সঞ্জয় কাপুর | |
---|---|
![]() ২০১৬ সালে সঞ্জয় | |
জন্ম | [১] | ১৭ অক্টোবর ১৯৬৫
পেশা | অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক |
কর্মজীবন | ১৯৯৫–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মহীপ সান্ধু (বি. ১৯৯৭) |
সন্তান | ২ |
পিতা-মাতা |
|
আত্মীয় | বনি কাপুর (ভাই) অনিল কাপুর (ভাই) |
সঞ্জয় সুরিন্দর কাপুর (জন্ম: ১৭ অক্টোবর ১৯৬৫)[২] একজন ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক, যিনি হিন্দি চলচ্চিত্র, টেলিভিশন এবং ওয়েব ধারাবাহিকে কাজ করেন।[৩] তিনি অভিনেতা অনিল কাপুরের ভাই। তিনি সঞ্জয় কাপুর এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক।[৪][৫]
সঞ্জয় কাপুর ১৯৬৫ সালের ১৭ অক্টোবর ভারতের বোম্বেতে জন্মগ্রহণ করেন। তার পিতা চলচ্চিত্র প্রযোজক সুরিন্দর কাপুর এবং মাতা নির্মল কাপুর। তার তিন বড় ভাইবোন বনি কাপুর, অনিল কাপুর এবং রীনা মারওয়াহ।[৬] অভিনেতা অর্জুন কাপুর, হর্ষবর্ধন কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর এবং চলচ্চিত্র প্রযোজক রিয়া কাপুর হলেন তার ভাতিজা-ভাতিজি।
সঞ্জয় কাপুর ১৯৯৫ সালে অভিনেত্রী তাবুর বিপরীতে প্রেম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি রাজা (১৯৯৫), মোহব্বত (১৯৯৭), সির্ফ তুম (১৯৯৯) সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিনি ১৯৯৭ সালে তার দীর্ঘদিনের প্রেমিকা, প্রাক্তন অভিনেত্রী মহীপ সান্ধুকে বিয়ে করেছেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে, শানায়া ও জাহান কাপুর।[৭]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
১৯৯৫ | প্রেম | শান্তনু/সঞ্জয় বর্মা | |
রাজা | রাজা পতঙ্গওয়ালা | ||
কর্তব্য | করণ সিং | ||
১৯৯৬ | বেকাবু | রাজা বর্মা | |
১৯৯৭ | মোহব্বত | গৌরব এম. কাপুর | |
ঔজার | যশ ঠাকুর | ||
জমির: দ্য অ্যাওয়েকিং অফ অ্যা সোল | কিষাণ | ||
মেরে সপনো কি রানি | বিজয় কুমার | ||
১৯৯৯ | সির্ফ তুম | দীপক | |
২০০১ | ছুপা রুস্তম: অ্যা মিউজিক্যাল থ্রিলার | রাজা/ নির্মল কুমার চিনয় | দৈত ভূমিকা |
২০০২ | কোই মেরে দিল সে পুছে | দুষ্যন্ত | |
সোচ | রাজ ম্যাথিউজ | ||
শক্তি: দ্য পাওয়ার | শেখর | ||
২০০৩ | কেয়ামত: সিটি আন্ডার থ্রেট | আব্বাস রামানি | |
ডরনা মানা হ্যায় | সঞ্জয় | ||
কাল হো না হো | অভয় (ক্যামিও) | ||
এলওসি কার্গিল | মেজর দীপক রামপাল, ১৭ জেএটি | ||
২০০৪ | জাগো | শ্রীকান্ত | |
জুলি | রোহন | ||
২০০৫ | আনজানে: দ্য আননউন | আদিত্য মালহোত্রা | |
২০০৬ | উন্স: লাভ...ফরেভার | রাহুল মালহোত্রা | |
২০০৭ | দোষ | ||
ওম শান্তি ওম | নিজ | ||
২০০৯ | লাক বাই চান্স | রঞ্জিত রলি | |
কিরকিট | আই. এম. রোমিও | ||
২০১০ | প্রিন্স | সিবিআই অফিসার আলী খান | |
২০১৪ | কহিঁ হ্যায় মেরা প্যায়ার | রাহুল কাপুর | |
২০১৫ | শানদার | ||
মুম্ভাই – দ্য গ্যাংস্টার | |||
২০১৭ | মুবারাকাঁ | অবতার সিং বাজওয়া | ক্ষণিক চরিত্রাভিনয় |
২০১৮ | লাস্ট স্টোরিজ | সালমান | নৃতত্ত্ব চলচ্চিত্র |
২০১৯ | সীতারামা কল্যাণা | ডাক্তার শঙ্কর | কন্নড় চলচ্চিত্র |
মিশন মঙ্গল | সুনীল শিন্দে | সহায়ক ভূমিকা | |
দ্য জোয়া ফ্যাক্টর | বিজয়েন্দ্র সিং সোলাঙ্কি | ||
২০২০ | স্লিপিং পার্টনার | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
২০২৩ | ব্লাডি ড্যাডি | হামিদ শেখ | জিও সিনেমাতে মুক্তিপ্রাপ্ত[৮] |
২০২৪ | মেরি ক্রিসমাস | রনি ফার্নান্দেজ | |
মার্ডার মুবারক | রণবিজয় সিং | নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত[৯] |
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৩–২০০৪ | করিশমা – দ্য মিরাকলস অফ ডেস্টিনি | অমর | পুনরাবৃত্ত ভূমিকা |
২০১৭–২০১৮ | দিল সাম্বাল যা জারা | অনন্ত মাথুর | প্রধান ভূমিকা |
২০১৯ | ফ্যামজ্যাম | ||
২০২০ | ফ্যাশন স্ট্রিট | সঞ্জয় ঠাকুর | প্রধান ভূমিকা |
২০২০–বর্তমান | দ্য গোন গেম | রাজীব গুজরাল | ভুট মিনিসিরিজ |
২০২০–বর্তমান | ফেবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস | মহদীপের স্বামী | |
২০২১ | দ্য লাস্ট আওয়ার[১০] | ডিসিপি অরূপ সিং | অ্যামাজন প্রাইম ধারাবাহিক |
২০২২ | দ্য ফেইম গেম[১১] | নিখিল মোর | নেটফ্লিক্স ধারাবাহিক |
২০২৩ | মেইড ইন হিভেন | অশোক মালহোত্রা | অ্যামাজন প্রাইম ধারাবাহিক মৌসুম ২ |