সমীক্ষা জায়স্বল | |
---|---|
জন্ম | ২ নভেম্বর, ১৯৯৫[১] |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৬–বর্তমান |
পরিচিতির কারণ | জিন্দেগি কি মেহেক |
সমীক্ষা জায়স্বল একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি জি টিভির জিন্দেগী কি মেহেক ধারাবাহিকে মেহেক শর্মা চরিত্রে অভিনয় করার জন্যে পরিচিত।[২][৩][৪][৫]
জায়স্বল মধ্যপ্রদেশের ইন্দোর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইন্দোরের কুইন্স কলেজ থেকে তাঁর পড়াশোনা করেন, এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন ইন্দোরের দেবী আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে।
জায়স্বল ২০১৬ সালে জি টিভির জিন্দেগী কি মেহেক ধারাবাহিকে মেহেক শর্মার চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন। ২০১৯ সালে তিনি কালার্স টিভি চাঁনেলর বহু বেগম ধারাবাহিকে নূর হাসান এর চরিত্রে অভিনয় করেন।
সাল | ধারাবাহিক | চরিত্র | সূত্র |
---|---|---|---|
২০১৬-২০১৮ | জিন্দেগী কি মেহেক | মেহেক শর্মা | [৬] |
২০১৮ | জাজবাত | নিজেই | [৭] |
২০১৯-২০২০ | বহু বেগম | নূর হাসান কোরেশী | [৮] |
সাল | গান | প্রযোজক | পরিচালক | নোটস |
---|---|---|---|---|
২০১৬ | পেহলি দফা | ৪কে প্রোডাকশন | যশ আজমীরা | [৯] |
|তারিখ=
(সাহায্য)
|তারিখ=
(সাহায্য)
|তারিখ=
(সাহায্য)