সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় | |
---|---|
জন্ম | ১৯৬৮ খ্রিস্টাব্দ |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, খড়গপুর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট |
পরিচিতির কারণ | ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রথম মহিলা ডিরেক্টর |
পুরস্কার | শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার (২০১০) পদ্মশ্রী (২০২২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট |
সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় (জন্ম:১৯৬৮) একজন ভারতীয় বাঙালি কম্পিউটার বিজ্ঞানী এবং কম্পিউটেশনাল জীববিজ্ঞানের বিশেষজ্ঞ। তিনি ২০১০ খ্রিষ্টাব্দে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যপক থাকাকালে কারিগরী বিজ্ঞানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারে ভূষিত হন। ২০১৭ খ্রিষ্টাব্দে কারিগরী ও কম্পিউটার সায়েন্সের জন্য ইনফোসিস পুরস্কার পান।[১][২] তিনি বিশেষত ইভলিউশনারী কম্পিউটেশন, প্যাটার্ন নির্ণয়, যন্ত্রবিদ্যা এবং বায়োইনফরমেটিক্স।[৩] ২০১১ খ্রিষ্টাব্দের ১ আগস্ট থেকে তিনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, চেন্নাই, এবং তেজপুরে অবস্থিত ভারতীয় স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের পাঁচটি কেন্দ্রে ও অন্যান্য স্ট্যাটিস্টিকাল কোয়ালিটি কন্ট্রোল ও অপারেশন রিসার্চ ইউনিটে কর্মরত ছিলেন।[৪] সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রথম মহিলা ডিরেক্টর পদে উন্নীত হন।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ খ্রিষ্টাব্দে কম্পিউটার বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জনের আগে সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক অর্জন করেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান বিভাগে মাস্টার ডিগ্রী পান। এরপর তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।[৫]