ব্যক্তিগত তথ্য | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সভেতলানা ভাদিমোভনা গোম্বোয়েভা | ||||||||||||||
জাতীয় দল | রাশিয়া | ||||||||||||||
জন্ম | ৮ জুন ১৯৯৮ | ||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||
দেশ | রাশিয়া | ||||||||||||||
ক্রীড়া | তীরন্দাজী | ||||||||||||||
বিভাগ | বাঁকানো | ||||||||||||||
পদকের তথ্য
| |||||||||||||||
০৯:৩৪, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখে হালনাগাদকৃত |
সভেতলানা ভাদিমোভনা গোম্বোয়েভা (রুশ: Светлана Вадимовна Гомбоева, ইংরেজি: Svetlana Gomboeva, জন্ম: ৮ জুন ১৯৯৮; সভেতলানা গোম্বোয়েভা নামে পরিচিত) হলেন একজন রুশ বাঁকানো তীরন্দাজ।[১] তিনি ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে আরওসি-এর প্রতিনিধিত্ব করেছেন[২] এবং নারীদের দলগত প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়লাভ করেছেন।[৩][৪] এর পূর্বে নারীদের ব্যক্তিগত প্রতিযোগিতায় সানস্ট্রোক পর তিনি র্যাঙ্কিং পর্বে ৪৫তম স্থান অধিকার করেছিলেন।[৫][৬]
২০১৯ সালে, তিনি ইতালির নেপলসে অনুষ্ঠিত ২০১৯ গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াডে নারীদের দলগত প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়লাভ করেছিলেন।[৭] তিনি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ২০২১ ইউরোপীয় তীরন্দাজী চ্যাম্পিয়নশিপে নারীদের দলগত প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[৮]