শ্রেষ্ঠ পরিচালক বিভাগে বাফটা পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: আলফোনসো কুয়ারোন | |
বিবরণ | চলচ্চিত্র পরিচালনায় অনন্য অবদানের জন্য |
দেশ | যুক্তরাজ্য |
পুরস্কারদাতা | ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) |
প্রথম পুরস্কৃত | ১৯৬৯ (১৯৬৮-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ (২০১৮-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | আলফোনসো কুয়ারোন রোমা (২০১৮) |
ওয়েবসাইট | www |
শ্রেষ্ঠ পরিচালক বিভাগে বাফটা পুরস্কার হল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে অনন্য চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। ১৯৬৯ সালে এই পুরস্কারের ২২তম আয়োজন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।
প্রথমবার এই পুরস্কার লাভ করেন দ্য গ্র্যাজুয়েট চলচ্চিত্রের জন্য মাইক নিকোল্স। জন শ্লেসিঞ্জার, রোমান পোলান্স্কি, উডি অ্যালেন, অ্যালান পার্কার, লুই মাল, জোয়েল কোয়েন, পিটার উইয়ার, অ্যাং লি ও আলফোনসো কুয়ারোন দুইবার করে এই পুরস্কার অর্জন করেন। মার্টিন স্কোরসেজি সর্বাধিক নয়বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
[[চিত্|thumb|150px|right|স্ট্যানলি কুবরিক ব্যারি লিন্ডন (১৯৭৫) চলচ্চিত্র পরিচালনার জন্য এই পুরস্কার লাভ করেন।]]