Sancharak سانچارک | |
---|---|
District | |
Location in Afghanistan | |
স্থানাঙ্ক: ৩৬°১৩′১৭″ উত্তর ৬৫°৫৫′৪০″ পূর্ব / ৩৬.২২১৩৯° উত্তর ৬৫.৯২৭৭৮° পূর্ব | |
Country | Afghanistan |
Province | Sar-e Pol |
Capital | Tukzar |
জনসংখ্যা (87,670) | |
• Religions | Islam |
সময় অঞ্চল | UTC+4:30 |
সঞ্চারক জেলা (ফার্সি: سانچارک) অথবা সঙ্গচারক নামেও পরিচিত, আফগানিস্তানের সারে পোল প্রদেশের একটি অন্যতম জেলা। এটির কেন্দ্রীয় অঞ্চলের নাম হচ্ছে তুকার বা টোকজার নামক শহর। সঞ্চারক জেলা মূলত পূর্বের বালখ প্রদেশের সীমানা ঘিরে গড়ে উঠেছে। জেলাটি ১০৮৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠন করা হয়েছে।[১]
২০১০ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী সঞ্চারক জেলার জনসংখ্যার ছিল প্রায় ৮৭,৬৭০ জন এর মত। যার মধ্যে থেকে ৪৪,২৮৭ জন পুরুষ এবং ৪৩,৩৮৩ জন মহিলা রয়েছে।[২] জেলাটির জনসংখ্যা প্রায় ৯০% তাজিক সম্প্রদায়ের এবং অন্যান্য সম্প্রদায়ের রয়েছে ১০%।
আফগানিস্তানের সারে পোল প্রদেশের, অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |