সমর | |
---|---|
পরিচালক | শ্যাম বেনেগল |
প্রযোজক | ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন,[১] রাজ পিউস (নির্বাহী প্রযোজক)[২] |
রচয়িতা | আশোক মিশ্র |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | বনরাজ ভাটিয়া |
চিত্রগ্রাহক | রাজন কোথারি |
সম্পাদক | আসিম সিনহা |
মুক্তি | ১৯৯৯ |
স্থিতিকাল | ২৬ মিনিট |
ভাষা | হিন্দি / উর্দু |
'সমর' (দ্বন্দ্ব) ১৯৯৯ সালের একটি হিন্দি চলচ্চিত্র । এটির পরিচালক ছিলেন শ্যাম বেনেগল। ছায়াছবির কাহিনিটি মধ্যপ্রদেশের একটি গ্রামের এক সত্য ঘটনাকে ভিত্তি করে রচিত । ছবিটি প্রযোজনা করেছিল ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। অভিনয়ে ছিলেন রাজেশ্বরী সচদেব, রজিত কাপুর, রঘুবীর যাদব, সীমা বিশ্বাস প্রমুখ শিল্পী । ছায়াছবিটি ১৯৯৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ ছায়াছবি হিসেবে স্বর্ণকমল পুরস্কার জিতে নেয় ।
এক দলিত কৃষক ইচ্ছাপূরণের পর মন্দিরে দেবতাকে প্রণাম জানাতে গেলে উচ্চবর্ণ জমিদার তাকে অপমান করে। এই বিষয়টিকে নিয়েই সিনেমা বানাতে সেই গ্রামে উপস্থিত হয় এক পরিচালক ও কলাকুশলীরা। শহরের মানুষের লঘু মানসিকতা ও জাতপাত ব্যবস্থার বৈষম্যের কারণে সেখানে প্রবল সমস্যা দেখা দেয়। সমর মূলত ভারতীয় সমাজের জাতপাত উচ্চনীচ প্রথাকেই তুলে ধরেছে।