সধা (অভিনেত্রী)

সধা
২০০৮ সালের একটি ফটোশুটে সাদা
জন্ম
সাদাফ মোহাম্মদ সাইয়েদ

(1975-02-17) ১৭ ফেব্রুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
মুম্বাই
অন্যান্য নামসাদা
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০২ - বর্তমান

সাদাফ মোহাম্মদ সাইয়েদ যিনি সধা নামে পরিচিত হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত দক্ষিণ ভারতীয় ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তার গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ২০০২ সালের তেলুগু চলচ্চিত্র 'জয়ম', 'আন্নিয়ান' (২০০৫, তামিল) এবং ২০০৭ এর 'উন্নালে উন্নালে' (তামিল)।[] ২০০২ সালে তার তেলুগু চলচ্চিত্র জয়ম ভালো ব্যবসা করতে পেরেছিল এবং এটির মাধ্যমেই তার চলচ্চিত্রে পদচারণা শুরু হয়, পরিচালক তেজা তাকে এই চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ দেন।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

সধা মহারাষ্ট্রের একটি মুসলিম পরিবারে জন্ম নেন। তার বাবা একজন চিকিৎসক এবং মাতা একজন ব্যাংক কর্মকর্তা।[]

চলচ্চিত্রে কর্মজীবন

[সম্পাদনা]

তেলুগু ভাষার জয়ম চলচ্চিত্রে অভিনয় পর সধা অভিনীত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ছিলো তামিল চলচ্চিত্র অভিনেতা বিক্রম এর সঙ্গে আন্নিয়ান চলচ্চিত্রে অভিনয়।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
সাল চলচ্চিত্রের নাম ভূমিকা ভাষা দৃষ্টিপট
২০০২ জয়াম সুজাতা তেলুগু বিজয়ী - শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার - তেলেগু
২০০৩ প্রণাম কাত্যায়নী / উমা তেলুগু
২০০৩ নাগা বিজি তেলুগু
২০০৩ জয়াম সুজাতা তামিল
২০০৪ ডোঙ্গা ডোঙ্গাদি বিজ্জি তেলুগু
২০০৪ এথিরি প্রিয়া তামিল
২০০৪ মোনালিসা মোনালিসা / স্পন্দনা কন্নড়
২০০৪ লীলা মহল সেন্টার অঞ্জলী তেলুগু
২০০৪ বর্ণজালম অভিরামি তামিল
২০০৫ আবুন্না কাদন্না অরবিন্দা তেলুগু
২০০৫ আন্নিয়ান নন্দিনী কৃষ্ণা তামিল মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার - তামিল
২০০৫ প্রিয়সখী প্রিয়া সন্থানাকৃষ্ণন তামিল
২০০৬ চুক্কাল্লো চান্দ্রুডু শ্রাবনী তেলুগু
২০০৬ তিরুপতি প্রিয়া তামিল
২০০৬ মোহিনী ৯৮৮৬৭৮৮৮৮৮ বর্ষা কন্নড়
২০০৬ বীরভদ্র চন্দ্রমুখী তেলুগু
২০০৬ নান অবাল অধু অশ্বিনী তামিল অপ্রকাশিত
২০০৭ জনম মালয়ালম
২০০৭ উন্নালে উন্নালে ঝাঁসি তামিল
২০০৭ ক্লাসমেট রাজি তেলুগু
২০০৭ শঙ্কর দাদা জিন্দাবাদ সন্ধ্যা তেলুগু অতিথি উপস্থিতি
২০০৭ টক্কারি প্রিয়া তেলুগু
২০০৮ নোবেল প্রিয়া নন্দিনী মালয়ালম
২০০৯ লাভ খিচিড়ি সন্ধ্যা ইয়েঙ্গার হিন্দি
২০১০ ক্লিক সোনিয়া হিন্দি
২০১০ হুডুগা হুডুগি মায়া কন্নড় অতিথি উপস্থিতি
২০১০ মুলারি আনিতা কন্নড়
২০১১ মল্লিকাঅর্জুনা প্রিয়া কন্নড়
২০১১ পুলি বেশম অশ্বিনী তামিল
২০১২ অরক্ষক ক্যাথরিন কন্নড়
২০১২ মৈত্রী মৈত্রী তেলুগু মৈত্রী
২০১৩ দসা তিরিগিন্দি সধা তেলুগু
২০১৪ কেলবি সধা মালয়ালম বিশেষ উপস্থিতি
২০১৪ যমলীলা ২ সধা তেলুগু বিশেষ উপস্থিতি
২০১৫ এলি জুলি তামিল
২০১৬ দিল তো দিওয়ানা হ্যায় অনামিকা হিন্দি
২০১৮ টর্চলাইট নীলা তামিল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rediff Blogs"। Maruthi4people.rediffiland.com। ১১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২ 
  2. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/friendship-goes-beyond-flaws/article28153153.ece
  3. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/friendship-goes-beyond-flaws/article28153153.ece
  4. "Interview: Sadha"। Behindwoods। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]