সংকটমোচন মহাবলী হনুমান | |
---|---|
![]() সংকটমোচন মহাবলী হনুমানের পোষ্টার | |
নির্মাতা | অভিমন্যু সিং |
শ্রেষ্ঠাংশে | নির্ভয় অধ্যা গগণ মালিক দেবলিনা চট্টোপাধ্যায় বরখা বিস্ত সেনগুপ্ত ইশান্ত ভানুশালি |
দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
নির্মাণ | |
প্রযোজক | অভিমন্যু সিং রূপালী সিং |
সম্পাদক | রাহুল জৈন |
স্থিতিকাল | প্রায় ২২ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান | কন্টিলো এন্টারটেইন্টমেন্ট |
মুক্তি | |
নেটওয়ার্ক | সনি টিভি |
মুক্তি | ৪ মে ২০১৫ বর্তমান | –
সংকটমোচন মহাবলী হনুমান (ইংরেজি: Sankatmochan Mahabali Hanuman) একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে ৪ মে ২০১৫ তারিখ থেকে সম্প্রচারিত হয়েছে। এটিতে মোট ৬২৪টি পর্ব আছে। সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এর পর এটি সনি আটে ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে বাংলা ভাষায় সম্প্রচারিত হচ্ছে ।