ষষ্ঠ মুহাম্মদ (মরক্কো)

Mohammed VI
محمد السادس
ⵎⵓⵃⵎⵎⴷ ⵡⵉⵙ ⵚⴹⵉⵚ
ষষ্ঠ মুহাম্মদ
মরক্কোর বাদশাহ
রাজত্ব23 জুলাই 1999 – বর্তমান
পূর্বসূরিদ্বিতীয় হাসান
বংশগত উত্তারাধিকারমৌলায়ী হাসান (মরক্কোর যুবরাজ)
মরক্কোর প্রধানমন্ত্রীগণ
জন্ম (1963-08-21) ২১ আগস্ট ১৯৬৩ (বয়স ৬১)
রাবাত, মরক্কো
দাম্পত্য সঙ্গীলাল্লা সালমা
বংশধর
বিস্তারিত
যুবরাজ মৌলায়ী হাসান
রাজকন্যা লাল্লা খাদিজা
পূর্ণ নাম
সৈয়দী মোহাম্মদ
রাজবংশআল আয়োতি রাজপ্রাসাদ
পিতাদ্বিতীয় হাসান
মাতালায়লা লতিফা
ধর্মসুন্নি ইসলাম

৬ষ্ঠ মোহাম্মদ (আরবি: محمد السادس, Amazigh: ⵎⵓⵃⵎⵎⴷ ⵡⵉⵙ ⵚⴹⵉⵚ; জন্ম: ২১ আগস্ট ১৯৬৩ খৃঃ)[] হলেন মরক্কোর বর্তমান বাদশাহ। তার পিতা মরক্কোর বাদশা ২য় হোসাইনের মৃত্যুর পর জুলাই ২৩, ১৯৯৯ খৃঃ তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন।[]

বাল্যকাল ও শিক্ষা

[সম্পাদনা]

মোহাম্মদ হলেন মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসানের সন্তানদের মধ্যে দ্বিতীয় এবং তার দ্বিতীয় স্ত্রী লায়লা লতিফা হাম্মউয়ের প্রথম সন্তান।[3] জন্মের দিনই মোহাম্মদ রাজ্যের উত্তরাধিকারী এবং রাজপুত্র ঘোষিত হন।[4] তাকে শিশুকাল হতেই ধর্মীয় এবং রাজনৈতিক শিক্ষাদানের ক্ষেত্রে তার পিতা ছিলেন অত্যন্ত তৎপর, চার বছর বয়স হতেই তিনি রাজ প্রাসাদে কোরআনের পাঠ গ্রহণ করতে শুরু করেন।[1] রয়েল কলেজে মোহাম্মদ তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং আগদালস্থ ৭ম মোহাম্মদ বিশ্ববিদ্যালয় হতে 1985 সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পূর্বে তিনি 1981 সালে স্নাতক পূর্ব ডিগ্রি লাভ করেন রয়েল কলেজ হতে। তার গবেষণাপত্রের বিষয় ছিল “দ্যা আরব-আফ্রিকান ইউনিয়ন এন্ড দ্যা স্ট্র্যাটেজি অব দ্যা কিংডম অব মরক্কো ইন ম্যাটার্স অব ইন্টারন্যাশনাল রিলেশান।[1] তিনি ইম্পেরিয়াল কলেজ এন্ড ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেন এবং মরক্কোর রয়েল আর্মির কর্নেল মেজর পদে 1985 সালের 26 নভেম্বর কমিশন লাভ করেন । তিনি 1994 সাল পর্যন্ত রাজকীয় সশস্ত্রবাহিনীর অফিস কোঅর্ডিনেটর হিসাবে কর্মরত ছিলেন। [4] মোহাম্মদ প্রথম বারের মত পলিটিক্যাল সায়েন্সে সার্টিফিক্যাট ডিইচ্যুডিজ সুপেরিয়রর্স (সিইএস) অর্জন করেন 1987 সালে। অতপর 1988 সালের জুলাইতে পাবলিক ল’ বিষয়ে তিনি ডিপ্লোমা ডিইচ্যুডিজ এ্যাপ্রোফন্ডিজ (ডিইএ) সনদ লাভ করেন । অতপর 1988 সালের জুলাইতে পাবলিক ল’ বিষয়ে তিনি ডিপ্লোমা ডিইচ্যুডিজ এ্যাপ্রোফন্ডিজ (ডিইএ) সনদ লাভ করেন । প্রথমে 1988 সালের নভেম্বরে তিনি জ্যাকুইস ডিলরর্স এর সাথে ব্রাসেলসে প্রশিক্ষণ গ্রহণ করেন, যিনি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ছিলেন। [1]

মোহাম্মদ 1993 সালের 29 অক্টোবর ফ্রান্সের ইউনির্ভাসিটি অব নাইস সোপিয়া এন্টিপোলিশ হতে সম্মানের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল ইইসি-মাগরেব রিলেশান [1] তিনি আর্মির মেজর জেনারেল পদে উন্নতি লাভ করেন জুলাই 12, 1994 তারিখে। জুলাই 12, 1994 তারিখে তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পদে উন্নতি লাভ করেন। এবং একই বছর তিনি হাই কাউন্সিল অব কালচার-এর সভাপতি ও মরক্কোর সেনাবহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন। তিনি আরবি, ইংরেজি, স্পেনিশ এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারদর্শী। [6]

ক্ষমতা গ্রহণ

[সম্পাদনা]

জুলাই 23, 1999 সালে মোহাম্মদ তার পিতার স্থলে বাদশা নিযুক্ত হন এবং 30 জুলাই রাবেত-এ রাজ সিংহাসনে আরোহণ করেন। [4]

পরিবার

[সম্পাদনা]

ষষ্ঠ মুহাম্মদের একমাত্র ভাই হলেন যুবরাজ মৌলায়ী রাশিদ এবং তিন বোন হলেন যথাক্রমে রাজকন্যা লাল্লা মারিয়ম, রাজকন্যা লাল্লা আসমা ও রাজকন্যা লাল্লা হাসনা। তিনি রাবাতে মার্চ 21, 2002 তারিখে সালমা বান্নাইয়ের (রাজকন্যা লাল্লা সালমা) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বান্নাইকে তার বিবাহ উপলক্ষে রাজকীয় রীতি অনুযায়ী ব্যক্তিগত উপাধি রাজকন্যা প্রদান করা হয়। তাদের রয়েছে দুই সন্তান যথা: যুবরাজ মৌলায়ী হাসান যিনি ২০০৩ সালের ৮ মে জন্মগ্রহণ করেন এবং রাজপুত্র রাজকন্যা লাল্লা খাদিজা যিনি জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারি ২৮, ২০০৭ খৃষ্টাব্দে। যদিও মোহাম্মদের জন্মদিনে তার চাচার মৃত্যুর কারণে আনুষ্ঠানিকতা পরিহার করা হয়, তবে সেখানে দিনটিতে গণছুটি পালিত হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "King Mohammed Ben Al-Hassan"। Embassy of the Kingdom of Morocco। ৭ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১০ 
  2. "World: Africa Mohammed VI takes Moroccan throne"। BBC News। ২৪ জুলাই ১৯৯৯। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১০