শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) | |
---|---|
বিবরণ | শ্রেষ্ঠ পরিচালনায় অবদানের জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | চলচ্চিত্র উৎসব অধিদপ্তর |
পুরস্কার | ₹ ২৫০,০০০ |
প্রথম পুরস্কৃত | ১৯৬৮ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বর্তমানে আধৃত | জয়রাজ ভয়ংকরম (২০১৭) |
ওয়েবসাইট | dff |
শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) হল ভারতের চলচ্চিত্র পরিচালকদের জন্য সর্বোচ্চ সম্মানিত পুরস্কার। এটি একটি স্বর্ণ কমল পুরস্কার যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে ১৯৬৮ সাল থেকে ভারত সরকার প্রদান করে আসছে।
১৯৬৮ সালে ১৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার চিড়িয়াখানা চলচ্চিত্রের জন্য প্রথম এই পুরস্কার অর্জন করেন এবং তিনি সর্বাধিক ছয়বার এই পুরস্কার অর্জন করেন। মালয়ালম ভাষার চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণ পাঁচবার, বাংলা ও হিন্দি ভাষার চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন চারবার, মালয়ালম ভাষার চলচ্চিত্র পরিচালক গোবিন্দ অরভিন্দ তিনবার, এবং বাঙালি চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত ও ঋতুপর্ণ ঘোষ দুইবার করে এই পুরস্কার লাভ করেন।
সময়কাল | পুরস্কার |
---|---|
১৯৬৭ (১৫তম) - ১৯৭২ (২০তম) | প্লাক ও ₹ ৫,০০০ |
১৯৭৩ (২১তম) - ১৯৮৬ (৩৪তম) | রজত কমল ও ₹ ২০,০০০ |
১৯৮৭ (৩৫তম) | স্বর্ণ কমল ও ₹ ২৫,০০০ |
১৯৮৮ (৩৬তম) - ২০০৫ (৫৩তম) | স্বর্ণ কমল ও ₹ ৫০,০০০ |
২০০৬ (৫৪তম) - বর্তমান | স্বর্ণ কমল ও ₹ ২৫০,০০০ |
বছর (আয়োজন) |
পরিচালক | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|
১৯৬৭ (১৫তম) | সত্যজিৎ রায় | চিড়িয়াখানা | বাংলা | [১] |
১৯৬৮ (১৬তম) | সত্যজিৎ রায় | গুপী গাইন বাঘা বাইন | বাংলা | [২] |
১৯৬৯ (১৭তম) | মৃণাল সেন | ভুবন সোম | হিন্দি | [৩] |
১৯৭০ (১৮তম) | সত্যজিৎ রায় | প্রতিদ্বন্দ্বী | বাংলা | [৪] |
১৯৭১ (১৯তম) | গিরিশ কর্নদ বি. ভি. করন্থ |
ভস্ম বৃক্ষ | কন্নড় | [৫] |
১৯৭২ (২০তম) | আদুর গোপালকৃষ্ণন | স্বয়ংবর | মালয়ালম | [৬] |
১৯৭৩ (২১তম) | মনি কৌল | দুভিদা | হিন্দি | [৭] |
১৯৭৪ (২২তম) | সত্যজিৎ রায় | সোনার কেল্লা | বাংলা | [৮] |
১৯৭৫ (২৩তম) | সত্যজিৎ রায় | জন অরণ্য | বাংলা | [৯] |
১৯৭৬ (২৪তম) | বি. লঙ্কেশ | পল্লবী | কন্নড় | [১০] |
১৯৭৭ (২৫তম) | গোবিন্দ অরভিন্দ | কাঞ্চনা সীতা | মালয়ালম | [১১] |
১৯৭৮ (২৬তম) | গোবিন্দ অরভিন্দ | থাম্পু | মালয়ালম | [১২] |
১৯৭৯ (২৭তম) | মৃণাল সেন | একদিন প্রতিদিন | বাংলা | [১৩] |
বছর (আয়োজন) |
পরিচালক | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|
১৯৮০ (২৮তম) | মৃণাল সেন | অকালের সন্ধানে | বাংলা | [১৪] |
১৯৮১ (২৯তম) | অপর্ণা সেন | ৩৬ চৌরঙ্গী লেন | ইংরেজি | [১৫] |
১৯৮২ (৩০তম) | উৎপলেন্দু চক্রবর্তী | চোখ | বাংলা | [১৬] |
১৯৮৩ (৩১তম) | মৃণাল সেন | খানদার | হিন্দি | [১৭] |
১৯৮৪ (৩২তম) | আদুর গোপালকৃষ্ণন | মুখামুখাম | মালয়ালম | [১৮] |
১৯৮৫ (৩৩তম) | শ্যাম বেনেগাল | ত্রিকাল | হিন্দি | [১৯] |
১৯৮৬ (৩৪তম) | গোবিন্দ অরভিন্দ | অরিদাথু | মালয়ালম | [২০] |
১৯৮৭ (৩৫তম) | আদুর গোপালকৃষ্ণন | অনন্তরম | মালয়ালম | [২১] |
১৯৮৮ (৩৬তম) | শাজি এন. করুণ | পিরভি | মালয়ালম | [২২] |
১৯৮৯ (৩৭তম) | আদুর গোপালকৃষ্ণন | মাথিলুকাল | মালয়ালম | [২৩] |
বছর (আয়োজন) |
পরিচালক | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ (৩৮তম) | তপন সিংহ | এক ডক্টর কি মউত | হিন্দি | [২৪] |
১৯৯১ (৩৯তম) | সত্যজিৎ রায় | আগন্তুক | বাংলা | [২৫] |
১৯৯২ (৪০তম) | গৌতম ঘোষ | পদ্মা নদীর মাঝি | বাংলা | [২৬] |
১৯৯৩ (৪১তম) | টি. ভি. চন্দ্র | পন্থান মাদা | মালয়ালম | [২৭] |
১৯৯৪ (৪২তম) | জাহ্নু বড়ুয়া | সাগরলয় বহুদূর | অসমীয়া | [২৮] |
১৯৯৫ (৪৩তম) | সাঈদ আখতার মির্জা | নাসিম | হিন্দি | [২৯] |
১৯৯৬ (৪৪তম) | আগাথিয়া | কাধাল কোত্তাই | তামিল | [৩০] |
১৯৯৭ (৪৫তম) | জয়রাজ | কালিইয়াত্তম | মালয়ালম | [৩১] |
১৯৯৮ (৪৬তম) | রাজিবনাথ | জননী | মালয়ালম | [৩২] |
১৯৯৯ (৪৭তম) | বুদ্ধদেব দাশগুপ্ত | উত্তরা | বাংলা | [৩৩] |
বছর (আয়োজন) |
পরিচালক | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|
২০০০ (৪৮তম) | ঋতুপর্ণ ঘোষ | উৎসব | বাংলা | [৩৪] |
২০০১ (৪৯তম) | ভিমসিংহ লেনিন | অরুকু নুরুপের | তামিল | [৩৫] |
২০০২ (৫০তম) | অপর্ণা সেন | মিস্টার অ্যান্ড মিসেন আইয়ার | ইংরেজি | [৩৬] |
২০০৩ (৫১তম) | গৌতম ঘোষ | আবার অরণ্যে | বাংলা | [৩৭] |
২০০৪ (৫২তম) | বুদ্ধদেব দাশগুপ্ত | স্বপ্নের দিন | বাংলা | [৩৮] |
২০০৫ (৫৩তম) | রাহুল ধোলাকিয়া | পরজানিয়া | ইংরেজি | [৩৯] |
২০০৬ (৫৪তম) | মধুর ভন্ডারকর | ট্রাফিক সিগন্যাল | হিন্দি | [৪০] |
২০০৭ (৫৫তম) | আদুর গোপালকৃষ্ণন | নালু পেন্নুনগাম | মালয়ালম | [৪১] |
২০০৮ (৫৬তম) | বালা | নাল কাদাভাল | তামিল | [৪২] |
২০০৯ (৫৭তম) | ঋতুপর্ণ ঘোষ | আবহমান | বাংলা | [৪৩] |
বছর (আয়োজন) |
পরিচালক | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|
২০১০ (৫৮তম) | ভেত্রিমরণ | আদুকালাম | তামিল | [৪৪] |
২০১১ (৫৯তম) | গুরভিন্দর সিং | আনহে ঘোরে দে দান | পাঞ্জাবি | [৪৫] |
২০১২ (৬০তম) | শিবাজি লোতান পাতিল | ধগ | মারাঠি | [৪৬] |
২০১৩ (৬১তম) | হাঁসাল মেহতা | শহীদ | হিন্দি | [৪৭] |
২০১৪ (৬২তম) | সৃজিত মুখোপাধ্যায় | চতুষ্কোণ | বাংলা | [৪৮] |
২০১৫ (৬৩তম) | সঞ্জয় লীলা বনশালি | বাজিরাও মাস্তানি | হিন্দি | [৪৯] |
২০১৬ (৬৪তম) | রাজেশ ভাপুস্কর | ভেন্টিলেটর | মারাঠি | [৫০] |
২০১৭ (৬৫তম) | জয়রাজ | ভয়ংকরম | মালয়ালম |