ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | সজন প্রকাশ |
জাতীয়তা | ভারত |
জন্ম | ইদুক্কি, কেরালা, ভারত | ১৪ সেপ্টেম্বর ১৯৯৩
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার) |
ওজন | ১৫৪.৩২৪ পাউন্ড (৭০.০০০ কিলোগ্রাম) |
ক্রীড়া | |
ক্রীড়া | সাঁতার |
ধরন | উন্মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতার |
সজন প্রকাশ (মালয়ালম: സാജൻ പ്രകാശ്) একজন ভারতীয় সাঁতারু। ২০১৫ সালে অনুষ্ঠিত ভারতের জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় তিনি কেরালায় ৫০মিটার, ১০০ মিটার এবং ২০০ মিটার ফ্রি স্টাইল, বাটার ফ্লাই এবং রিলে সাঁতারে অংশ নেন। এই প্রতিযোগিতায় তিনি ৬ টি সোনা ও ৩ টি রৌপ্য পদক জেতেন। [১][২] তাকে ভারতের মাইকেল ফেল্পস বলা হয়।
২০০মিটার বাটারফ্লাই এবং ১৫০০মি. ফ্রি স্টাইল সাঁতারে তিনি জাতীয় রেকর্ড অর্জন করেছেন
ইদুক্কিতে বেড়ে ওঠা সজন প্রকাশ বর্তমানে ব্যাংগালোরে ভারতীয় রেলওয়েতে কাজ করেন। তার মা শান্তিমল ছিলেন একজন প্রাক্তন ভারতীয় এথলেট, তিনি বেশ কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সজন আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে ওপেন কোর্সের মাধ্যমে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[৩]