সা-ছেন-কুন-দ্গা'-স্ন্যিং-পো (তিব্বতি: ས་ཆེན་ཀུན་དགའ་སྙིང་པོ་, ওয়াইলি: sa chen kun dga' snying po) (১০৯২ - ১১৫৮) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের তৃতীয় সা-স্ক্যা-খ্রি-'দ্জিন ছিলেন।
সা-ছেন-কুন-দ্গা'-স্ন্যিং-পো সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের প্রথম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন 'খোন-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-পো ও তার স্ত্রী মা-গ্চিগ-ঝাং-মোর (ওয়াইলি: ma gcig zhang mo) পুত্র ছিলেন।[১]
সা-ছেন-কুন-দ্গা'-স্ন্যিং-পোর পিতা 'খোন-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-পো তাকে হেবজ্র তন্ত্র সম্বন্ধে শিক্ষা দেন। তার পিতার মৃত্যুর পর দ্বিতীয় সা-স্ক্যা-খ্রি-'দ্জিন রিন-ছেন-গ্রাগ্স তাকে শিক্ষাদান করেন। এছাড়াও ল্চাগ্স-থার-বা (ওয়াইলি: lcags thar ba), গ্রাগ্স-'ব্যোর-শেস-রাব (ওয়াইলি: grags 'byor shes rab) ও ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: chos kyi rgyal mtshan) প্রভৃতি বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত তার শিক্ষার ভার নেন। বারো বছর বয়সে তিনি রোং-ঙ্গুর-স্মিগ (ওয়াইলি: rong ngur smig) নামক স্থানে দার-মা-স্ন্যিং-পো নামক বৌদ্ধ লামার নিকট অভিধর্মকোষ সম্বন্ধে শিক্ষালাভ করেন। রিন-ছেন-গ্রাগ্সের মৃত্যু হলে ১১১১ খ্রিষ্টাব্দে তিনি তৃতীয় সা-স্ক্যা-খ্রি-'দ্জিন নির্বাচিত হন। সা-স্ক্যা-খ্রি-'দ্জিন হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি 'খোন-স্ক্যি-ছুব-গ্রা-ল্হা-বা (ওয়াইলি: 'khon skyi chub gra lha wa) নামক তার এক আত্মীয়ের নিকট চক্রসম্বর এবং 'ব্রোগ-মি-শাক্য-য়ে-শেস দ্বারা প্রাপ্ত হেবজ্র তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। এছাড়াও তিনি তার পিতার শিক্ষক মাল-ব্লো-গ্রোস-গ্রাগ্স-পার নিকট চক্রসম্বর, যমরি, পঞ্জরনাথ প্রভৃতি তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। ঝাং-স্তোন-ছোস-'বার (ওয়াইলি: zhang ston chos 'bar) নামক বিখ্যাত বৌদ্ধপণ্ডিত আট বছর ধরে মার্গফল সম্বন্ধে শিক্ষাদান করেন।[১]
সা-ছেন-কুন-দ্গা'-স্ন্যিং-পো ত্সামো-রোং নামক স্থানের এক অভিজাত পরিবারের দুই বোনকে বিবাহ করেন। তার জ্যৈষ্ঠ পুত্র কুন-দ্গা'-'বার (ওয়াইলি: kun dga' 'bar) ভারত থেকে শিক্ষালাভ করে ফিরে আসার সময় মাত্র কুড়ি বছর বয়সে মারা যান। তার অপর দুই পুত্র ব্সোদ-নাম্স-র্ত্সে-মো ও গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান পরবর্তীকালে সা-স্ক্যা-খ্রি-'দ্জিন নির্বাচিত হন। তার কনিষ্ঠ পুত্র দ্পাল-ছেন-'ওদ-পো (ওয়াইলি: dpal chen 'od po) নিজে সা-স্ক্যা-খ্রি-'দ্জিন হতে না পারলেও টীণী ছীলেণ ষষ্ঠ সা-স্ক্যা-খ্রি-'দ্জিন ছোস-র্জে-সা-স্ক্যা-পান-ডি-তা-কুন-দ্গা'-র্গ্যাল-ম্ত্শানের পিতা ছিলেন।[১]
সা-ছেন-কুন-দ্গা'-স্ন্যিং-পো ১১৪১ খ্রিষ্টাব্দ থেকে মার্গফল সম্বন্ধে শিক্ষাদান শুরু করেন। তার দুই পুত্র ব্সোদ-নাম্স-র্ত্সে-মো ও গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান ছাড়াও ফাগ-মো-গ্রু-পা-র্দো-র্জে-র্গ্যাল-পো তার প্রধান শিষ্য ছিলেন। তিনি মার্গফল তত্ত্বের বজ্রকথা নামক মৌখিক উপদেশকে লিখে রাখেন।[১]
গুংতাং নামক স্থানে বসবাস করার সময়ে তাকে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়। তিনি এই হত্যার পরিকল্পনাতে বেঁচে গেলেও কিছুদিনের জন্য তার স্মৃতিভ্রংশ হয়ে যায়। ১১৫৮ খ্রিষ্টাব্দে সাতষট্টি বছর বয়সে ক্যাবো কাদাং নামক বৌদ্ধবিহারে তার মৃত্যু হয়।[১]
পূর্বসূরী রিন-ছেন-গ্রাগ্স |
সা-ছেন-কুন-দ্গা'-স্ন্যিং-পো তৃতীয় সা-স্ক্যা-খ্রি-'দ্জিন |
উত্তরসূরী ব্সোদ-নাম্স-র্ত্সে-মো |