সল দে মানিয়ানা (স্পেনীয়: Sol de Mañana; "সকালের সূর্য"") দক্ষিণ আমেরিকার রাষ্ট্র বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমভাগের পোতোসি বিভাগের সুর লিপেস প্রদেশে অবস্থিত একটি ভূ-তাপীয় অঞ্চল। ৪৮০০ মিটার থেকে ৫০০০ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত অঞ্চলটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার। এটি সালার দে উয়ুনি (Salar de Uyuni) নামক বিশ্বের বৃহত্তম লবনাক্ত সমতলভূমির কাছেই অবস্থিত।
তীব্র আগ্নেয় কর্মকাণ্ড, গন্ধকযুক্ত ফুটন্ত পানির উষ্ণ প্রস্রবণ, গেইজার, (geysar), ধূম্ররন্ধ্র (fumarole) ও ফুটন্ত কর্দমাক্ত মাটির হ্রদ এই এলাকাটির কিছু বৈশিষ্ট্য।[১] গেইজারগুলি থেকে প্রায় ১৫ মিটার উচ্চতা পর্যন্ত উত্তপ্ত জলীয় বাষ্প উপরে উঠে যেতে পারে। সকালের সূর্যের আলোয় শীতল বাতাস ও উত্তপ্ত বাষ্পের তাপমাত্রায় পার্থক্যের কারণে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় দৃশ্যের সৃষ্টি হয়। অঞ্চলটিকে ভূ-তাপীয় বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে ব্যবহার করা যায় কি না, তা নিয়ে গবেষণা হয়েছে।
সল দে মানিয়ানা এবং চিলির উত্তরভাগে অবস্থিত এল তাতিও ভূ-তাপীয় ক্ষেত্র দুইটি আলতিপ্লানো-পুনা আগ্নেয় ব্যবস্থা-র সাথে সম্পর্কিত।[২] একটি চ্যুতি ব্যবস্থা এই ক্ষেত্র দুইটিকে সংযুক্ত করেছে।[৩]