ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | Indian | |||||||||||||||||||||||||||||
জন্ম | ৪ মে ১৯৮৯ | |||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৮৮ মি (৬ ফু ২ ইঞ্চি) (2014) | |||||||||||||||||||||||||||||
ওজন | Super heavyweight (+91 kg) | |||||||||||||||||||||||||||||
ক্রীড়া | ||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | মুষ্টিযুদ্ধ | |||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
সতীশ কুমার (জন্ম ৪ঠা মে ১৯৮৯) একজন ভারতীয় অপেশাদার বক্সার । তিনি সুপার হেভিওয়েট বিভাগে ইনচিয়নে ২০১৪ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন [১] সুপার হেভিওয়েট বিভাগে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় বক্সার তিনি। ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করবেন তিনি। [২]
বুলান্দশহরের এক কৃষকের ঘরে জন্ম সতীশের। সতীশ কুমার তার বড় ভাইয়ের মতো সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। ২০০৮ সালে তিনি সিপাহী হিসাবে সৈন্যদলে যোগ দেন এবং রানিখেতে চলে আসেন, যেখানে তাকে একটি বক্সিং শিবিরের সময় উচ্চতার জন্য চিহ্নিত করা হয়েছিল এবং খেলাধুলার চেষ্টা করার জন্য অনুরোধ করা হয়েছিল। [৩] তিনি সেই সময়ে বক্সিং কী তাও তিনি জানতেন না। [৪]
ক্রীড়াক্ষেত্রে তার সাফল্যের জন্যে ভারত সরকার ২০১৮ সালে সম্মানজনক অর্জুন পুরস্কার দ্বারা সম্মানিত করে। [৫]