শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: মেঘনা গুলজার | |
বিবরণ | শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ |
বর্তমানে আধৃত | জোয়া আখতার (গলি বয় (২০১৯)-এর জন্য) |
ওয়েবসাইট | filmfareawards |
শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্র পরিচালকদের জন্য ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই বিভাগে সর্বাধিক সাতবার পুরস্কার লাভ করেন বিমল রায়। চারবার করে এই পুরস্কার লাভ করেন রাজ কাপুর, যশ চোপড়া ও সঞ্জয় লীলা ভন্সালী।
গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।
বছর (আয়োজন) |
পরিচালক | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|
১৯৮০ (২৮তম) |
গোবিন্দ নিহলানি | আক্রোশ | [১] |
ইসমাইল শ্রফ | থোড়িসি বেওয়াফাই | ||
জয় ওম প্রকাশ | আশা | ||
বলদেব রাজ চোপড়া | ইনসাফ কা তারাজু | ||
হৃষিকেশ মুখোপাধ্যায় | খুবসুরত | ||
১৯৮১ (২৯তম) |
মুজাফফর আলি | উমরাও জান | |
কৈলাশম বালাচন্দর | এক দুজে কে লিয়ে | ||
রশেম তালবার | বশিরা | ||
রবীন্দ্র ধরমরাজ | চক্র | ||
সই পরাঁজপই | চশমে বাদ্দুর | ||
শ্যাম বেনেগাল | কলিযুগ | ||
১৯৮২ (৩০তম) |
রাজ কাপুর | প্রেম রোগ | |
বলদেব রাজ চোপড়া | নিকাহ | ||
রমেশ সিপ্পি | শক্তি | ||
সাগর সারহাদী | বাজার | ||
সুভাষ ঘাই | বিধাতা | ||
১৯৮৩ (৩১তম) |
গোবিন্দ নিহলানি | অর্ধ সত্য | |
১৯৮৪ (৩২তম) |
সই পরাঁজপই | স্পর্শ | |
১৯৮৫ (৩৩তম) |
রাজ কাপুর | রাম তেরি গঙ্গা মাইলি | |
১৯৮৬ | পুরস্কার দেওয়া হয় নি | ||
১৯৮৭ | পুরস্কার দেওয়া হয় নি | ||
১৯৮৮ (৩৪তম) |
মনসুর খান | কেয়ামত সে কেয়ামত তক | |
১৯৮৯ (৩৫তম) |
বিধু বিনোদ চোপড়া | পরিন্দা | |
মিরা নায়ার | সালাম বোম্বে! | ||
যশ চোপড়া | চাঁদনী | ||
সুভাষ ঘাই | রাম লক্ষ্মণ | ||
সুরজ বড়জাত্যা | ম্যানে প্যার কিয়া |
|
|