সরজুবালা দেবী | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | ১ জুন ১৯৯৩ | |||||||||||
জাতীয়তা | ভারত | |||||||||||
পরিসংখ্যান | ||||||||||||
ওজনের শ্রেণি | ৪৬ কেজি, ফ্লাইওয়েট | |||||||||||
পদকের তথ্য
|
সরজুবালা দেবী (জন্ম: ১ জুন, ১৯৯৩) হলেন একজন ভারতীয় বক্সার। ২০১৬ সালে, সরজুবালা রিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। [১][২] তুরস্কে আয়োজিত যুব বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি সেরা বক্সারের শিরোপা লাভ করেন এবং তাঁর জন্য ২০১২ সালে অলিম্পিক গোল্ড কোয়েস্ট (ওজিকিউ) সরজুবালা দেবীকে তাঁদের পক্ষে থেকে সব রকমের সমর্থনের কথা ঘোষণা করেছিল।[৩] পরবর্তী সময়ে তাকে মেরি কম সাথে তুলনা করা হয়।[৪] যদিও সর্বদা ৪৮ কেজি বিভাগে অংশ নিতেন তবে সম্প্রতি তিনি ৫৫ কেজি বিভাগে অংশ নেন। এই পরিবর্তনের পর ২০১৮ সালে, তিনি জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ (ফ্লাই বিভাগ) এ স্বর্ণপদক লাভ করেন। তিনি পাতিয়ালাতে স্পতম যুব মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপে এবং ১৪ তম সিনিয়র মহিলা বক্সিং প্রতিযোগিতায় সেরা বক্সারের শিরোপা জিতেছেন।[৫]
সরজুবালা দেবী এক কৃষকের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা রাজেন সিং এবং মাতা থোবি দেবী।[৫] পরবর্তীকালে, ২০০৫ সালে, মেরি কমের সাফল্যের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বক্সিং স্কুলে যোগ দিয়েছিলেন। দুবছর পরে, তিনি তার শহর, ইম্ফালে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করেছিলেন।[৬] জুনিয়র ন্যাশনালসে রৌপ্য পদক লাভ করার আগে তিনি ২০০৬ এবং ২০০৮ সালে উপ-জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১১ সালে, তিনি বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন [৩] এবং পরে সেই বছরে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১১ সালে, তিনি একাদশ সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। [৫] দুর্ভাগ্যক্রমে তিনি রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের বেশি আর যেতে পারেননি। ২০১৮ সালে, তিনি এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিন্তু কোয়ার্টার ফাইনালে চীনের চ্যাং ইউয়ান এর বিপক্ষে হেরে গিয়েছিলেন।[৭]
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)