সন্দীপ কিষাণ

সন্দ্বীপ কিষাণ
২০১৩ সালে দক্ষিণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কিষাণ
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনলয়লা কলেজ, চেন্নাই
আত্মীয়

সন্দ্বীপ কিষাণ (তেলুগু: సందీప్ కిషన్; ইংরেজি: Sundeep Kishan; জন্ম: ৫ মে, ১৯৮৭) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি সাধারণত তেলুগুতামিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

কর্মজীবন

[সম্পাদনা]

কিষাণ চিত্রগ্রাহক ছোটা কে. নাইডুশ্যাম কে. নাইডু-এর ভাতিজা।[][] তিনি ইডেগা আসাদ্দাব চলচ্চিত্রের সেলফোন লো ব্যালেন্স গানটি গেয়েছেন,[][] এবং একই বছর তিনি হায়দ্রাবাদ চলে যান।[]

তার স্নেহা গীতাম চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হওয়ার আগে, তিনি গৌতম মেননের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে এক বছরের জন্য কাজ করেন। স্নেহা গীতাম লারস্কো এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন লাগদাপতি শ্রীদার, যিনি এভাদি গোলা ভাদিদিস্টাইল-এর মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন।[]

দেবা কাট্টা তার বন্ধু রাজ নিদিমরুকৃষ্ণা ডি.কে.কে হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শোর ইন দ্য সিটিতে কিষাণকে অভিনয় করানোর জন্য সুপারিশ করেন।[][] তিনি নিশা আগারওয়ালের বিপরীতে তেলুগু চলচ্চিত্র ডিকে বোস (২০১৮)'তেও অভিনয় করেন।

২০১৫ সালে কিষাণের টাইগার চলচ্চিত্র মুক্তির পর টলিউডের রবি তেজা,[][] আল্লু অর্জুনআর. নারায়ণ মুর্তির মতো তারকারা প্রশংসা করেন। তিনি ভেঙ্কটাদ্রি এক্সপ্রেসরা রা... কৃষ্ণানাইয়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন।[] মনগরম চলচ্চিত্রের পর, সন্দ্বীপ তার পরবর্তী তামিল প্রজেক্ট আরাম সিদু পাজাগু চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন, যা পরিচালনা করেছেন সুসীনথীরান[]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা ডাবিং সংস্করণ
২০০৯ প্রস্থানাম চিন্না তেলুগু আসতীন কা সানপ (হিন্দি) (২০১৩)
২০১০ স্নেহা গীতম অর্জুন
২০১১ শর ইন দ্য সিটি সাওয়ান হিন্দি
২০১২ রুটিন লাভ স্টোরি সন্দ্বীপ (সানজু) তেলুগু রুটিন লাভ স্টোরি (হিন্দি) (২০১৬)
২০১৩ গুনডেলা গুদারি সুরি
ইয়ারুদা মহেশ শিবা তামিল
ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস সন্দ্বীপ (সানজু) তেলুগু জিগারওয়ালা নং ১ (হিন্দি) (২০১৬)
ডি ফর ডোপিদি রাজু
২০১৪ রা রা... কৃষ্ণানাইয়া কৃষ্ণানাইয়া/কিট্টু কসম কায়ি হ্যাই (হিন্দি) (২০১৮)
ঝরু সন্দ্বীপ (সাঞ্জু) ইজ্জত কি খাতির (হিন্দি) (২০১৮)
২০১৫ বিরুভা সন্দ্বীপ (সাঞ্জু) মেরা ফাইস্লা (হিন্দি) (২০১৬)
টাইগার টাইগার আখেরি ওয়ার্নিং (হিন্দি) (২০১৮)
২০১৬ রান সঞ্জয় রান (হিন্দি) (২০১৮)
ওক্কা আম্মায়ি থাপ্পা কৃষ্ণ বচন আস্লি ফাইটার (হিন্দি) (২০১৭)
২০১৭ মনগরম সন্দ্বীপ (সাঞ্জু) তামিল নগরাম (তেলুগু)
দাদাগিরি ২ (হিন্দি) (২০১৯)
সামন্তকামীনি কোটিপল্লি শিবা তেলুগু আখরী বাজি (হিন্দি) (২০১৯)
নক্ষত্রাম রমা রাও তেলুগু মাস মাসালা

( হিন্দি )

( ২০১৯ )

নেঞ্জিল থুনিভিরুনধল / সি/ও সুরিয়া সুরিয়া কুমার তামিল / তেলুগু সি/ও সুরিয়া (হিন্দি) (২০১৮)
মায়াবন ইন্সপেক্টর কুমারন তামিল প্রজেক্ট জেড (তেলুগু)

মায়াবন (হিন্দি) (২০১৯)

২০১৮ মানাসুকু নাচিন্দি সুরাজ তেলুগু
নেক্সট এন্টি? সন্দ্বীপ (সাঞ্জু) তেলুগু
২০১৯ নারাগাসুরান বিনয় তামিল Post-production
নিনু ভীদানি নিদানু নেনে তামিল/তেলুগু
তেনালি রামাকৃষ্ণ বিএ বিএল তেলুগু
কাসাদা থাপারা তামিল চলচ্চিত্রায়ন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Off the beaten track"The Hindu। Chennai, India। ৯ মে ২০১০। 
  2. "Sundeep Kishan Signs Two More Films"cinegoer.com। ২৯ জুন ২০০৯। ২৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯ 
  3. "South star Sundeep Kishan makes B-Town debut with 'Shor'"MiD DAY। ২০১১-০৪-০১। 
  4. "Sundeep wants Sachin to score"। 
  5. "Ravi Teja congratulates Tiger team"
  6. "Mass Maharaja congratulates young hero"
  7. "'టైగర్' కి బన్ని ప్రశంస.."
  8. "'Maanagaram' hero bags his next with Suseenthiran"Top 10 Cinema (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-১৪। ২০১৭-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৫