্য এই পুরস্কার অর্জন করেন। অলকা ইয়াগনিকআশা ভোঁসলে যৌথভাবে সর্বাধিক সাতবার এই বিভাগে পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী শিল্পা রাও পাঠান (২০২৩) চলচ্চিত্রের "বেশরম রং" গানের জন্য এই পুরস্কার লাভ করেন।

বিজয়ী ও মনোনীতগণ

[সম্পাদনা]
তালিকা চাবি
পুরস্কার বিজয়ী পুরস্কার বিজয়ীকে নির্দেশ করে
লতা মঙ্গেশকর এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি মধুমতি (১৯৫৮) চলচ্চিত্রের "আজা রে পরদেসি" গানের জন্য এই বিভাগে পুরস্কৃত হন। এছাড়া তিনি মোট ১৯টি মনোনয়ন থেকে চারবার পুরস্কৃত হন।
আশা ভোঁসলে ২০টি মনোনয়ন থেকে যৌথভাবে সর্বাধিক সাতবার পুরস্কৃত হন, তিনি একমাত্র নারী শিল্পী যিনি টানা চারবার পুরস্কৃত হন।
প্রীতি সাগর মন্থন (১৯৭৭)-এর "মেরো গম কথা পরে" গানের জন্য পুরস্কৃত হন।
নাজিয়া হাসান ১৬ বছর বয়সে কুরবানি (১৯৮০)-এর "আপ য্যায়সা কোই" গানের জন্য পুরস্কার লাভ করে সর্বকনিষ্ঠ বিজয়ী হন এবং তিনি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী প্রথম পাকিস্তানে জন্মগ্রহণকারী শিল্পী।
বাণী জয়রাম মীরা (১৯৭৯)-এর "মেরে তো গিরিধর গোপাল" গানের জন্য পুরস্কৃত হন।
পারভীন সুলতানা কুদরত (১৯৮১)-এর "হামে তুমসে প্যায়ার কিতনা" গানের জন্য পুরস্কৃত হন।
সালমা আগা নিকাহ (১৯৮২)-এর "দিল কে আরমাঁ আঁসুঁ মেঁ বহ গয়ে" গানের জন্য পুরস্কৃত হন।
অনুরাধা পৌডওয়াল ১১টি মনোনয়ন থেকে ১৯৯১-১৯৯৩ পর্যন্ত টানা তিনবারসহ মোট চারবার পুরস্কৃত হন।
অলকা ইয়াগনিক ৩৭টি মনোনয়ন পেয়ে এই বিভাগের সর্বাধিক মনোনয়ন গ্রহীতা এবং যৌথভাবে সর্বাধিক সাতবার বিজয়ী।
স্বপ্না মুখার্জী ত্রিদেব (১৯৮৯)-এর "তিরচি টোপিওয়ালে" গানের জন্য পুরস্কৃত হন।
ইলা অরুণ খলনায়ক (১৯৯৩)-এর "চোলি কে পিছে ক্যায়া হ্যায়" গানের জন্য অলকা ইয়াগনিকের সাথে যৌথভাবে পুরস্কৃত হন।
কবিতা কৃষ্ণমূর্তি ১৮টি মনোনয়ন থেকে ১৯৯৪-১৯৯৬ পর্যন্ত টানা তিনবারসহ মোট চারবার পুরস্কৃত হন।
জসপিন্দর নরুলা প্যায়ার তো হোনা হি থা (১৯৯৮)-এর "প্যায়ার তো হোনা হি থা" গানের জন্য পুরস্কৃত হন।
শ্রেয়া ঘোষাল ১৯ বছর বয়সে জিসম (২০০৩)-এর "জাদু হ্যায় নাশা হ্যায়" গানের জন্য পুরস্কার লাভ করে সর্বকনিষ্ঠ ২ বার বিজয়ী হয়ে ওঠেন। এছাড়া তিনি মোট ২৯টি মনোনয়ন থেকে দ্বিতীয় সর্বাধিক ছয়বার পুরস্কৃত হন।
আলিশা চিনয় বান্টি অউর বাবলি (২০০৫)-এর "কাজরা রে" গানের জন্য পুরস্কৃত হন।
সুনিধি চৌহান ১৭টি মনোনয়ন থেকে ওমকারা (২০০৬)-এর "বিড়ি" ও তিস মার খাঁ (২০১০)-এর "শিলা কি জওয়ানি" গানের জন্য দুইবার পুরস্কৃত হন।
কবিতা শেঠ ওয়েক আপ সিড (২০০৯)-এর "ইকতারা" ও জুগজুগ জিয়ো (২০২২)-এর "রঙ্গিসারি" গানের জন্য দুইবার পুরস্কৃত হন।
রেখা ভারদ্বাজ ১৭টি মনোনয়ন থেকে দিল্লি-সিক্স (২০০৯)-এর "গেন্দা ফুল" ও ৭ খুন মাফ (২০১১)-এর "ডার্লিং" গানের জন্য দুইবার পুরস্কৃত হন।
মমতা শর্মা দাবাং (২০১০)-এর "মুন্নি বদনাম হুই" গানের জন্য পুরস্কৃত হন।
ঊষা উথুপ ৭ খুন মাফ (২০১১)-এর "ডার্লিং" গানের জন্য পুরস্কৃত হন।
শাল্মলী খোলগড়ে ইশকজাদে (২০১২)-এর "পরেশান" গানের জন্য পুরস্কৃত হন।
মোনালি ঠাকুর লুটেরা (২০১৩)-এর "সওয়ার লুঁ" গানের জন্য পুরস্কৃত হন।
কনিকা কাপুর রাগিণী এমএমএস ২ (২০১৪)-এর "বেবি ডল" গানের জন্য পুরস্কৃত হন।
নেহা ভসিন সুলতান (২০১৬)-এর "জগ ঘুমেয়া" গানের জন্য পুরস্কৃত হন।
মেঘনা মিশ্র সিক্রেট সুপারস্টার (২০১৭)-এর "নাচদি ফিরা" গানের জন্য পুরস্কৃত হন।
শিল্পা রাও ওয়ার (২০১৯)-এর "ঘুঙরু" ও পাঠান (২০২৩)-এর "বেশরম রং" গানের জন্য দুইবার পুরস্কৃত হন।
আসিস কৌর মলং (২০২০)-এর "হুই মলং" ও শেরশাহ (২০২১)-এর "রাতাঁ লাম্বিয়াঁ" গানের জন্য দুইবার পুরস্কৃত হন।

১৯৫৯-১৯৬৯

[সম্পাদনা]
বছর গায়িকা গান চলচ্চিত্র সূত্র.
১৯৫৯
(৬ষ্ঠ)
লতা মঙ্গেশকর পুরস্কার বিজয়ী "আজা রে পরদেসি" মধুমতি []
১৯৬০
(৭ম)
লতা মঙ্গেশকর "ভাইয়া মেরে" ছোটি বহন [][]
১৯৬১
(৮ম)
লতা মঙ্গেশকর "দিল আপনা অউর প্রীত পরাই" দিল আপনা অউর প্রীত পরাই [][]
লতা মঙ্গেশকর "প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া" মুঘল-ই-আজম
১৯৬৩
(১০ম)
লতা মঙ্গেশকর পুরস্কার বিজয়ী "কাহিঁ দীপ জ্বলে কাহিঁ দিল" বিস সাল বাদ [][]
লতা মঙ্গেশকর "আপ কি নাজরোঁ নে সমঝা" অনপড়
১৯৬৪
(১১তম)
লতা মঙ্গেশকর "জো ওয়াদা কিয়া" তাজমহল [][]
১৯৬৫
(১২তম)
লতা মঙ্গেশকর "জ্যোত সে জ্যোত" সান্ত জ্ঞানেশ্বর [১০][১১]
১৯৬৬
(১৩তম)
লতা মঙ্গেশকর পুরস্কার বিজয়ী "তুমহি মেরে মন্দির" খান্দান [১২][১৩]
লতা মঙ্গেশকর "এক তু না মিলা" হিমালয় কী গোদ মেঁ
১৯৬৭
(১৪তম)
লতা মঙ্গেশকর "আজ ফির জিনে কী তামান্না হ্যায়" গাইড [১৪][১৫]
লতা মঙ্গেশকর "লো আগাই উনকি ইয়াদ" দো বদন
১৯৬৮
(১৫তম)
আশা ভোঁসলে পুরস্কার বিজয়ী "গরীবোঁ কী সুনো" দস লাখ [১৬][১৭]
লতা মঙ্গেশকর "বাহারো মেরা জীবন হ্যায় সাওয়ারো" আখরি খাট
"সাবন কা মাহিনা" মিলন
১৯৬৯
(১৬তম)
আশা ভোঁসলে পুরস্কার বিজয়ী "পার্দে মে রেহনে দো" শিকার [১৮][১৯]
লতা মঙ্গেশকর "মিলতি হ্যায় জিন্দগি মেঁ" আঁখেঁ
শারদা রাজন আয়ঙ্গর "তুমহারি ভি জয় জয়" দিওয়ানা

১৯৭০-এর দশক

[সম্পাদনা]
বছর গায়িকা গান চলচ্চিত্র সূত্র.
১৯৭০
(১৭তম)
লতা মঙ্গেশকর পুরস্কার বিজয়ী "আপ মুঝে আচ্ছে লগনে লগে" জিনে কী রাহ [২০][২১]
লতা মঙ্গেশকর "ক্যায়সে রাহুঁ চুপ" ইনতাকাম
শারদা রাজন আয়ঙ্গর "তেরে অঙ্গ কে রং হ্যায় আঙ্গুরি" চান্দা অউর বিজলি
১৯৭১
(১৮তম)
শারদা রাজন আয়ঙ্গর পুরস্কার বিজয়ী "বাত জারা হ্যায় ওয়াপাস কি" জাহাঁ প্যায়ার মিলে [২২][২৩]
লতা মঙ্গেশকর "বাবুল প্যায়ারে" জনি মেরা নাম
"বিন্দিয়া চমকে জি" দো রাস্তে
১৯৭২
(১৯তম)
আশা ভোঁসলে পুরস্কার বিজয়ী "পিয়া তু আব তো আজা" কারবাঁ [২৪][২৫]
আশা ভোঁসলে "জিন্দগি এক সফর হ্যায়" আন্দাজ
শারদা রাজন আয়ঙ্গর "আপকে পিছে" এক নারী এক ব্রহ্মচারী
১৯৭৩
(২০তম)
আশা ভোঁসলে পুরস্কার বিজয়ী "দম মারো দম" হরে রাম হরে কৃষ্ণ [২৬][২৭]
আশা ভোঁসলে "ম্যায়নে কাহা না না না" লালকার
"সুনি সুনি সাস কে সিতার পর" লাল পাত্থর
১৯৭৪
(২১তম)
আশা ভোঁসলে পুরস্কার বিজয়ী "হোনে লাগি হ্যায় রাত" নয়না [২৮][২৯]
আশা ভোঁসলে "হাঙ্গামা হো গয়ি" আনহোনি
"জব আন্ধেরা হোতা হ্যায়" রাজা রানি
পূর্ণিমা শ্রেষ্ঠা "তেরা মুঝ সে" আ গলে লাগ যা
মিনু পুরুষোত্তম "রাত পিয়া কে সঙ্গ জাগি রে সখি" প্রেম পর্বত
১৯৭৫
(২২তম)
আশা ভোঁসলে পুরস্কার বিজয়ী "চেন সে হাম কো কভি" প্রাণ যায়ে পর বচন না যায়ে [৩০][৩১]
আশা ভোঁসলে "চোরি চোরি শোলা শৃঙ্গার করোঙ্গি" মনোরঞ্জন
"ম্যাঁয় যা রহি থি" বিদাই
"ইয়ে হাওয়াস ক্যায় হ্যায়" হাওয়াস
সুমন কল্যাণপুর "বেহনা নে ভাই কি কলাই সে প্যায়ার বান্ধা হ্যায়" রেশম কী ডোরি
১৯৭৬
(২৩তম)
সুলক্ষণা পণ্ডিত পুরস্কার বিজয়ী "তু হি সাগর তু হি কিনারা" সংকল্প [৩২][৩৩]
আশা ভোঁসলে "কাল কে আপনে" অমানুষ
"সপনা মেরা টুট গয়া" খেল খেল মেঁ
প্রীতি সাগর "মাই হার্ট ইজ বিটিং" জুলি
লতা মঙ্গেশকর "ম্যাঁয় তো উড়তি উতারুঁ" জয় সন্তোষী মা
১৯৭৭
(২৪তম)
হেমলতা পুরস্কার বিজয়ী "তু জো মেরি সুর মেঁ" চিটচোর [৩৪][৩৫]
আশা ভোঁসলে "আই লাভ ইউ, ইউ লাভ মি" বারুদ
সুলক্ষণা পণ্ডিত "বান্ধি রে কাহে প্রীত" সংকোচ
হেমলতা "সুন কে তেরি পুকার" ফকিরা
১৯৭৮
(২৫তম)
প্রীতি সাগর পুরস্কার বিজয়ী "মেরো গম কথা পরে" মন্থন [৩৬][৩৭]
আশা ভোঁসলে "লায়ি কাহাঁ হ্যায় জিন্দগি" ট্যাক্সি-ট্যাক্সি
ঊষা মঙ্গেশকর "মুংড়া, ম্যাঁয় গুড় কি ডালি" ইনকার
পূর্ণিমা শ্রেষ্ঠা "ক্যায়া হুয়া তেরা ওয়াদা" হাম কিসিসে কম নহিঁ
১৯৭৯
(২৬তম)
আশা ভোঁসলে পুরস্কার বিজয়ী "ইয়ে মেরা দিল ইয়ার কা দিওয়ানা" ডন [৩৮][৩৯]
আশা ভোঁসলে "ও সাথী রে" মুকাদ্দর কা সিকান্দর
ঊষা উথুপ "ওয়ান টু চা চা চা" শালিমার
শোভা গুর্টু "সাইয়াঁ রুঠ গয়ে" ম্যাঁয় তুলসী তেরে অঙ্গন কী
হেমলতা "আঁখিয়োঁ কে ঝারোখোঁ সে" আঁখিয়োঁ কে ঝারোখোঁ সে

১৯৮০-এর দশক

[সম্পাদনা]
বছর গায়িকা গান চলচ্চিত্র সূত্র.
১৯৮০
(২৭তম)
বাণী জয়রাম পুরস্কার বিজয়ী "মেরে তো গিরিধর গোপাল" মীরা [৪০][৪১]
ঊষা মঙ্গেশকর "হাম সে নজর তো মিলাও" ইকরার
ছায়া গাঙ্গুলি "আপ কি ইয়াদ আতি হ্যায় রাত ভর" গমন
বাণী জয়রাম "আয়রি ম্যাঁয় তো প্রেম দিওয়ানি" মীরা
হেমলতা "মেঘা, ও রে মেঘা" সুনয়না
১৯৮১
(২৮তম)
নাজিয়া হাসান পুরস্কার বিজয়ী "আপ য্যায়সা কোই" কুরবানি [৪২][৪৩]
ঊষা উথুপ "হরি ওম হরি" প্যায়ারা দুশমন
কাঞ্চন "লায়লা ও লায়লা" কুরবানি
চন্দ্রানী মুখার্জী "পহচান তো থি" গৃহ প্রবেশ
হেমলতা "তু ইস তারাহ" আপ তো অ্যায়সে না থে
১৯৮২
(২৯তম)
পারভীন সুলতানা পুরস্কার বিজয়ী "হামেঁ তুমসে প্যায়ার কিতনা" কুদরত [৪৪][৪৫]
অলকা ইয়াগনিক "মেরে অঙ্গনে মেঁ" লাওয়ারিস
ঊষা উথুপ "রম্ভা হো-হো-হো সাম্ভা হো-হো-হো" আরমান
চন্দ্রানী মুখার্জী "মোহাব্বত রং লায়েগি" পুনম
শ্যারন প্রভাকর "মেরে য্যায়সি হাসিনা" আরমান
১৯৮৩
(৩০তম)
সালমা আগা পুরস্কার বিজয়ী "দিল কে আরমাঁ আঁসু মেঁ বহ গয়ে" নিকাহ [৪৬][৪৭]
অনুরাধা পৌডওয়াল "ম্যায়নে এক গীত লিখা হ্যায়" ইয়ে নজদিকিয়াঁ
নাজিয়া হাসান "বুম বুম" স্টার
সালমা আগা "দিল কি ইয়ে আরজু থি" নিকাহ
"ফাজা ভি হ্যায় জওয়াঁ"
১৯৮৪
(৩১তম)
আরতি মুখার্জী পুরস্কার বিজয়ী "দো নয়না অউর এক কাহানি" মাসুম [৪৮][৪৯]
অনুরাধা পৌডওয়াল "তু মেরা হিরো হ্যায়" হিরো
চন্দ্রানী মুখার্জী "আ যা কে তেরে রাহ মেঁ পালকে বিচা" লাল চুনারিয়া
১৯৮৫
(৩২তম)
অনুপমা দেশপাণ্ডে পুরস্কার বিজয়ী "সোহনি চেনাব দে কিনারে" সোহনি মহিওয়াল [৫০][৫১]
সালমা আগা "ড্যান্স ড্যান্স" কসম পয়দা করনে ওয়ালে কী
১৯৮৬
(৩৩তম)
অনুরাধা পৌডওয়াল পুরস্কার বিজয়ী "মেরে মন বাজা মৃদঙ্গ মঞ্জিরা খানকে" উৎসব [৫২][৫৩]
এস জনকী "ইয়ার বিনা চেন কাহাঁ রে" সাহেব
কবিতা কৃষ্ণমূর্তি "তুমসে মিলকার না জানে" প্যায়ার ঝুকতা নহিঁ
১৯৮৯
(৩৪তম)
অলকা ইয়াগনিক পুরস্কার বিজয়ী "এক দো তিন চার" তেজাব [৫৪][৫৫]
অনুরাধা পৌডওয়াল "জিনা নহিঁ" তেজাব
সাধনা সরগম "ম্যাঁয় তেরি হুঁ জনম" খুন ভরি মাঙ্গ

১৯৯০-এর দশক

[সম্পাদনা]
বছর গায়িকা গান চলচ্চিত্র সূত্র.
১৯৯০
(৩৫তম)
স্বপ্না মুখার্জী পুরস্কার বিজয়ী "তিরচি টোপিওয়ালে" ত্রিদেব [৫৬][৫৭]
অনুরাধা পৌডওয়াল "তেরা নাম লিয়া" রাম লখন
"বেখবর বেওয়াফা"
আলিশা চিনয় "রাত ভর" ত্রিদেব
কবিতা কৃষ্ণমূর্তি "না জানে কাহাঁ সে আয়ি হ্যায়" চালবাজ
১৯৯১
(৩৬তম)
অনুরাধা পৌডওয়াল পুরস্কার বিজয়ী "নজর কে সামনে" আশিকি [৫৮][৫৯]
অনুরাধা পৌডওয়াল "মুঝে নিন্দ না আয়ে" দিল
কবিতা কৃষ্ণমূর্তি "চাঁদনী রাত হ্যায়" বাগী: আ রেবেল ফর লাভ
১৯৯২
(৩৭তম)
অনুরাধা পৌডওয়াল পুরস্কার বিজয়ী "দিল হ্যায় কে মানতা নহিঁ" দিল হ্যায় কে মানতা নহিঁ [৬০][৬১]
অলকা ইয়াগনিক "দেখা হ্যায় পহেলি বার" সাজন
অনুরাধা পৌডওয়াল "বহত প্যায়ার করতে হ্যায়"
কবিতা কৃষ্ণমূর্তি "সওদাগর সওদা কর" সওদাগর
১৯৯৩
(৩৮তম)
অনুরাধা পৌডওয়াল পুরস্কার বিজয়ী "ধক ধক করনে লাগা" বেটা [৬২][৬৩]
অলকা ইয়াগনিক "অ্যায়সি দিওয়াঙ্গি" দিওয়ানা
কবিতা কৃষ্ণমূর্তি "ম্যাঁয় তুঝে কবুল" খুদা গাওয়াহ
১৯৯৪
(৩৯তম)
অলকা ইয়াগনিকইলা অরুণ পুরস্কার বিজয়ী "চোলি কে পিছে" খলনায়ক [৬৪][৬৫]
অলকা ইয়াগনিক "বাজীগর ও বাজীগর" বাজীগর
"হাম হ্যাঁয় রাহি প্যায়ার কে" হাম হ্যাঁয় রাহি প্যায়ার কে
"পালকি পে হোকে সওয়ার" খলনায়ক
১৯৯৫
(৪০তম)
কবিতা কৃষ্ণমূর্তি পুরস্কার বিজয়ী "প্যায়ার হুয়া চুপকে সে" ১৯৪২: আ লাভ স্টোরি [৬৬][৬৭]
অলকা ইয়াগনিক "চুরা কে দিল মেরা" ম্যাঁয় খিলাড়ি তু আনাড়ি
"রাহ মেঁ" বিজয়পথ
আলিশা চিনয় "রুক রুক"
কবিতা কৃষ্ণমূর্তি "তু চিজ বরি হ্যায় মস্ত মস্ত" মোহরা
১৯৯৬
(৪১তম)
কবিতা কৃষ্ণমূর্তি পুরস্কার বিজয়ী "মেরা পিয়া ঘর আয়া" ইয়ারানা [৬৮][৬৯]
অলকা ইয়াগনিক "রাজা কো রানি সে প্যায়ার" অকেলে হাম অকেলে তুম
"আঁখিয়াঁ মিলাও" রাজা
কবিতা কৃষ্ণমূর্তি "প্যায়ার ইয়ে জানে" রঙ্গিলা
শ্বেতা শেঠি "মাংতা হ্যায় ক্যায়া"
১৯৯৭
(৪২তম)
কবিতা কৃষ্ণমূর্তি পুরস্কার বিজয়ী "আজ ম্যাঁয় উপর" খামোশী: দ্য মিউজিক্যাল [৭০]
অলকা ইয়াগনিক "বাহোঁ কে দরমিয়াঁ" খামোশী: দ্য মিউজিক্যাল
"পরদেসি পরদেসি" রাজা হিন্দুস্তানী
কবিতা কৃষ্ণমূর্তি "ও ইয়ারা দিল লগানা" অগ্নি সাক্ষী
১৯৯৮
(৪৩তম)
অলকা ইয়াগনিক পুরস্কার বিজয়ী "মেরি মেহবুবা" পরদেশ
অলকা ইয়াগনিক "মেরে খোয়াবোঁ মেঁ তু" গুপ্ত: দ্য হিডেন ট্রুথ
কে. এস. চিত্রা "পায়েলে চুন মুন" বিরাসত
কবিতা কৃষ্ণমূর্তি "ঢোল বাজনে লগা"
"আই লাভ মাই ইন্ডিয়া" পরদেশ
১৯৯৯
(৪৪তম)
জসপিন্দর নরুলা পুরস্কার বিজয়ী "প্যায়ার তো হোনা হি থা" প্যায়ার তো হোনা হি থা
অলকা ইয়াগনিক "চম্মা চম্মা" চায়না গেট
"কুছ কুছ হোতা হ্যায়" কুছ কুছ হোতা হ্যায়
সঞ্জীবনী "চোরি চোরি জব নজরে মিলি" করীব
সপনা অবস্থি "ছাইয়া ছাইয়া" দিল সে..

২০০০-এর দশক

[সম্পাদনা]
বছর গায়িকা গান চলচ্চিত্র সূত্র.
২০০০
(৪৫তম)
অলকা ইয়াগনিক পুরস্কার বিজয়ী "তাল সে তাল মিলা" তাল [৭১]
অলকা ইয়াগনিক "চাঁদ ছুপা বাদল মেঁ" হাম দিল দে চুকে সনম
কবিতা কৃষ্ণমূর্তি "নিম্বুড়া"
"হাম দিল দে চুকে সনম"
সুনিধি চৌহান "রুকি রুকি" মস্ত
২০০১
(৪৬তম)
অলকা ইয়াগনিক পুরস্কার বিজয়ী "দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে" ধড়কন
অলকা ইয়াগনিক "পাঞ্ছি নদীয়া" রিফিউজি
"হায়ে মেরা দিল" জোশ
প্রীতি ও পিঙ্কি "পিয়া পিয়া" হর দিল জো প্যায়ার করেগা
সুনিধি চৌহান "মেহবুব মেরে" ফিজা
২০০২
(৪৭তম)
অলকা ইয়াগনিক পুরস্কার বিজয়ী "ও রে ছোরি" লগান
অলকা ইয়াগনিক "জানে কিওঁ" দিল চাহতা হ্যায়
"সান সানানা" অশোকা
কবিতা কৃষ্ণমূর্তি "ধীমে ধীমে গাওঁ" জুবেদা
বসুন্ধরা দাস "রাব্বা মেরে রাব্বা" অক্‌স
২০০৩
(৪৮তম)
কবিতা কৃষ্ণমূর্তিশ্রেয়া ঘোষাল পুরস্কার বিজয়ী "ডোলা রে ডোলা" দেবদাস [৭২][৭৩]
অলকা ইয়াগনিক "আপকে প্যায়ার মেঁ" রাজ
"সনম মেরে হামরাজ" হামরাজ
কবিতা কৃষ্ণমূর্তি "মার ডালা" দেবদাস
শ্রেয়া ঘোষাল "ব্যায়রি পিয়া"
২০০৪
(৪৯তম)
শ্রেয়া ঘোষাল পুরস্কার বিজয়ী "জাদু হ্যায় নাশা হ্যায়া" জিসম [৭৪][৭৫]
অলকা ইয়াগনিক "ওড়নি উড় কে" তেরে নাম
"তওবা তুমহারে ইশারে" চলতে চলতে
আলিশা চিনয় "ছোট দিল পে লগি" ইশ্‌ক ভিশ্‌ক
কে. এস. চিত্রা "কোই মিল গয়া" কোই... মিল গয়া
২০০৫
(৫০তম)
অলকা ইয়াগনিক পুরস্কার বিজয়ী "হাম তুম" হাম তুম [৭৬][৭৭]
অলকা ইয়াগনিক "লাল দুপাট্টা" মুঝসে শাদী করোগি
"সাঁওয়ারিয়া" স্বদেশ
সাধনা সরগম "আও না" কিওঁ! হো গয়া না...
সুনিধি চৌহান "ধুম মচালে" ধুম
২০০৬
(৫১তম)
আলিশা চিনয় পুরস্কার বিজয়ী "কাজরা রে" বান্টি অউর বাবলি [৭৮][৭৯]
শ্রেয়া ঘোষাল "আগার তুম মিল যাও" জহর
"পিয়ু বোলে" পরিণীতা
সুনিধি চৌহান "দিদার দে" দস
"ক্যায়সি পহেলি জিন্দগানি" পরিণীতা
২০০৭
(৫২তম)
সুনিধি চৌহান পুরস্কার বিজয়ী "বিড়ি" ওমকারা [৮০][৮১]
অলকা ইয়াগনিক "কভি আলবিদা না কেহনা" কভি আলবিদা না কেহনা
শ্রেয়া ঘোষাল "পল পল হর পল" লাগে রহো মুন্না ভাই
সুনিধি চৌহান "আশিকি মেঁ" ৩৬ চায়না টাউন
"সোনিয়ে" অকসর
২০০৮
(৫৩তম)
শ্রেয়া ঘোষাল পুরস্কার বিজয়ী "বারসো রে" গুরু [৮২][৮৩]
আলিশা চিনয় "ইট্‌স রকিং" ক্যায়া লাভ স্টোরি হ্যায়
শ্রেয়া ঘোষাল "ইয়ে ইশ্‌ক হায়ে" জব উই মেট
সুনিধি চৌহান "আজা নাচলে" আজা নাচলে
"সাজনজি বারি বারি" হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড
২০০৯
(৫৪তম)
শ্রেয়া ঘোষাল পুরস্কার বিজয়ী "তেরি ওর" সিং ইজ কিং [৮৪][৮৫]
অলকা ইয়াগনিক "তু মুসকুরা" যুবরাজ
নেহা ভসিন "কুছ খাস" ফ্যাশন
শিল্পা রাও "খুদা জানে" বাচনা অ্যায় হাসিনো
শ্রুতি পাঠক "মর জাবা" ফ্যাশন
সুনিধি চৌহান "ডান্স পে চান্স" রব নে বানা দি জোড়ি

২০১০-এর দশক

[সম্পাদনা]
বছর গায়িকা গান চলচ্চিত্র সূত্র.
২০১০
(৫৫তম)
কবিতা শেঠ পুরস্কার বিজয়ী "ইকতারা" ওয়েক আপ সিড [৮৬][৮৭]
রেখা ভারদ্বাজ পুরস্কার বিজয়ী "গেন্দা ফুল" দিল্লি-সিক্স
আলিশা চিনয় "তেরা হুনে লাগি হুঁ" আজব প্রেম কি গজব কাহানি
শিল্পা রাও "মুড়ি মুড়ি" পা
শ্রেয়া ঘোষাল "জুবি ডুবি" থ্রি ইডিয়টস
সুনিধি চৌহান "চোর বাজারি" লাভ আজ কাল
২০১১
(৫৬তম)
মমতা শর্মা পুরস্কার বিজয়ী "মুন্নি বদনাম হুয়ি" দাবাং [৮৮][৮৯]
সুনিধি চৌহান পুরস্কার বিজয়ী "শিলা কি জওয়ানি" তিস মার খাঁ
শ্রেয়া ঘোষাল "বাহারা" আই হেট লাভ স্টোরিস
"নূর-এ-খুদা" মাই নেম ইজ খান
সুনিধি চৌহান "উড়ি" গুজারিশ
২০১২
(৫৭তম)
ঊষা উথুপরেখা ভারদ্বাজ পুরস্কার বিজয়ী "ডার্লিং" ৭ খুন মাফ [৯০]
অ্যালিসা মেন্ডোন্সা "খোয়াবোঁ কে পরিন্দে" জিন্দগি না মিলেগি দোবারা
শ্রেয়া ঘোষাল "তেরি মেরি" বডিগার্ড
"সাইবো" শোর ইন দ্য সিটি
হর্ষদীপ কৌর "কাতিয়া কারুঁ" রকস্টার
২০১৩
(৫৮তম)
শাল্মলী খোলগড়ে পুরস্কার বিজয়ী "পরেশান" ইশকজাদে [৯১]
কবিতা শেঠ "তুমহি হো বন্ধু" ককটেল
নীতি মোহন "জিয়া রে" জব তক হ্যায় জান
শ্রেয়া ঘোষাল "চিকনি চামেলি" অগ্নিপথ
"সাঁস" জব তক হ্যায় জান
২০১৪
(৫৯তম)
মোনালি ঠাকুর পুরস্কার বিজয়ী "সওয়ার লুঁ" লুটেরা [৯২]
চিন্ময়ী শ্রীপদা "তিতলি" চেন্নাই এক্সপ্রেস
শাল্মলী খোলগড়ে "বালাম পিচকারি" ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
শ্রেয়া ঘোষাল "সুন রহা হ্যায়" আশিকি ২
"নাগাড়া সঙ্গ ঢোল" গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা
২০১৫
(৬০তম)
কনিকা কাপুর পুরস্কার বিজয়ী "বেবি ডল" রাগিণী এমএমএস ২ [৯৩]
রেখা ভারদ্বাজ "হামরি আটারিয়া পে" ডেঢ় ইশ্‌কিয়া
জ্যোতি ও সুলতানা নূরন "পটাকা গুড্ডি" হাইওয়ে
শ্রেয়া ঘোষাল "মনওয়া লাগে" হ্যাপি নিউ ইয়ার
সোনা মহাপাত্র "নয়না" খুবসুরত
২০১৬
(৬১তম)
শ্রেয়া ঘোষাল পুরস্কার বিজয়ী "দিওয়ানি মস্তানি" বাজিরাও মস্তানি [৯৪]
অলকা ইয়াগনিক "আগার তুম সাথ হো" তামাশা
অনুষা মণি "গুলাবো" শানদার
মোনালি ঠাকুর "মোহ মোহ কে দাগে" দম লগা কে হইশা
পলক মুছল "প্রেম রতন ধন পায়ো" প্রেম রতন ধন পায়ো
প্রিয়া সরৈয়া "সুন সাথিয়া" এবিসিডি ২
২০১৭
(৬২তম)
নেহা ভসিন পুরস্কার বিজয়ী "জগ ঘুমেয়া" সুলতান [৯৫]
জোনিতা গান্ধী "দ্য ব্রেকআপ সং" অ্যায় দিল হ্যায় মুশকিল
কনিকা কাপুর "দা দা দসসে" উড়তা পাঞ্জাব
নীতি মোহন "স আসমান" বার বার দেখো
পলক মুছল "কৌন তুঝে" এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি
কুরাত-উল-আইন বালুচ "কারি কারি" পিঙ্ক
২০১৮
(৬৩তম)
মেঘনা মিশ্র পুরস্কার বিজয়ী "নাচদি ফিরা" সিক্রেট সুপারস্টার [৯৬]
মোনালি ঠাকুর "খোল দে বাহে" মেরি প্যায়ারি বিন্দু
নিখিতা গান্ধী "ঘর" জব হ্যারি মেট সেজল
রঙ্কিণী গুপ্তা "রফু" তুমহারি সুলু
শাশা তিরুপতি "কানহা" শুভ মঙ্গল সাবধান
শ্রেয়া ঘোষাল "থোড়ি দের" হাফ গার্লফ্রেন্ড
২০১৯
(৬৪তম)
শ্রেয়া ঘোষাল পুরস্কার বিজয়ী "ঘুমর" পদ্মাবত [৯৭]
হর্ষদীপ কৌর, বিভা সরফ "দিলবারো" রাজি
জোনিতা গান্ধী "আহিস্তা" লায়লা মজনু
রঙ্কিণী গুপ্তা "ছাব লগা" সুই দাগা
সুনিধি চৌহান "অ্যায় ওয়াতন" রাজি
"মনওয়া" অক্টোবর

২০২০-এর দশক

[সম্পাদনা]
বছর গায়িকা গান চলচ্চিত্র সূত্র.
২০২০
(৬৫তম)
শিল্পা রাও পুরস্কার বিজয়ী "ঘুঙরু" ওয়ার [৯৮][৯৯]
নেহা ভসিন "চাশনি" ভারত
পরম্পরা ঠাকুর "মেরে সোহনেয়া" কবির সিং
শ্রেয়া ঘোষাল "ইয়ে আয়না" কবির সিং
শ্রেয়া ঘোষালবৈশালি মাডে "ঘর মোরে পরদেশিয়া" কলঙ্ক
সোনা মহাপাত্রজ্যোতিকা টাংরি "বেবি গোল্ড" ষাণ্ড কি আঁখ
২০২১
(৬৬তম)
আসিস কৌর পুরস্কার বিজয়ী "হুয়ি মলং" মলং [১০০][১০১]
অন্তরা মিত্র "মেহরমা" লাভ আজ কাল
পলক মুছল "মন কী ডোরি (নারী)" গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল
শ্রদ্ধা মিশ্র "মর যায়েঁ হাম" শিকারা
সুনিধি চৌহান "পাস নহি তো ফেল" শকুন্তলা দেবী
২০২২
(৬৭তম)
আসিস কৌর পুরস্কার বিজয়ী "রাতাঁ লাম্বিয়াঁ" শেরশাহ [১০২][১০৩]
আসিস কৌর "লকিরাঁ" হাসিন দিলরুবা
নেহা কক্কর "মতলবি ইয়ারিয়াঁ" দ্য গার্ল অন দ্য ট্রেন
প্রিয়া সরৈয়া "কল্লে কল্লে" চণ্ডীগঢ় করে আশিকি
শ্রেয়া ঘোষাল "চকা চক" অতরঙ্গি রে
"পরম সুন্দরী" মিমি
২০২৩
(৬৮তম)
কবিতা শেঠ পুরস্কার বিজয়ী "রঙ্গিসারি" জুগজুগ জিয়ো [১০৪][১০৫]
জাহ্নবী শ্রীমঙ্কর "ঢোলিডা" গঙ্গুবাই কাঠিয়াওয়াডি
জোনিতা গান্ধী "দেবা দেবা" ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা
শিল্পা রাও "তেরে হাওয়ালে" লাল সিং চড্ডা
শ্রেয়া ঘোষাল "জব সাইয়াঁ" গঙ্গুবাই কাঠিয়াওয়াডি
২০২৪
(৬৯তম)
শিল্পা রাও পুরস্কার বিজয়ী "বেশরম রং" পাঠান [১০৬][১০৭]
দীপ্তি সুরেশ "আরারারি রারো" জাওয়ান
শিল্পা রাও "চলেয়া"
শ্রেয়া ঘোষাল "তুম ক্যায়া মিলে" রকি অউর রানি কি প্রেম কাহানি
"ভে কমলেয়া"

জয় ও মনোনয়নের পরিসংখ্যান

[সম্পাদনা]

একাধিকবার বিজয়ী

[সম্পাদনা]
সংখ্যা বিজয়ী
অলকা ইয়াগনিক
আশা ভোঁসলে
শ্রেয়া ঘোষাল
লতা মঙ্গেশকর
অনুরাধা পাড়োয়াল
কবিতা কৃষ্ণমূর্তি
সুনিধি চৌহান
রেখা ভারদ্বাজ

একাধিকবার মনোনীত

[সম্পাদনা]
সংখ্যা মনোনীত
৩৭ অলকা ইয়াগনিক
২৯ শ্রেয়া ঘোষাল
২০ আশা ভোঁসলে
১৯ লতা মঙ্গেশকর
১৮ কবিতা কৃষ্ণমূর্তি
১৭ সুনিধি চৌহান
১১ অনুরাধা পৌডওয়াল
আলিশা চিনয়
শিল্পা রাও
হেমলতা
শারদা রাজন আয়ঙ্গর
সালমা আঘা
ঊষা উথুপ
জোনিতা গান্ধী

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Filmfare Flashback: Super Performers"ফিল্মফেয়ার। ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া। ১১ জানুয়ারি ২০১৮। ১৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Seventh Annual 'Filmfare' Awards: Full List of Nominations" (পিডিএফ)ফিল্মফেয়ার। ২৬ ফেব্রুয়ারি ১৯৬০। ২৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "The Winners: Results of the Seventh Annual "Filmfare" Awards" (পিডিএফ)ফিল্মফেয়ার। ১১ মার্চ ১৯৬০। ২ এপ্রিল ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০ 
  4. ভারতন, রাজু (১৪ এপ্রিল ২০১৪)। Naushadnama: The Life and Music of Naushad। হে হাউজ। আইএসবিএন 978-9-381-39863-0 
  5. একবাল, নিখত (২০০৯)। Great Muslims of Undivided India। জ্ঞান পাবলিশিং হাউজ। পৃষ্ঠা ২৫। আইএসবিএন 978-8-178-35756-0 
  6. "The Filmfare Awards Nominations – 1962"দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "The Filmfare Awards Winners – 1962"দ্য টাইমস গ্রুপ। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. "The Filmfare Awards Nominations – 1963"দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  9. "The Filmfare Awards Winners – 1963"দ্য টাইমস গ্রুপ। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. "The Filmfare Awards Nominations – 1964"দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  11. "The Filmfare Awards Winners – 1964"দ্য টাইমস গ্রুপ। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  12. "The Filmfare Awards Nominations – 1965"দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  13. "The Filmfare Awards Winners – 1965"দ্য টাইমস গ্রুপ। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  14. "The Filmfare Awards Nominations – 1966"দ্য টাইমস গ্রুপ। ২৩ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  15. "The Filmfare Awards Winners – 1966"দ্য টাইমস গ্রুপ। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  16. "The Filmfare Awards Nominations – 1967"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  17. "The Filmfare Awards Winners – 1967"দ্য টাইমস গ্রুপ। ৮ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  18. "The Filmfare Awards Nominations – 1968"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  19. "The Filmfare Awards Winners – 1968"দ্য টাইমস গ্রুপ। ৮ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  20. প্রেমচাঁদ, মানেক (২৭ ডিসেম্বর ২০১৮)। Yesterday's Melodies Today's Memories। নোশন প্রেস। আইএসবিএন 978-1-644-29877-0 
  21. "The Filmfare Awards Winners – 1969"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  22. "The Filmfare Awards Nominations – 1970"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  23. "The Filmfare Awards Winners – 1970"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  24. "The Filmfare Awards Nominations – 1971"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  25. "The Filmfare Awards Winners – 1971"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  26. "The Filmfare Awards Nominations – 1972"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  27. "The Filmfare Awards Winners – 1972"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  28. "The Filmfare Awards Nominations – 1973"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  29. "The Filmfare Awards Winners – 1973"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  30. "The Filmfare Awards Nominations – 1974"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  31. "The Filmfare Awards Winners – 1974"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  32. "The Filmfare Awards Nominations – 1975"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  33. "The Filmfare Awards Winners – 1975"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  34. "The Filmfare Awards Nominations – 1976"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  35. "The Filmfare Awards Winners – 1976"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  36. "The Filmfare Awards Nominations – 1977"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  37. "The Filmfare Awards Winners – 1977"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  38. "The Filmfare Awards Nominations – 1978"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  39. "The Filmfare Awards Winners – 1978"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  40. "The Filmfare Awards Nominations – 1979"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  41. "The Filmfare Awards Winners – 1979"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  42. "The Filmfare Awards Nominations – 1980"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  43. "The Filmfare Awards Winners – 1980"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  44. কুমার, গিরিজেশ; সিং, শিবেন্দ্র কুমার (২০১৯)। Raaggiri (হিন্দি ভাষায়)। প্রভাত প্রকাশনআইএসবিএন 978-9-353-22507-0 
  45. "The Filmfare Awards Winners – 1981"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  46. "The Filmfare Awards Nominations – 1982"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  47. "The Filmfare Awards Winners – 1982"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  48. "The Filmfare Awards Nominations – 1983"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  49. "The Filmfare Awards Winners – 1983"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  50. "The Filmfare Awards Nominations – 1984"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  51. "The Filmfare Awards Winners – 1984"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  52. "The Filmfare Awards Nominations – 1985"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  53. "The Filmfare Awards Winners – 1985"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  54. "The Filmfare Awards Nominations – 1988"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  55. "The Filmfare Awards Winners – 1988"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  56. "The Filmfare Awards Nominations – 1989"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  57. "The Filmfare Awards Winners – 1989"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  58. "The Filmfare Awards Nominations – 1990"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  59. "The Filmfare Awards Winners – 1990"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  60. "The Filmfare Awards Nominations – 1991"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  61. "The Filmfare Awards Winners – 1991"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  62. "The Filmfare Awards Nominations – 1992"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  63. "The Filmfare Awards Winners – 1992"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  64. "The Filmfare Awards Nominations – 1993"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  65. "The Filmfare Awards Winners – 1993"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  66. "The Filmfare Awards Nominations – 1994"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  67. "The Filmfare Awards Winners – 1994"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  68. "The Filmfare Awards Nominations – 1995"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  69. "The Filmfare Awards Winners – 1995"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  70. "The Filmfare Awards Winners – 1996"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  71. "Filmfare Awards Winners From 1953 to 2020"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  72. "The Filmfare Awards Nominees – 2002"দ্য টাইমস গ্রুপ। ১৮ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  73. "The Filmfare Awards Winners – 2002"দ্য টাইমস গ্রুপ। ১৮ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  74. "Nominees for the 49th Manikchand Filmfare Awards 2003"দ্য টাইমস গ্রুপ। ২২ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  75. "Winners of the 49th Manikchand Filmfare Awards"দ্য টাইমস গ্রুপ। ১৮ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  76. "Nominees of 50th Filmfare Awards"দ্য টাইমস গ্রুপ। ২০ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  77. "Winners of 50th Filmfare Awards"দ্য টাইমস গ্রুপ। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  78. "Nominees of 51st Fair One Filmfare Awards"দ্য টাইমস গ্রুপ। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  79. "Filmfare Awards Winners 2006: Complete list of winners of Filmfare Awards 2006"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  80. "Nominations for the 52nd Filmfare Awards"বলিউড হাঙ্গামা। ৮ ফেব্রুয়ারি ২০০৭। ১০ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  81. "52nd FairOne Filmfare Awards 2006 winners"বলিউড হাঙ্গামা। ৬ মার্চ ২০০৭। ৬ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  82. "Nominees - 53rd Annual Filmfare Awards"বলিউড হাঙ্গামা। ৬ ফেব্রুয়ারি ২০০৮। ২৩ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  83. "Winners of 53rd Annual Filmfare Awards"বলিউড হাঙ্গামা। ২৩ ফেব্রুয়ারি ২০০৮। ২২ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  84. "54th Idea Filmfare Awards 2008 nominations"নিউজএইটিন (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  85. মলহোত্রা, অমিত (২৮ ফেব্রুয়ারি ২০০৯)। "54th Filmfare Awards 2009 Winners"দেসি ব্লিট্‌জ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  86. "Nominations for 55th Idea Filmfare Awards 2009"বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ১১ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  87. ""3 Idiots" shines at 55th Filmfare Awards"দ্য ডেইলি স্টার। ২ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  88. "Nominations for 56th Filmfare Awards 2010"বলিউড হাঙ্গামা। ১৪ জানুয়ারি ২০১১। ১৭ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  89. "Winners of 56th Filmfare Awards 2011"বলিউড হাঙ্গামা। ২৯ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  90. "Filmfare Awards 2011 Winners"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ৩১ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  91. ভূষণ, ন্যায় (২১ জানুয়ারি ২০১২)। "'Barfi!' Sweeps India's Filmfare Awards"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  92. "59th Idea Filmfare Awards 2013: Complete list of winners"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  93. "60th Britannia Filmfare Awards 2014: Winners"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১ 
  94. "Full list of winners of the 61st Britannia Filmfare Awards"ফিল্মফেয়ার। ১৫ জানুয়ারি ২০১৬। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১ 
  95. "62nd Filmfare Awards 2017: Complete winners' list"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  96. "Filmfare Awards 2018 Nominations | 63rd Filmfare Awards 2018"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  97. "Filmfare Award 2019 Winners - List of Filmfare Award Winners"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  98. "Filmfare Awards 2020 Nominations | 65th Filmfare Awards 2020"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  99. "Winners of 65th Amazon Filmfare Awards 2020"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  100. "Nominations For The 66th Vimal Elaichi Filmfare Awards 2021"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  101. "Winners of the 66th Vimal Elaichi Filmfare Awards 2021"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  102. "Nominations for 67thWolf777news Filmfare Awards 2022"ফিল্মফেয়ার। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  103. "Winners of 67thWolf777news Filmfare Awards 2022"ফিল্মফেয়ার। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  104. "Nominations For The 68th Hyundai Filmfare Awards 2023 With Maharashtra Tourism"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  105. "Winners of the 68th Hyundai Filmfare Awards 2023"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ২৮ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  106. "Nominations for the 69th Hyundai Filmfare Awards 2024 with Gujarat Tourism: Full list out"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  107. "Shah Rukh Khan, Ranbir Kapoor vie for Best Actor award; Alia Bhatt, Deepika Padukone contend for Best Actress"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]