ওএফসি | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৭৯[১] |
সদর দপ্তর | হোনিয়ারা, সলোমন দ্বীপপুঞ্জ |
ফিফা অধিভুক্তি | ১৯৮৮[১] |
ওএফসি অধিভুক্তি | ১৯৮৮ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
সলোমন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন (ইংরেজি: Solomon Islands Football Federation; এছাড়াও সংক্ষেপে এসআইএফএফ নামে পরিচিত) হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[২][৩] এই সংস্থাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় অবস্থিত।
এই সংস্থাটি সলোমন দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে টেলিকম এস-লীগ এবং নারী প্রিমিয়ার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সলোমন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন উইলিয়াম লাই এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লিওনার্ড পাইয়া।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | উইলিয়াম লাই |
সহ-সভাপতি | মার্লন হোকারাওয়া |
এডি অমোকিরিও | |
সাধারণ সম্পাদক | লিওনার্ড পাইয়া |
কোষাধ্যক্ষ | আলোয়সিও মা হানোয়া |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | জোসেফ বসো |
প্রযুক্তিগত পরিচালক | মোসেস টোয়াটা |
ফুটসাল সমন্বয়কারী | ভিক্টর ওয়াই ইয়া |
জাতীয় দলের কোচ (পুরুষ) | মোসেস টোয়াটা |
জাতীয় দলের কোচ (নারী) | এডি রুকুমানা |
রেফারি সমন্বয়কারী | জাস্টিন মুটুকেরা |
টেমপ্লেট:সলোমন দ্বীপপুঞ্জে ফুটবল টেমপ্লেট:সলোমন দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন