জেরিক ভূমিতে, একটি গুল্চ বা সংকীর্ণ গিরিখাত হল একটি গভীর V আকৃতির উপত্যকা যা ক্ষয় এর কারণে গঠিত হয়। এটিতে একটি ছোট স্রোত বা শুষ্ক খাঁড়ি থাকতে পারে এবং এটি সাধারণত একটি গালির(জলে ক্ষয়প্রাপ্ত হয়ে সে খাদের সৃষ্টি হয়) চেয়ে আকারে বড় হয়। [১] হঠাৎ করে তীব্র বৃষ্টিপাতের ফলে গুলচের তলদেশে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
পূর্ব কানাডায় গুল্চ বা সংকীর্ণ গিরিখাত বলতে বোঝায়:[২]
↑"Gulch"। Interesting and curious generic terms used in Canada। Natural Resources Canada। ২৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৩।