সনি মিক্স | |
---|---|
উদ্বোধন | ১ সেপ্টেম্বর ২০১১ |
মালিকানা | মাল্টি স্ক্রিন মিডিয়া প্রাঃ. লিমিটেড. (একটা সম্পুরক হিসেবে সনি পিকচার ইন্টারটেইন্টমেন্ট) |
দেশ | ভারত |
প্রধান কার্যালয় | মুম্বাই, মহারাষ্ট্র |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | সনি টিভি সেট ম্যাক্স সাব টিভি সনি সিক্স সেট পিক্স সনি আট এএক্সএন এ্যানিম্যাক্স |
ওয়েবসাইট | Sony MIX |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
টাটা স্কাই (ভারত) | চ্যানেল ৭০৯ |
এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত) | চ্যানেল ৩৮৮ |
Dish TV (India) | Channel 672 |
Reliance Digital TV (India) | Channel 709 |
Videocon d2h (India) | Channel 565 |
Dish Network (USA) | Channel 726 |
সনি মিক্স হল একটি হিন্দি চলচ্চিত্রভিত্তিক গানের জন্য (সেট ইন্ডিয়া) কর্তৃক সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন মালিকানাধীন একটি সঙ্গীত চ্যানেল। এটি ২০১১ সালের ১লা সেপ্টেম্বর ভারতের মুম্বাই মহারাষ্ট্র থেকে চালু করা হয়।[১][২][৩]
মিক্স চ্যানেলটি সাধারণত টাটা স্কাই, ভিডিওকন ডিটুএইচ, ডিশ টিভি, রিলায়েন্স ডিজিটাল টিভি, এয়ারটেল ডিজিটাল টিভি ও অন্যান্য ক্যাবল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়। এছাড়াও সনি মিক্স মার্কিন যুক্সরাষ্ট্রে ডিশ নেটওয়ার্ক চ্যানেল ৭২৬ এবং ডিশ নেটওয়ার্ক ডিশওয়ার্ল্ড আইপিটিভিতে পাওয়া যায়।
সনি মিক্স চ্যানেলটিতে সাধারণত নিম্নলিখিত ধরনের গানগুলো পাওয়া যায় বা সম্প্রচার হয়ে থাকে:
|তারিখ=
(সাহায্য)