শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে জি সিনে পুরস্কার | |
---|---|
বিবরণ | সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ নৃত্য পরিচালকদের জন্য |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস |
প্রথম পুরস্কৃত | ১৯৯৮ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
বর্তমানে আধৃত | বস্কো-সিজার (পাঠান) |
ওয়েবসাইট | zeecineawards |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে জি সিনে পুরস্কার হল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। সমালোচকদের ভোটে এই পুরস্কারের বিজয়ী নির্ধারিত হয়ে থাকে। ১৯৯৮ সালের আয়োজন থেকে জি সিনে পুরস্কারের অংশ হিসেবে বলিউডের সেরা নৃত্য পরিচালকদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০০৯ ও ২০১০, ২০১৫ সালে এই পুরস্কার আয়োজিত হয়নি। ২০২১ ও ২০২২ সালে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে এই পুরস্কার আয়োজিত হয়নি।
এই বিভাগে প্রথম বিজয়ী শ্যামক দাবর দিল তো পাগল হ্যায় (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন। গণেশ আচার্য, ফারাহ খান ও বস্কো-সিজার সর্বাধিক তিনবার করে এই পুরস্কার অর্জন করেন। এছাড়া সরোজ খান দুইবার এই পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী বস্কো-সিজার পাঠান (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন।
বছর (আয়োজন) |
নৃত্য পরিচালক | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
১৯৯৭ (১ম) |
শ্যামক দাবর | দিল তো পাগল হ্যায় | [১] [২] | |
নিমেশ ভট্ট | হামেশা | |||
ফারাহ খান | বিরাসত | |||
রেখা প্রকাশ | গুপ্ত: দ্য হিডেন ট্রুথ | |||
রোশন কুমারী | সরদারী বেগম | |||
১৯৯৮ (২য়) |
প্রদান করা হয়নি | |||
১৯৯৯ (৩য়) |
সরোজ খান | "নিম্বুড়া" | হাম দিল দে চুকে সনম | [৩] |
জয় বোরাদে | "মাইয়া যশোদা" | হাম সাথ-সাথ হ্যাঁয় | ||
বৈভবী মার্চেন্ট | "আঁখোঁ কি গুস্তাকিয়াঁ" | হাম দিল দে চুকে সনম | ||
শ্যামক দাবর | "কাহিঁ আগ লাগে" | তাল | ||
সামির তান্না-অর্ষ তান্না | "ঢোলি তারো ঢোল বাজে" | হাম দিল দে চুকে সনম |
বছর (আয়োজন) |
নৃত্য পরিচালক | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
২০০০ (৪র্থ) |
প্রদান করা হয়নি | |||
২০০১ (৫ম) |
প্রদান করা হয়নি | |||
২০০২ (৬ষ্ঠ) |
সরোজ খান | "মার ডালা" | দেবদাস | [৪] |
গণেশ হেগড়ে | "খাল্লাস" | কোম্পানি | ||
পীযূষ | "সাথিয়া" | সাথিয়া | ||
ফারাহ খান | "ইশ্ক কমিনা" | শক্তি: দ্য পাওয়ার | ||
সরোজ খান | "ডোলা রে" | দেবদাস | ||
২০০৩ (৭ম) |
গণেশ হেগড়ে | "ইট্স ম্যাজিক" | কোই... মিল গয়া | [৫] |
ফারাহ খান | "প্রিটি ওম্যান" | কাল হো না হো | ||
বৈভবী মার্চেন্ট | "শহর কা জাদু" | মুম্বই সে আয়া মেরা দোস্ত | ||
রাজু খান | "ডিং ডং" | কুছ তো হ্যায় | ||
রেমো ডি'সুজা | "মেহেরবান" | তহজিব | ||
২০০৪ (৮ম) |
রাজু সুন্দরম | "প্যায়ার মেঁ সব উলঝায়ে" | কিউঁ! হো গয়া না... | [৬] |
২০০৫ (৯ম) |
বৈভবী মার্চেন্ট | "কাজরা রে" | বান্টি অউর বাবলি | [৭] |
ফারাহ খান | "কাঙ্গনা রে" | পহেলি | ||
বস্কো-সিজার | "দস বাহানে" | দস | ||
শ্যামক দাবর | "নাচ বালিয়ে" | বান্টি অউর বাবলি | ||
হাওয়ার্ড রোজমেয়ার | "ক্যায়সি পহেলি" | পরিণীতা | ||
২০০৬ (১০ম) |
গণেশ আচার্য | "বিড়ি জালাইলে" | ওমকারা | [৮] |
গণেশ আচার্য | "মস্তি কা পাঠশালা" | রং দে বাসন্তী | ||
গণেশ হেগড়ে | "ম্যাঁয় হুঁ ডন" | ডন: দ্যা চেজ বিগিন্স এগেইন | ||
ফারাহ খান | "রক 'এন' রোল সোনিয়ে" | কাভি আলবিদা না কেহনা | ||
শ্যামক দাবর | "ধুম অ্যাগেইন" | ধুম ২ | ||
২০০৭ (১১তম) |
ফারাহ খান | "ওম শান্তি ওম" | ওম শান্তি ওম | [৯] |
২০০৮ (–) |
আয়োজিত হয়নি | |||
২০০৯ (–) |
আয়োজিত হয়নি |
বছর (আয়োজন) |
নৃত্য পরিচালক | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
২০১০ (১২তম) |
ফারাহ খান | "শিলা কি জওয়ানি" | তিস মার খাঁ | [১০] |
২০১১ (১৩তম) |
পনি বর্মা | "ও লা লা" | দ্য ডার্টি পিকচার | [১১] |
২০১২ (১৪তম) |
গণেশ আচার্য | "চিকনি চামেলি" | অগ্নিপথ | [১২] |
২০১৩ (১৫তম) |
রেমো ডি'সুজা | "বদতমিজ দিল" | ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি | [১৩] |
গণেশ আচার্য | "রামজি কি চাল" | গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা | ||
বস্কো-সিজার | "দাতিং নাচ" | ফাটা পোস্টার নিখলা হিরো | ||
বিষ্ণু দেব | "গান্দি বাত" | আর...রাজকুমার | ||
বৈভবী মার্চেন্ট | "কামলি" | ধুম ৩ | ||
রাজু সুন্দরম | "ওয়ান টু থ্রি ফোর গেট অন দ্য ড্যান্স ফ্লোর" | চেন্নাই এক্সপ্রেস | ||
২০১৪ (–) |
আয়োজিত হয়নি | |||
২০১৫ (১৬তম) |
গণেশ আচার্য | "মালহারি" | বাজীরাও মাস্তানী | [১৪] |
পণ্ডিত বিরজু মহারাজ | "মোহে রঙ দো লাল" | বাজীরাও মাস্তানী | ||
রেমো ডি'সুজা, সুরেশ মুকুন্দ, ভের্নন মন্টেইরো | "বেজুবাঁ" | এবিসিডি ২ | ||
রেমো ডি'সুজা | "দিওয়ানি মস্তানি" | বাজীরাও মাস্তানী | ||
রেমো ডি'সুজা | "পিঙ্গা" | |||
২০১৬ (১৭তম) |
বস্কো-সিজার | "কালা চশমা" | বার বার দেখো | [১৫] [১৬] |
বৈভবী মার্চেন্ট | "জগ ঘুমেয়া" | সুলতান | ||
"জবরা ফ্যান" | ফ্যান | |||
"সুলতান" | সুলতান | |||
ফারাহ খান | "বেবি কো বেজ পসন্দ হ্যায়" | |||
২০১৭ (১৮তম) |
বিজয় গাঙ্গুলী, রুয়েল দৌসান বৃন্দানী | "গলতি সে মিসটেক" | জগ্গা জাসুস | [১৭] |
গণেশ আচার্য | "চলতি হ্যায় ক্যায় ৯ সে ১২" | জুড়ওয়া ২ | ||
বস্কো-সিজার | "তাম্মা তাম্মা" | বদ্রীনাথ কি দুলহনিয়া | ||
"তু চিজ বাড়ি" | মেশিন | |||
"সুইটি তেরা ড্রামা" | বরেলি কি বরফি | |||
শ্যামক দাবর | "উল্লু কা পাট্টা" | জগ্গা জাসুস | ||
২০১৮ (১৯তম) |
জ্যোতি ডি. তোমার, কৃতি মহেশ মিদ্যা | "ঘুমর" | পদ্মাবত | [১৮] |
২০১৯ (২০তম) |
বস্কো-সিজার | "জয় জয় শিব শঙ্কর" | ওয়ার | [১৯] |
বছর (আয়োজন) |
নৃত্য পরিচালক | গান | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|---|
২০২০ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | |||
২০২১ (–) |
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয়নি | |||
২০২২ (২১তম) |
বস্কো-সিজার | "ভুল ভুলাইয়া | ভুল ভুলাইয়া ২ | [২০] |
২০২৩ (২২তম) |
বস্কো-সিজার | "ঝুমে জো পাঠান" | পাঠান | [২১] |
জয় | নৃত্য পরিচালক |
---|---|
৩ | গণেশ আচার্য |
ফারাহ খান | |
বস্কো-সিজার | |
২ | সরোজ খান |