ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সভেন্দ আরভিদ স্তানিসোয়াভ ব্রোদেরসেন[১] | ||
জন্ম | ২২ মার্চ ১৯৯৭ | ||
জন্ম স্থান | হামবুর্গ, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইয়োকোহামা | ||
জার্সি নম্বর | ৩৩ | ||
যুব পর্যায় | |||
২০০১–২০০২ | জাংকট পাওলি | ||
২০০২–২০০৪ | ইমসবুটেলার টিভি | ||
২০০৪–২০০৬ | জাংকট পাওলি | ||
২০০৬–২০১০ | ইমসবুটেলার টিভি | ||
২০১০–২০১৫ | জাংকট পাওলি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫– | জাংকট পাওলি ২ | ৭৮ | (০) |
২০১৫– | জাংকট পাওলি | ৬ | (০) |
২০২১– | ইয়োকোহামা | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৬–২০১৭ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ৪ | (০) |
২০১৮– | জার্মানি অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:১৭, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:১৭, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সভেন্দ আরভিদ স্তানিসোয়াভ ব্রোদেরসেন (পোলীয়: Svend Brodersen; জন্ম: ২২ মার্চ ১৯৯৭; সভেন্দ ব্রোদেরসেন নামে সুপরিচিত) হলেন একজন জার্মান-পোলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব জাংকট পাওলি এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৬ সালে, ব্রোদেরসেন জার্মানি অনূর্ধ্ব-২০ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
সভেন্দ আরভিদ স্তানিসোয়াভ ব্রোদেরসেন ১৯৯৭ সালের ২২শে মার্চ তারিখে জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ব্রোদেরসেন জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত জার্মানি অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[২][৩]