ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | সলোমন ফারাই মিরে |
জন্ম | হারারে, জিম্বাবুয়ে | ২১ আগস্ট ১৯৮৯
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
ভূমিকা | বোলার |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল | |
ওডিআই অভিষেক | ২১ নভেম্বর ২০১৪ বনাম বাংলাদেশ |
উৎস: ESPNcricinfo, ২১ নভেম্বর ২০১৪ |
সলোমন ফারাই মিরে (জন্ম: ২১ আগস্ট, ১৯৮৯) হারারে এলাকায় জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের উদীয়মান ক্রিকেটার। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের পক্ষে তিনি মূলতঃ ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলার। পাশাপাশি নিচের সারির ডানহাতি ব্যাটসম্যানও তিনি। পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করে থাকেন। সোলজ ডাকনামে পরিচিত সলোমন মিরে ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রালসের পক্ষে খেলছেন। এছাড়াও, মিড ওয়েস্ট রাইনোস, জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন তিনি।
পেশাদার ক্রিকেটার হবার পূর্বে তিনি পাইলট হবার স্বপ্ন বুনেছিলেন। সাবেক অস্ট্রেলীয় বোলার ব্রেট লি তার আদর্শ। ২০০৬-০৭ মৌসুমে ফেদওয়্যার ক্লোদিং ইন্টার-প্রভিন্সিয়াল ওয়ান-ডে প্রতিযোগিতার মাধ্যমে সকলের নজর কাড়েন। সাউদার্ন্সের বিপক্ষে ৯৪, ওয়েস্টার্ন্সের বিপক্ষে অপরাজিত ৭৯ ও নর্দার্ন্সের বিপক্ষে অপরাজিত ৫২ রান সংগ্রহ করেছিলেন।
২১ নভেম্বর, ২০১৪ তারিখে বাংলাদেশ সফরে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলের সাব্বির রহমানের সাথে তারও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।[১]
জুলাই ২০১৯ এ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জিম্বাবুয়ে দলকে আইসিসি প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে।[২][৩] যার ফলে মিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে।[৪]