শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যে বিভাগে একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য রচনার জন্য প্রদত্ত একটি একাডেমি পুরস্কার । এটি এমন চিত্রনাট্যের জন্য প্রদান করা হয় যা পূর্বে প্রকাশিত হয় নি। ১৯৪০ সালে লেখনীর পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ কাহিনী বিভাগে একাডেমি পুরস্কার থেকে ভিন্ন এই পুরস্কার প্রদান শুরু হয়। ১৯৫৭ সাল থেকে এই দুটি পুরস্কার একত্র করে শুধু চিত্রনাট্যের জন্য পুরস্কার প্রদান করা হয়। ২০০২ সালে এই পুরস্কারের নাম লেখনী (সরাসরি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য) থেকে পরিবর্তন করে লেখনী (মৌলিক চিত্রনাট্য) করা হয়।
এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত প্রসিদ্ধ ঔপন্যাসিক ও নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: জন স্টেইনব্যাক , নোয়েল কাওয়ার্ড , রেমন্ড চ্যান্ডলার , অ্যালাইন রবি-গ্রিলেট , এডওয়ার্ড বন্ড , আর্থার সি. ক্লার্ক , লিলিয়ান হেলম্যান , নেল সিমন , প্যাডি চ্যায়েফ্স্কি , টম স্টপার্ড , ও টেরেন্স র্যাটিগ্যান ।
কেনেথ লোনারগান ম্যানচেস্টার বাই দ্য সি (২০১৬)-এর চিত্রনাট্য রচনার জন্য এই পুরস্কার পান।
জর্ডান পিল গেট আউট (২০১৭)-এর চিত্রনাট্য রচনার জন্য প্রথম আফ্রো-মার্কিন হিসেবে এই পুরস্কার পান।
পিটার ফ্যারেলি গ্রিন বুক (২০১৮)-এর চিত্রনাট্য রচনার জন্য নিক ভালেলঙ্গা ও ব্রায়ান কারির সাথে যৌথভাবে এই পুরস্কার পান।
নিম্নোক্ত ব্যক্তিবর্গ শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাধিক পুরস্কার অর্জন করেছেন:
নিম্নোক্ত ব্যক্তিবর্গ শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য তিন বা ততোধিক মনোনয়ন অর্জন করেছেন:
মেধা পুরস্কার বিশেষ পুরস্কার রহিতকৃত পুরস্কার অনুষ্ঠান (বই )
১৯৪০-১৯৬০
প্রেস্টন স্টার্গেজ (১৯৪০)
হারমান জে. ম্যাংকাভিৎজ ও অরসন ওয়েলস (১৯৪১)
মাইকেল ক্যানিন ও রিং লার্ডনার জুনিয়র (১৯৪২)
নরমান ক্রাসনা (১৯৪৩)
লামার ট্রট্টি (১৯৪৪)
রিচার্ড শোয়াইজার (১৯৪৫)
মুরিয়েল বক্স ও সিডনি বক্স (১৯৪৬)
সিডনি শেলডন (১৯৪৭)
- (১৯৪৮)
রবার্ট পিরোশ (১৯৪৯)
চার্লস ব্রেকেট, ডি. এম. মার্শম্যান জুনিয়র ও বিলি ওয়াইল্ডার (১৯৫০)
অ্যালান জে লার্নার (১৯৫১)
টি. ই. বি. ক্লার্ক (১৯৫২)
চার্লস ব্রেকেট, রিচার্ড এল. ব্রিন, ও ওয়াল্টার রেইশ (১৯৫৩)
বাড শুলবার্গ (১৯৫৪)
সোনিয়া লেভিয়েন, ও উইলিয়াম লুডভিগ (১৯৫৫)
আলবার্ট লামোরিসে (১৯৫৬)
জর্জ ওয়েলস (১৯৫৭)
নাথান ই. ডগলাস, ও হ্যারল্ড জ্যাকব স্মিথ (১৯৫৮)
ক্লেরেন্স গ্রিন, মরিস রিচলিন, রাসেল রুজ, ও স্ট্যানলি শাপিরো (১৯৫৯)
আই. এ. এল. ডায়মন্ড, ও বিলি ওয়াইল্ডার (১৯৬০)
১৯৬১-১৯৮০
উইলিয়াম ইং (১৯৬১)
এনিও দে কনচিনি, পিয়েত্রো জের্মি, ও আলফ্রেদো জাননেত্তি (১৯৬২)
জেমস ওয়েব (১৯৬৩)
পিটার স্টোন, ও ফ্রাঙ্ক টারলভ (১৯৬৪)
ফ্রেডরিক রাফায়েল (১৯৬৫)
ক্লোদ ল্যলুশ , ও পিয়ের উইতেরহোভেন (১৯৬৬)
উইলিয়াম রোজ (১৯৬৭)
মেল ব্রুক্স (১৯৬৮)
উইলিয়াম গোল্ডম্যান (১৯৬৯)
ফ্রান্সিস ফোর্ড কোপলা , ও এডমন্ড এইচ. নর্থ (১৯৭০)
প্যাডি চেফ্স্কি (১৯৭১)
জেরেমি লার্নার (১৯৭২)
ডেভিড এস. ওয়ার্ড (১৯৭৩)
রবার্ট টাউন (১৯৭৪)
ফ্রাঙ্ক পিয়েরসন (১৯৭৫)
প্যাডি চেফ্স্কি (১৯৭৬)
উডি অ্যালেন , ও মার্শাল ব্রিকম্যান (১৯৭৭)
রবার্ট সি. জোন্স, ওয়াল্ডো সল্ট, ও ন্যান্সি ডোড (১৯৭৮)
স্টিভ টেলিচ (১৯৭৯)
বো গোল্ডম্যান (১৯৮০)
১৯৮১-২০০০ ২০০১-২০২০