সহদূত

কূটনীতিতে একজন সহদূত, সংযুক্ত কর্মকর্তা বা আতাশে/অ্যাটাশে বলতে কোনও উচ্চস্থানীয় ব্যক্তি বা সংস্থার (যেমন রাষ্ট্রীয় দূতাবাসের) কূটনৈতিক বা প্রশাসনিক কর্মচারীবৃন্দের সাথে সংযুক্ত একজন বিশেষ কর্মকর্তাকে বোঝায়, যিনি বিশেষ কোনও বিষয়ে পারদর্শী হয়ে থাকেন। আতাশে কথাটি ফরাসি ভাষা থেকে আগত, যার অর্থ "সংযুক্ত"।

এক সহদূত সাধারণত কূটনীতিক বা সহায়ক কর্মচারীবৃন্দের অংশ হিসেবে কোনও রাষ্ট্রদূতের কর্তৃত্বাধীনে বা অন্য কোনও কূটনৈতিক মিশনের (সিংহভাগ ক্ষেত্রে কোনও আন্তঃসরকারি সংস্থা বা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা) প্রধানের অধীনে কাজ করে থাকেন। সহদূতেরা তাদের বিশেষায়িত ক্ষেত্রের সাথে সম্পর্কিত এমন সব বিভিন্ন সমস্যা, প্রশ্ন ও বিষয়াবলীর উপর নজর রাখেন, যেগুলিতে কোনও কার্য-পদক্ষেপ গ্রহণের প্রয়োজন পড়তে পারে। এই নিমিত্তে তারা অংশগ্রহণের উদ্দেশ্যে অনুষ্ঠান পরিকল্পনা, গ্রহণযোগ্য সিদ্ধান্ত, বিভিন্ন বন্দোবস্ত ও কার্যসূচি ব্যবস্থাপনা, গবেষণাসহ প্রয়োজন পড়লে জাতীয় অ্যাকাডেমি, শিল্পখাত ও উপরোল্লিখিত সংস্থাগুলিতে তাদের নিজরাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারেন।

কদাচিৎ একজন সহদূতের বিশেষ দায়িত্ব বা বিশেষজ্ঞ ভূমিকা থাকে। যেমন সাংস্কৃতিক সহদূত, শুল্ক সহদূত, পুলিশ কর্মকর্তা সহদূত, শ্রম সহদূত, আইনি সহদূত, সংযোগরক্ষক কর্মকর্তা সহদূত, সামরিক সহদূত, সংবাদমাধ্যম সহদুত, কৃষি সহদূত, বাণিজ্যিক সহদূত, সামুদ্রিক সহদূত ও বিজ্ঞান সহদূত এগুলির কিছু উদাহরণ।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

গ্রন্থ ও উৎসপঞ্জি

[সম্পাদনা]
  • Craig, Gordon A. (1949) "Military diplomats in the Prussian and German service: the attachés, 1816-1914." Political Science Quarterly (1949): 65-94 online.