শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে স্ক্রিন পুরস্কার | |
---|---|
বিবরণ | শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পীর পুরস্কার |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ডায়মন্ড পিকচার্স |
প্রথম পুরস্কৃত | ১৯৯৫ (১৯৯৪-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৯-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | শ্রেয়া ঘোষাল (কলঙ্ক (২০১৯)-এর জন্য) |
ওয়েবসাইট | screenindia |
শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে স্ক্রিন পুরস্কার হল ভারতীয় বলিউড চলচ্চিত্র শিল্পে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য প্রদত্ত বার্ষিক পুরস্কার। ১৯৯৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রতি বছরের জানুয়ারি মাসে এর পূর্ববর্তী বছরের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার ঘোষিত হয়। কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক ও সুনিধি চৌহান দুইবার করে এই পুরস্কার লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী শ্রেয়া ঘোষাল কলঙ্ক (২০১৮) চলচ্চিত্রের "ঘর মোরে পরদেশিয়া" গানে কণ্ঠ দিয়ে এই পুরস্কার-সহ সর্বাধিক সাতবার এই পুরস্কার লাভ করেন।
বছর | গীতিকার | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
১৯৯৪ | লতা মঙ্গেশকর | হাম আপকে হ্যাঁয় কৌন..! | "মায়ি নি মায়ি" | [১] |
১৯৯৫ | অলকা ইয়াগনিক | হকীকত | "দিল নে দিল সে" | |
১৯৯৬ | কবিতা কৃষ্ণমূর্তি | খামোশী: দ্য মিউজিক্যাল | "আজ ম্যাঁয় উপর" | |
১৯৯৭ | কে. এস. চিত্রা | বিরাসত | "পায়েলে ছুঁ মুন" | |
১৯৯৮ | জসপিন্দর নারুলা | প্যায়ার তো হোনা হি থা | "প্যায়ার তো হোনা হি থা" | |
১৯৯৯ | কবিতা কৃষ্ণমূর্তি | হাম দিল দে চুকে সনম | "হাম দিল দে চুকে সনম" |
বছর | নেপথ্য কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
২০০০ | অলকা ইয়াগনিক | রিফিউজি | "পঞ্চি নাড়িয়া" | [১] |
২০০১ | আশা ভোঁসলে | লগান | "রাধা ক্যায়সে না জলে" | |
২০০২ | সাধনা সরগম | সাথিয়া | "চুপকে সে" | |
২০০৩ | শ্রেয়া ঘোষাল | জিস্ম | "জাদু হ্যায় নাশা হ্যায়" | |
২০০৪ | সুনিধি চৌহান | চামেলি | "সাজনা ভে সাজনা" | |
২০০৫ | শ্রেয়া ঘোষাল | পরিণীতা | "পিয়ু বলে" | |
২০০৬ | সুনিধি চৌহান | ওমকারা | "বিড়ি জালাইয়ে" | |
২০০৭ | শ্রেয়া ঘোষাল | গুরু | "বারসো রে" | |
২০০৮ | শিল্পা রাও | বাচনা অ্যায় হাসিনো | "খুদা জানে" | |
২০০৯ | কবিতা শেঠ | ওয়েক আপ সিড | "ইকতারা" | [২] |
বছর | নেপথ্য কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | মমতা শর্মা | দাবাং | "মুন্নি বদনাম হুই" | [৩] [৪] |
শ্রেয়া ঘোষাল | আই হেট লাভ স্টোরিজ | "বাহারা" | ||
শ্রেয়া ঘোষাল | মাই নেম ইজ খান | "নূর-এ-খুদা" | ||
২০১১ | শ্রেয়া ঘোষাল | দ্য ডার্টি পিকচার | "ও লা লা" | [৫] |
২০১২ | শাল্মলী খোলগাড়ে | ইশাকজাদে | "পারেশান" | [৬][৭] |
২০১৩ | শ্রেয়া ঘোষাল | আশিকি ২ | "সুন রাহা হ্যায়" | [৮] |
২০১৪ | জ্যোতি নুরান ও সুলতানা নুরান | হাইওয়ে | "পটাকা গুড্ডি" | [৯] |
২০১৫ | মোনালি ঠাকুর | দম লাগা কে হাইশা | "মোহ মোহ কে ধাগে" | [১০] |
২০১৬ | পলক মুছল | এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি | "কৌন তুঝে" | [১১] |
২০১৭ | শাশা তিরুপতি | শুভ মঙ্গল সাবধান | "কানহা" | [১২] [১৩] |
২০১৮ | হর্ষদীপ কৌর | রাজি ও মনমর্জিয়া | "অ্যায় ওয়াতন" ও "চোঁচ লাড়িয়াঁ" | [১৪] |
২০১৯ | শ্রেয়া ঘোষাল | কলঙ্ক | "ঘর মোরে পরদেশিয়া" | [১৫] |