শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্র মৌলিক চিত্রনাট্যের অনন্য অবদানের জন্য |
দেশ | যুক্তরাজ্য |
পুরস্কারদাতা | ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) |
প্রথম পুরস্কৃত | ১৯৮৪ (১৯৮৩ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ (২০১৭ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | মার্টিন ম্যাকডোনা থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি (২০১৭) |
ওয়েবসাইট | www |
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার হল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে অনন্য মৌলিক চিত্রনাট্যের জন্য প্রদান করা হয়। ১৯৮৪ সালে এই পুরস্কারের ৩৭তম আয়োজন থেকে শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।
প্রথমবার এই বিভাগে পুরস্কার লাভ করেন দ্য কিং অব কমেডি চলচ্চিত্রের জন্য পল ডি. জিমারম্যান। উডি অ্যালেন সর্বাধিক চারবার (টানা তিনবারসহ) এই বিভাগে পুরস্কার লাভ করেন।