সনিয়া জাহান

সনিয়া জাহান
জন্ম (1980-04-24) ২৪ এপ্রিল ১৯৮০ (বয়স ৪৪)
করাচি, সিন্ধু, পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
মাতৃশিক্ষায়তনসেন্ট্রাল সেন্ত মার্টিন্স কলেজ অব আর্টস অ্যান্ড ডিজাইন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীবিবেক নারায়ণ (বি. ২০০৫)

সনিয়া রিজভী ( উর্দু: سونیا جہاں‎‎; জন্ম ২৪ এপ্রিল ১৯৮০) হলেন একজন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত উর্দু এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করেন। তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী নূরজাহান এবং চলচ্চিত্র নির্মাতা শওকত হুসেন রিজভির নাতনী। জনপ্রিয় নাটক মাই নেম ইজ খান (২০১০), ইংরেজি ভাষার রাজনৈতিক থ্রিলার দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালিস্ট (২০১২) এবং সঙ্গীতধর্মী নাটক হো মান জাহান (২০১৫) সহ তিনি বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। এর মধ্যে হো মান জাহানে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে নিগার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।[][] অভিনয়জগতে তিনি সনিয়া জাহান নামেই অধিক পরিচিত।

চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি একটি রন্ধন অনুষ্ঠানের বিচারক ছিলেন। তিনি করাচিতে ক্যাফে ফ্লো নামে একটি ফরাসি রেস্তোঁরার মালিক।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রিজভী ২০০৫ সালে ভারতীয় ব্যাংকার বিবেক নারায়ণকে বিয়ে করেছেন এবং তখন থেকেই ভারতের দিল্লিতে থাকছেন।[] এই দম্পতির নূর নামে একটি মেয়ে এবং নির্বাণ নামে একটি ছেলে রয়েছে।[] তিনি তার স্বামী বিবেকের সাথে যৌথভাবে কোরাম নামক একটি লাইফস্টাইল ক্লাবের মালিক। গুরুগ্রাম এবং মুম্বইয়ে এটির শাখা রয়েছে।[][][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Exclusive: Simply Sonya, Dawn, 14 February 2010
  2. "No work permit for Sonia Jehan"। ২০১১-০৮-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১ 
  3. "I miss Pakistan; its simplicity, loyalty and traditions: Sonya Jehan"The Express Tribune। Pakistan। ১৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  4. "The Quorum launches in Mumbai" 
  5. "The Quorum: Changing the status quo" 
  6. "On the Loose: Club Class" 
  7. "Quorum, an upscale club in an equally upscale setting in Gurugram"