শ্রেষ্ঠ রূপসজ্জা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় পুরস্কার | |
বিবরণ | ভারতীয় চলচ্চিত্রে রূপসজ্জার জন্য |
পৃষ্ঠপোষক | চলচ্চিত্র উৎসব অধিদপ্তর |
পুরস্কার |
|
প্রথম পুরস্কৃত | ২০০৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
সাম্প্রতিক বিজয়ী | রঞ্জিত অয়ে |
সারাংশ | |
মোট প্রদান | ১৬ |
প্রথম বিজয়ী | অনিল মতিরাম পালাণ্ডে |
শ্রেষ্ঠ রূপসজ্জা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হল ভারতের তথ্য ও প্রচারণা মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র উৎসব অধিদপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনের একটি বার্ষিক পুরস্কার।[১] ২০০৬ সাল থেকে চলচ্চিত্র উৎসব অধিদপ্তর ভারতীয় চলচ্চিত্রে রূপসজ্জার জন্য এই পুরস্কার প্রদান করছে।[১][২] ভারতের রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এক আয়োজনে এই পুরস্কার প্রদান করেন।[৩]
পুরস্কার বিজয়ীদের "রজত কমল" সনদ ও নগদ ₹৫০,০০০ অর্থ প্রদান করা হয়। যৌথ ও একাধিকবার বিজয়ীসহ চলচ্চিত্র উৎসব অধিদপ্তর এখন পর্যন্ত ১৪ জন রূপসজ্জাকারকে এই পুরস্কার প্রদান করেছে।