হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|
সহীহ আল-জামে'ঈ তারতিব আল-মুসনাদ সহ ইবাদিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদীস সংগ্রহ। এটি আল-রাবী বিন হাবিব আল-ফারাহিদী এবং পরে ইউসুফ ইব্রাহিম আল-ওয়ারজিলানী (یوسف إبراهيم الوارجلاني) এর ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ রচনা সম্পন্ন হয়।[১] বেশির ভাগের মতে এর তত্ত্বাবধায়ক জাবির ইবন জাইদ।[২]